Ganesh Chaturthi 2023: Ganesh Chalisa Lyrics In Bengali (জয় গণপতি সদ্গুণসদন) – যে কোনো পুজোর আগে শ্রী গনেশ পুজো করা হয়। গনেশ পুজোর পর গনেশ চালিসা পাঠ (ganesh chalisa lyrics) করে ভগবান গনেশের অসীম কৃপা লাভ করতে পারেন ভক্তরা।
Ganesh Chalisa Lyrics In Bengali – Doha
।। দোহা ।। জয় গণপতি সদ্গুণসদন, কবিবর বদন কৃপাল । বিঘ্ন হরণ মংগল করণ, জয় জয় গিরিজালাল ॥
Ganesh Chalisa Lyrics In Bengali – Choupai
।।চৌপাই।। জয় জয় জয় গণপতি রাজূ । মংগল ভরণ করণ শুভ কাজূ ॥ জয় গজবদন সদন সুখদাতা । বিশ্ব বিনায়ক বুদ্ধি বিধাতা ॥ বক্র তুণ্ড শুচি শুণ্ড সুহাবন । তিলক ত্রিপুণ্ড ভাল মন ভাবন ॥ রাজিত মণি মুক্তন উর মালা । স্বর্ণ মুকুট শির নয়ন বিশালা ॥ পুস্তক পাণি কুঠার ত্রিশূলং । মোদক ভোগ সুগন্ধিত ফূলং ॥ সুন্দর পীতাম্বর তন সাজিত । চরণ পাদুকা মুনি মন রাজিত ॥ ধনি শিবসুবন ষডানন ভ্রাতা । গৌরী ললন বিশ্ব-বিধাতা ॥ ঋদ্ধি সিদ্ধি তব চঁবর সুধারে । মূষক বাহন সোহত দ্বারে ॥ কহৌং জন্ম শুভ কথা তুম্হারী । অতি শুচি পাবন মংগল কারী ॥ এক সময় গিরিরাজ কুমারী । পুত্র হেতু তপ কীন্হা ভারী ॥ ভয়ো যজ্ঞ জব পূর্ণ অনূপা । তব পহুঁচ্যো তুম ধরি দ্বিজ রূপা ॥ অতিথি জানি কৈ গৌরী সুখারী । বহু বিধি সেবা করী তুম্হারী ॥ অতি প্রসন্ন হ্বৈ তুম বর দীন্হা । মাতু পুত্র হিত জো তপ কীন্হা ॥ মিলহি পুত্র তুহি বুদ্ধি বিশালা । বিনা গর্ভ ধারণ যহি কালা ॥ গণনায়ক গুণ জ্ঞান নিধানা । পূজিত প্রথম রূপ ভগবানা ॥ অস কহি অন্তর্ধ্যান রূপ হ্বৈ । পলনা পর বালক স্বরূপ হ্বৈ ॥ বনি শিশু রুদন জবহি তুম ঠানা । লখি মুখ সুখ নহিং গৌরি সমানা ॥ সকল মগন সুখ মংগল গাবহিং । নভ তে সুরন সুমন বর্ষাবহিং ॥ শম্ভূ উমা বহুদান লুটাবহিং । সুর মুনি জন সুত দেখন আবহিং ॥ লখি অতি আনন্দ মংগল সাজা । দেখন ভী আয়ে শনি রাজা ॥ নিজ অবগুণ গুনি শনি মন মাহীং । বালক দেখন চাহত নাহীং ॥ গিরজা কছু মন ভেদ বঢ়ায়ো । উৎসব মোর ন শনি তুহি ভায়ো ॥ কহন লগে শনি মন সকুচাঈ । কা করিহৌ শিশু মোহি দিখাঈ ॥ নহিং বিশ্বাস উমা কর ভয়ঊ । শনি সোং বালক দেখন কহ্যঊ ॥ পড়তহিং শনি দৃগ কোণ প্রকাশা । বালক শির ইড়ি গয়ো আকাশা ॥ গিরজা গিরীং বিকল হ্বৈ ধরণী । সো দুখ দশা গয়ো নহিং বরণী ॥ হাহাকার মচ্যো কৈলাশা । শনি কীন্হ্যোং লখি সুত কো নাশা ॥ তুরত গরুড় চঢ়ি বিষ্ণু সিধায়ে । কাটি চক্র সো গজ শির লায়ে ॥ বালক কে ধড় ঊপর ধারয়ো । প্রাণ মংত্র পঢ় শংকর ডারয়ো ॥ নাম গণেশ শম্ভু তব কীন্হে । প্রথম পূজ্য বুদ্ধি নিধি বর দীন্হে ॥ বুদ্ধি পরীক্শা জব শিব কীন্হা । পৃথ্বী কী প্রদক্শিণা লীন্হা ॥ চলে ষডানন ভরমি ভুলাঈ । রচী বৈঠ তুম বুদ্ধি উপাঈ ॥ চরণ মাতু-পিতু কে ধর লীন্হেং । তিনকে সাত প্রদক্শিণ কীন্হেং ॥ ধনি গণেশ কহি শিব হিয় হরষে । নভ তে সুরন সুমন বহু বরসে ॥ তুম্হরী মহিমা বুদ্ধি বড়াঈ । শেষ সহস মুখ সকৈ ন গাঈ ॥ মৈং মতি হীন মলীন দুখারী । করহুঁ কৌন বিধি বিনয় তুম্হারী ॥ ভজত রামসুন্দর প্রভুদাসা । লখ প্রয়াগ ককরা দুর্বাসা ॥ অব প্রভু দয়া দীন পর কীজৈ । অপনী শক্তি ভক্তি কুছ দীজৈ ॥
Ganesh Chalisa Lyrics In Bengali – Doha
।। দোহা ।। শ্রী গণেশ ইহ চালীসা পাঠ করেং ধর ধ্যান । নিত নব মংগল গৃহ বসৈ লহে জগত সন্মান ॥ সংবৎ অপন সহস্র দশ ঋষি পঞ্চমী দিনেশ । পূরণ চালীসা ভয়ো মংগল মূর্তি গণেশ ॥
শ্রী গনেশ চালিসা পাঠ করার নিয়ম
গনেশ চালিসা পাঠ করার আগে নিম্নলিখিত নিয়মগুলি পালন করা উচিত।
- নিয়মিত গনেশের পুজো এবং গনেশ চালিসা পাঠ করলে সংসারে সুখ সমৃদ্ধি লাভ করতে পারেন। মান্যতা অনুসারে বুধবার দিন শ্রী গণেশের পূজা করা অত্যন্ত শুভ।
- গনেশ চালিসা পাঠ করার জন্য সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন।
- গৃহে গণেশের মূর্তির সামনে শুদ্ধ ঘি এর প্রদীপ জ্বালান।
- গণেশকে ফুল , দূর্বা অর্পণ করুন। দূর্বা গনেশ এর অত্যন্ত প্রিয়।
- গণেশের সামনে সুগন্ধি ধূপকাঠি, ধুনো জ্বালান।
- লাড্ডু গনেশের অত্যন্ত প্রিয়, তাই ভোগ স্বরূপ লাড্ডু নিবেদন করলে গনেশ খুব খুশি হন।
- এবার গণেশের পূজা শুরু করুন।
- পূজার শেষে গণেশ চালিসা পাঠ করুন।
- এরপর শ্রী গণেশ এর আরতি করুন।
- এই বছর, 19 সেপ্টেম্বর, 2023 মঙ্গলবার গণেশ চতুর্থী উদযাপিত হবে। গণেশ চতুর্থীর দিনে গণেশ চালিসা পাঠ অত্যন্ত শুভ এবং ফলদায়ক।
শ্রী গনেশ চালিসা পাঠ করার উপকারিতা
- শ্রী গণেশ চালিশা (ganesh chalisa in bengali) নিয়মিত পাঠ করলে বা যে গৃহে নিয়মিত বিধি অনুযায়ী গণেশ পূজো করা হয় সেই গৃহে শ্রী গনেশের কৃপায় সদা সর্বদা সুখ-ঐশ্বর্য বিরাজ করে,
- সেই গৃহে কখনও আর্থিক সংকট দেখা দেয় না।
- গনেশ পুজোর পর গনেশ এর সম্মুখে আপনি গনেশ চালিসা (Ganesh Chalisa Lyrics In Bengali) পাঠ করলে শ্রী গণপতির অসীম কৃপা লাভ করতে পারবেন।
- সিদ্ধির দেবতা বলা হয় গনপতিকে। কোনো মনোবাঞ্ছা নিয়ে গণপতি পুজো ও চালিসা নিয়মিত পাঠ করলে সেই মনোবাঞ্ছা গণপতির কৃপায় খুব শীঘ্রই সিদ্ধিলাভ করে।
- আপনার যে কোনো কার্য সিদ্ধি লাভ করতে পারবেন গনেশ চালিসা (Ganesh Chalisa Lyrics In Bengali) নিয়মিত পাঠ করলে।
- গণপতির পুজোর মাধ্যমে অফিস বা ব্যাবসায় শ্রী বৃদ্ধি লাভ করতে পারেন।
- গণপতিকে বিঘ্ন হর্তা বলা হয়, যে কোনো বিপদে ভগবান গনেশের পুজো নিয়মিত করলে সমস্ত বিঘ্ন নাশ হয়।
- প্রতিদিন শ্রী গনেশ চালিসা (Ganesh Chalisa Lyrics In Bengali) পাঠ করলে সংসারে সুখ-শান্তি বিরাজ করে।
Ganesh Chalisa Music Video
Ganesh Chalisa Lyrics In Bengali | শ্রী গনেশ চালিসা PDF
আপনার সুবিধার জন্য বাংলায় শ্রী গনেশ চালিসা (Ganesh Chalisa Lyrics In Bengali) দেওয়া হয়েছে। ডাউনলোড বোতামে ক্লিক করে আপনি সহজেই প্রিন্ট নিয়ে অফলাইনে পাঠ করতে পারেন।
- অবশ্যই পড়ুন – শ্রী গনেশ চালিসা PDF [FREE Download]
- 3 Popular গনেশ আরতি বাংলায় [FREE Download]
- গনেশ আরতি – জয় গনেশ জয় গনেশ জয় গনেশ দেবা
- গনেশ আরতি – সুখ কর্তা দুখ হর্তা
- গনেশ আরতি – শেন্দুর লাল চঢ়ায়ো
- গণেশ চতুর্থীর পূজা পদ্ধতি
- গনেশ চতুর্থী 2023: তারিখ, শুভ মুহূর্ত, পূজা বিধি
- Ganesh Fastival 2023: কোন ফুলে সন্তুষ্ট হবেন শ্রী গণেশ
উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন (Ganesh Chalisa Lyrics In Bengali)। শ্রী গনেশের কৃপায় আপনার জীবনের সমস্ত কষ্টের অবসান হোক। আপনি যদি ভগবান গনেশের নিয়মিত পূজা করেন তবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উত্সাহিত করুন।
Read More – All Language हनुमान चालीसा | पंचमुखी हनुमान कवच मंत्र | हनुमान गायत्री मंत्र | हनुमान साठिका पाठ | हनुमान बंदी मोचन स्तोत्र | हनुमान जंजीरा मंत्र | हनुमान जी के 1008 नाम | हनुमान बाहुक पाठ | हनुमान पूजा विधि | संकट मोचन हनुमान अष्टक | सम्पूर्ण बजरंग बाण | 11 din हनुमान चालीसा संकल्प | 21 मंगलवार हनुमान व्रत | 21 Days हनुमान चालीसा संकल्प
এরকম আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে
আরো পড়ুন
- Navgrah Chalisa Lyrics In English PDF
- Navgrah Chalisa In Hindi PDF | नवग्रह चालीसा हिन्दी में पढ़ें
- Shukrawar Santoshi Mata Vrat & Katha – माँ संतोषी व्रत और कथा
- Sita Ram Sita Ram Bhajan Lyrics Hindi | सीता राम सीता राम भजन लिरिक्स हिंदी
- रामायण चौपाई | Ramayan Choupai In Hindi
- Hanuman Bhajan Lyrics In Hindi | हनुमान भजन लिरिक्स – बाल समय रवि भक्ष लियो
- Ekmukhi Hanuman Kavacham In Hindi | एकमुखी हनुमान कवच
- नरसिंह चालीसा | Narasimha Chalisa n hindi pdf
- 2024 Narasimha Chaturdashi Kab Hai | नरसिंह जयंती 2024
- 2024 Radha Ashtami Kab Hai | राधा अष्टमी २०२४
- Navratri 2024 Date And Time In Hindi | २०२४ नवरात्रि पूजा की तारीख और शुभ मुहूर्त
- Mahalaya 2024 Date and Time | 2024 মহালয়া কবে