Shree Krishna Govinda Lyrics in Bengali Translation – শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবা – পিতুমাত স্বামী সখা হামারে শ্রী কৃষ্ণ ভজন লিরিক্স দেওয়া হলো শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে। এই ভজন গানের PDF ও নিচে দেওয়া হলো। তাহলে চলুন শুরু করা যাক।
Shree Krishna Govinda Lyrics in Bengali Translation
শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী ভজন লিরিক্স শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতুমাত স্বামী সখা হামারে পিতুমাত স্বামী সখা হামারে হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবা।। ঠাকুর হামারে প্রাণ সে পেয়ারে তুম হো হামারে হাম হ্যায় তুমহারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবা।। গাইয়া চরইয়া মাখন চুরইয়া গাইয়া চরইয়া মাখন চুরইয়া দীনো কি নইয়াকে তুম্হি কিভাইয়া হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবা।। গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায়, শ্রী বাঁকে বিহারী নন্দলাল মেরো হ্যায়। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবা।। তুমসে হ্যায় ধরতি তুমসে হ্যায় অম্বর, তুমসে হ্যায় ধরতি তুমসে হ্যায় অম্বর, অগ্নি পবন অওর সাঁতো সমন্দর, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা।।
Shree Krishna Govinda Lyrics in Bengali Translation । শ্রী কৃষ্ণ গোবিন্দ PDF
[ FREE Download ]
- ২০২৩ কৃষ্ণ জন্মাষ্টমী তাৎপর্য, তিথি, শুভ মুহূর্ত, পূজা বিধি
- শ্রী কৃষ্ণ চালীসা PDF [FREE Download]
- কৃষ্ণ আরতি কুঞ্জ বিহারী কি PDF
- শ্রী কৃষ্ণের অষ্টোতর শত নাম
Shree Krishna Govinda Bhajan By Suresh Wadkar
উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন ( Shree Krishna Govinda Lyrics in Bengali Translation । শ্রী কৃষ্ণ গোবিন্দ PDF )। ভগবান শ্রী কৃষ্ণের কৃপায় আপনার সমস্ত ইচ্ছা পূরণ হোক। বিধিবিধান অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করলে আপনার সমস্ত মনোকামনা পূরণ হয় , শ্রীকৃষ্ণের কৃপায় আপনি প্রতিটি কাজে সাফল্য লাভ করেন। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উত্সাহিত করুন।
এরকমই আরো তথ্য পেতে কিল্ক করুন এখানে
আরো পড়ুন