কোজাগরী লক্ষ্মী পূজা কবে – লক্ষ্মী পূজা ২০২৫ কত তারিখে ( kojagari laxmi puja 2025 bengali ), লক্ষ্মী পূজা পদ্ধতি ও মন্ত্র – কোজাগরী লক্ষ্মীপূজা সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হলো আজকের এই পোস্টে ( লক্ষ্মী পূজা ২০২৫ )।
কোজাগরী শব্দের অর্থ কি?
‘কোজাগরী’ শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ অর্থাৎ ‘কে জেগে আছ’। মান্যতা অনুসারে, সারারাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করাই এই পূজার বিশেষ আচার। কথিত আছে লক্ষ্মী দেবী কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন রাত্রে খোঁজ নেন – কে জেগে আছেন? যে জেগে অক্ষক্রীড়া (অক্ষক্রীড়া শব্দের অর্থ পাশা খেলা) করে, লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন। (তথ্য উইকিপিডিয়া)
কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ এবং সময় – kojagari Laxmi Puja 2025 Bengali
প্রতিবছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের পূর্ণিমায় প্রতি ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী (kojagari laxmi puja 2025) পুজো হয়ে থাকে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন দেবী লক্ষ্মীর পূজা করলে ধন-ধান্যে পরিপূর্ন হয়ে ওঠে সেই গৃহ। চলুন জেনে নেওয়া যাক ২০২৫ কোজাগরী লক্ষ্মী পূজার শুভ সময় (kojagari lakshmi puja 2025 date & time)।
২০২৫ কোজাগরী লক্ষ্মী পূজা | দিন ও সময় |
---|---|
কোজাগরী লক্ষ্মী পূজা | সোমবার, ৬ অক্টোবর ২০২৫ |
কোজাগরী লক্ষ্মী পূজা নিশীথ কাল (পূজা মুহূর্ত ) | রাত ১১:৪৫ থেকে রাত ১২:৩৪ (৭ অক্টোবর ২০২৫) |
সময়সীমা | ০০ ঘন্টা ৪৯ মিনিট |
চন্দ্রোদয় | ০৫:২৭ মিনিট |
পূর্ণিমা শুরু | দুপুর ১২:২৩ মিনিট (৬ অক্টোবর ২০২৫) |
পূর্ণিমা সমাপ্ত | সকাল ৯:১৬ মিনিট (৭ অক্টোবর ২০২৫) |
লক্ষ্মী দেবীর মন্ত্র – kojagari Laxmi Puja 2025 Bengali
মা লক্ষ্মীর আাবাহন মন্ত্র এসো লক্ষ্মী বোসো লক্ষ্মী থাকো লক্ষ্মী ঘরে। সুখ শান্তি পাই যেনো তব কৃপা বরে।। দয়াময়ী দয়া করো ওমা বিষ্ণুজায়া। অন্তিমেতে পাই যেন তব পদছায়া।। দীনের শরণ তুমি লক্ষ্মী ঠাকুরানী। প্রণাম লহগো মাতা ওগো নারায়নী।।
লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্র ওঁ পাশাক্ষমালিকাম্ভোজসৃনিভির্য্যাম্যসৌম্যয়োঃ। পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্।। গৌরবর্ণাং সুরাপাঞ্চ সর্ব্বালঙ্কার ভূষিতাম্। রৌক্নপদ্মব্যগ্রকরাং বরদা দক্ষিণেনতু।।
লক্ষ্মী দেবীর স্তব ( ওঁ ) ত্রৈলোক্য-পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে। যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা।। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির্হরিপ্রিয়া। পদ্মা পদ্মালয়া সম্পৎপ্রদা শ্রীঃ পদ্মধারিনী।। দ্বাদশৈতানি নামামি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেৎ। স্থিরা লক্ষ্মীর্ভবেত্তস্য পুত্রদারাদিভিঃ সহ।।
মা লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীং
মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র ওঁ নমস্তে সর্ব্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে। যা গতিস্ত্বৎ প্রপন্নানাং সামে ভূয়াত্বদর্চ্চনাৎ।।
মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওঁ বিশ্বরূপস্য ভাৰ্য্যাসি পদ্মে পদ্মলয়ে শুভে । সর্ব্বতঃ পাহি মাং দেবী মহা লক্ষ্মীণমোহস্তুতে ।।
লক্ষ্মীদেবীর গায়ত্রী মন্ত্র ওঁ মহালক্ষ্মৈ বিদ্মহে মহাশ্রীয়ৈ ধীমহি তন্নো শ্রীঃ প্রচোদয়াৎ।
লক্ষ্মী দেবীর বন্দনা সৃজন পালন লয়, যাহার কটাক্ষে হয়, বন্দ সেই শ্রী লক্ষ্মীনারায়ণ। ভূমিতে করিগো নেই, থাকে যেন মোর মতি, পাই যেন শ্রীযুগল চরণ ।। নারায়ণ নারায়ণী, চরণযুগলে পড়ি, আমি যেন পাই দিব্যজ্ঞান।। তব দাসী কমলিকা, মাগিছে সে নতশিরে মোর ঘরে হও অধিষ্ঠান।।
লক্ষ্মী পূজা পদ্ধতি – kojagari Laxmi Puja 2025 Bengali
পুরোহিত ছাড়া ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে ঘরে কোজাগরী লক্ষ্মী (কোজাগরী লক্ষ্মী পূজা 2025) পুজো করবেন রইলো বিস্তারিত।
সবার প্রথমে সারা ঘরে সুন্দর করে আলপনা এঁকে নিন – ধানের ছরার মাঝে মা লক্ষ্মীর পায়ের চিহ্ন অবশ্যই থাকবে তাতে।
পুজো শুরু করার আগে গঙ্গা জল দিয়ে পূজার স্থানকে এবং নিজেকে শুদ্ধ করে নিন ।
তারপর নারায়ণকে মনে মনে স্মরণ করুন। পূজার স্থানের মাঝখানে একটি তামার পাত্রে জল নিয়ে সেই জল সূর্য দেবতাকে অর্পণ করুন। তিনি সকল শক্তির উৎস। তাকে ছাড়া এই পৃথিবী অচল। তাই তাকে জল দেওয়া বাঞ্ছনীয়। ওই তামার পাত্রে জল ঢালতে ঢালতেই সূর্য প্রণাম মন্ত্র বলুন।
তারপর ঘট স্থাপনের পালা। আগে থেকে মাটি মেখে একটি গোল ডেলা মত করে নিন, তার মধ্যে পাঁচটি দূর্বা এবং পাঁচটি ধান দিয়ে তার ওপর ঘট বসান। ঘটে স্বস্তিক চিহ্ন আঁকুন তেল আর সিঁদুর দিয়ে। ঘটের ওপর আমের পাতা রাখুন। পাতার সংখ্যা অবশ্যই বিজোড় হতে হবে ( পাঁচটি বা সাতটি )।
আর প্রতিটি পাতার মাঝে তেল সিঁদুরের ফোঁটা দেবেন। ঘটে শুদ্ধ জল দিয়ে পূর্ণ করে তার ওপর আমের পাতা রাখুন। পাতার ওপর একটা হরিতকী দিন। এরপর ফুল দিয়ে ঘট সাজান। মন চাইলে ঘটে এবং মা লক্ষ্মীকে মালা পরাতে পারেন।
ঘট স্থাপনের পর মাকে ধ্যান মন্ত্রে মা লক্ষ্মী কে প্রণাম করুন।
এরপর মা লক্ষ্মীকে আবাহন করবেন আহবান মন্ত্র সহযোগে মাকে মনে মনে আহবান করুন। হাত জোড় করে চোখ বন্ধ করে মা কে বলুন, এসো মা আমার গৃহে প্রবেশ কর। আমার গৃহে অধিষ্ঠান কর। আমার এই সামান্য আয়োজন গ্রহণ তুমি কর মা। এরপর নৈবেদ্য মা লক্ষ্মীকে অর্পন করবেন।
প্রথমেই একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মীপদচিহ্নে দেবেন। এটি মা এর পা ধোয়ার জল, মা আপনার ঘরে পূজা নিতে এলেন তাই মাএর পা ধুয়ে দেবেন। এরপর অর্ঘ্য দুর্বা আর একটু আতপ চাল ঘটে দেবেন এবং এর সাথে একটি লাল ফুলও দেবেন। এরপর লক্ষ্মী প্রতিমা র কপালে সিঁদুরের ফোঁটা ও চন্দনের ফোঁটা দেবেন।
যদি লক্ষ্মীর প্রতিমা না থাকে তাহলে একটি ফুলে চন্দন মাখিয়ে ঘটে দিয়ে দেবেন। এরপর মা লক্ষ্মীর চরণে ফুল দেবেন, প্রতিমা না থাকলে ঘটে ফুল দেবেন। তারপর প্রথমে ধূপ ও তারপর প্রদীপ আরতি করবেন। অন্তিমে নৈবেদ্যগুলি নিবেদন করবেন। তারপর হাতে পাঁচটি দূর্বা এবং ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন।
পুষ্পাঞ্জলি এক, তিন বা পাঁচ বার দিতে পারেন। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলির পর ভগবান নারায়ণ কে স্মরণ করে একটি ফুল এবং দুটি তুলসীপাতা ঘটে অর্পন করবেন। তারপর ইন্দ্র ও কুবের দেব কে স্মরণ করে দুটি ফুলও ঘটে অর্পন করবেন। মা লক্ষ্মীর প্রিয় বাহন পেঁচককেও একটি ফুল অর্পন করুন। মা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন এবং হাতে পাঁচটি দূর্বা নিয়ে লক্ষ্মীদেবীর পাঁচালী পড়ে পূজা সমাপ্ত করুন।
এদিন লক্ষ্মী চালীসা ও লক্ষ্মী অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন।
- দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ – লক্ষ্মীর পাঁচালী PDF [FREE Download]
- শ্রী লক্ষ্মী চালীসা PDF
- বৈভব লক্ষ্মী মায়ের আরতি
- শ্রী লক্ষ্মী আরতী
- এসো মা লক্ষ্মী বসো ঘরে Lyrics
- 108 Names Of Lakshmi – লক্ষ্মী অষ্টোত্তর শতনাম
- লক্ষ্মী দেবীর মন্ত্র
লক্ষ্মীপূজায় যা যা নিষিদ্ধ – kojagari Laxmi Puja 2025 Bengali
কথিত আছে মা লক্ষী চঞ্চলা, তাই লক্ষী পূজার সময় কয়েকটি বিষয়ে ধ্যান রাখা উচিত, যাতে মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট না হন বরং আপনার পূজায় সন্তুষ্টি লাভ করেন এবং তাঁর অসীম কৃপা আপনি লাভ করতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক
- লক্ষ্মী পূজায় কাঁসর ঘণ্টা বাজাতে নেই, শুধু শঙ্খ বাজানো উচিত।
- লক্ষ্মী দেবীর ঘটে তুলসীপাতা দেওয়া উচিত নয়।
- লক্ষ্মী দেবীর পূজায় ঘট স্থাপনের পাশে মায়ের পা অবশ্যই আঁকবেন।
- লক্ষ্মী পূজায় লোহার বাসনকোসন ব্যবহার করবেন না, লোহা দেখলে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করে যান। কারন লোহা দিয়ে অলক্ষ্মী পূজা হয়।
- এদিন নিরামিষ আহার গ্রহণ করবেন।
- লক্ষ্মী পূজার দিন কলহ – বিবাদ- কুকথা এগুলো এড়িয়ে চলুন।
- সারা বাড়ি আলো দিয়ে সাজিয়ে মা কে আহ্বান জানান।
আরও পড়ুন –
- দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ – লক্ষ্মীর পাঁচালী PDF [FREE Download]
- শ্রী লক্ষ্মী চালীসা PDF
- বৈভব লক্ষ্মী মায়ের আরতি
- শ্রী লক্ষ্মী আরতী
- এসো মা লক্ষ্মী বসো ঘরে Lyrics
উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন। শ্রী মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সকল কষ্ট দূর হোক। আপনি যদি বিধি অনুযায়ী শ্রী মহালক্ষ্মীর পূজা আরাধনা করেন, তাহলে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন.
আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন
Read More
- kojagari Laxmi Puja 2025
- kojagari Laxmi Puja 2025 Bengali। কোজাগরী লক্ষ্মী পূজা কবে – লক্ষ্মী পূজা পদ্ধতি
- Durga puja 2025 Date and Time – 2025 সালের দূর্গাপূজার সময় সূচি
- Which Rudraksha Is Best In Bengali | জেনে নিন কোন রুদ্রাক্ষ কিনবেন
- জয় গনেশ জয় গনেশ lyrics বাংলা | Jaidev Jaidev Lyrics In Bengali
- Radha Ashtomi 2025 – রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- jai dev jai dev lyrics in english
- Ganesh Chaturthi 2025 Date, Shubh Muhurat, Puja Vidhi In Hindi – 2025 गणेश चतुर्थी कब है
- হনুমান চালিশা বাংলা ভাষায় full pdf
- Krishna Janmashtami 2025 In Bengali | এ বছরের জন্মাষ্টমী কবে
- শিব চালিসা PDF । Shiv chalisa in bengali PDF [ Free Download ]
- 2025 Sawan Somwar Vrat In Hindi। श्रावण सोमवार व्रत कब से शुरू – जानें सारी जानकारी