দুর্গা পূজা ২০২৪ কত দিন বাকি (Durga puja 2024 Date and Time) এবছর অর্থাৎ ২০২৪ সালে মহালয়া কবে, কবে অষ্টমীর অঞ্জলি, ২০২৪ দুর্গাপুজো পঞ্চমী থেকে দশমী জেনে নিন দূর্গা পুজোর সময়সূচি।
দুর্গাপূজা আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ দিন থেকে দশম দিন পর্যন্ত পালন করা হয়। এই পাঁচ দিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। শুক্ল পক্ষ দেবীপক্ষ নামে পরিচিত। এই দেবীপক্ষ সূচনার অমাবস্যাটিকে মহালয়া বলা হয়। এই দিনে পিতৃপক্ষের অবসান ঘটে এবং মাতৃপক্ষের সূচনা হয়। মান্যতা অনুসারে ষষ্ঠীর দিন দেবী দুর্গা মর্ত্যে এসেছিলেন, তাই এই দিন থেকে দুর্গোৎসব পালিত হয়।
মা দুর্গার আগমন ও গমন কিসে
এই বছর অর্থাৎ ২০২৪-এ মা দুর্গার আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে এর ফল “দোলায়াং মকরং ভবেৎ” অর্থাৎ খরা, মহামারী, ভূমিকম্প, যুদ্ধ ও অতিমৃত্যু লক্ষ্য করা যায়। দোলা বা পালকিতে দেবীর আগমন হলে ভয়ঙ্কর মহামারী সূচিত হয়। যার কারণে ব্যাপক প্রাণহানি অনিবার্য।
এই বছর অর্থাৎ ২০২৪-এ দেবীর গমন হবে গজ বা হাতিতে। গজ হল দেবীর শ্রেষ্ঠ বাহন। তাই দেবীর আগমন বা প্রস্থান হস্তীতে ঘটলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। খুব বেশি বা খুব বেশি বৃষ্টি নয়, যতটা প্রয়োজন ততটাই বর্ষা হয়
Durga Puja 2024 Date and Time – দূর্গা পুজোর সময়সূচি
এই বছর অর্থাৎ ২০২৪ মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ২ অক্টোবর বুধবার। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে। পর দিন অর্থাৎ ৩ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। যারা শারদীয়া নবরাত্রি পালন করবেন তারা ওই দিন থেকেই পূজা শুরু করবেন। জেনে নিন ২০২৪ সালে মহালয়া থেকে ভাইফোঁটা তারিখ ও বার।
মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা | ২ অক্টোবর,২০২৪ | বুধবার |
মহাষষ্ঠী | ৯ অক্টোবর, ২০২৪ | বুধবার |
মহাসপ্তমী | ১০ অক্টোবর,২০২৪ | বৃহস্পতিবার |
মহাঅষ্টমী | ১১ অক্টোবর, ২০২৪ | শুক্রবার |
মহানবমী | ১২ অক্টোবর, ২০২৪ | শনিবার |
বিজয়া দশমী | ১৩ অক্টোবর, ২০২৪ | রবিবার |
কোজাগরী লক্ষ্মীপুজো | ১৬ অক্টোবর, ২০২৪ | বুধবার |
কালীপুজো | ৩১ অক্টোবর, ২০২৪ | বৃহস্পতিবার |
ভাইফোঁটা | ৩ নভেম্বর, ২০২৪ | রবিবার |
2024 দূর্গা পূজা শুভ মুহূর্ত ও তিথি
শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী
৯ অক্টোবর (২২ আশ্বিন), বুধবার সকাল ০৭:৩২ (07:32AM) পর্যন্ত।
ষষ্ঠী তিথির অনুরোধে সকাল ০৭:৩২ (07:32AM) মধ্যে - শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা।
সন্ধ্যাবেলা শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
সপ্তমী
১০ অক্টোবর (২৩ আশ্বিন), বৃহস্পতিবার সকাল ০৭:২৪ (07:24AM) পর্যন্ত।
সপ্তমী তিথির অনুরোধে সকাল ০৭:২৪ (07:24AM) মধ্যে - শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।
রাত্রি ১০:৫৮ (10:58PM) গতে ১১:৪৭ (11:47PM) মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর অর্দ্ধরাত্র বিহিত পূজা।
মহাষ্টমী ও মহানবমী
মহাষ্টমী ১১ অক্টোবর (২৪ আশ্বিন) শুক্রবার সকাল ০৬:৪৮ (06:48AM) পর্যন্ত।
মহানবমী ১২ অক্টোবর (২৫ আশ্বিন) শনিবার ভোর ০৫:৪৩ (05:43AM) পর্যন্ত।
মহাষ্টমী তিথির অনুরোধে সকাল ০৬:৪৮ (06:48AM) মধ্যে [সন্ধিপূজানুরোধে সকাল ০৬:২৪ (06:24AM) মধ্যে] - শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।
সকাল ০৬:৪৮ (06:48AM) মধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতোপবাস।
সন্ধিপূজা
সকাল ০৬:২৪ (06:24AM) থেকে সকাল ০৭:১২ (07:12AM) এর মধ্যে।
বলিদানঃ সকাল ০৬:৪৮ (06:48AM) গতে।
মহানবমী
সন্ধি পূজার শেষে সকাল ০৭:১২ (07:12AM) এরপর পূর্বাহ্ণ ০৯:২৭ (09:27AM) মধ্যে (বারবেলানুরোধে সকাল ০৮:২৯ (08:29AM) মধ্যে)- শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা।
শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত।
১১ অক্টোবর ২০২৪
মহানবমী ও বিজয়া দশমী
মহানবমী ১২ অক্টোবর (২৫ আশ্বিন), শনিবার সকাল ০৫:৪৩ (05:43AM) পর্যন্ত। এরপর বিজয়াদশমী ১৩ অক্টোবর রবিবার ভোর ০৪:১৪ (04:14AM) পর্যন্ত।
সকাল ০৫:৪৩ (05:43AM) মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর শুক্লা মহানবমীবিহিত অধিক পূজা।
সকাল ০৫:৪৩ (05:43AM) মধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতের পারণ।
সকাল ০৫:৪৩ (05:43AM) এরপর পূর্বাহ্ণ ০৯:২৬ (09:26AM) মধ্যে (কালবেলানুরোধে সকাল ০৭:০২ (07:02AM) এরপর পূর্বাহ্ণ মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।
বিসর্জনান্তে শ্রীশ্রীঅপরাজিতা পূজা। বিজয়াদশমী কৃত্য।
উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। মা দুর্গার কৃপায় আপনার জীবন সমৃদ্ধময় হোক। মা দুর্গার পূজা আরাধনা করলে আপনার জীবন থেকে সমস্ত আপদ বিপদ দূর হয়, আপনার সকল ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন।
আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন
Read More
- Durga puja 2025 Date and Time – 2025 সালের দূর্গাপূজার সময় সূচি
- Which Rudraksha Is Best In Bengali | জেনে নিন কোন রুদ্রাক্ষ কিনবেন
- জয় গনেশ জয় গনেশ lyrics বাংলা | Jaidev Jaidev Lyrics In Bengali
- Radha Ashtomi 2025 – রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- jai dev jai dev lyrics in english
- Ganesh Chaturthi 2025 Date, Shubh Muhurat, Puja Vidhi In Hindi – 2025 गणेश चतुर्थी कब है
- হনুমান চালিশা বাংলা ভাষায় full pdf
- Krishna Janmashtami 2025 In Bengali | এ বছরের জন্মাষ্টমী কবে
- শিব চালিসা PDF । Shiv chalisa in bengali PDF [ Free Download ]
- 2025 Sawan Somwar Vrat In Hindi। श्रावण सोमवार व्रत कब से शुरू – जानें सारी जानकारी
- 2025 Srabon Somvar Vrat In bengali । শ্রাবণ সোমবার ব্রত কবে থেকে শুরু – জেনে নিন সব তথ্য
- আদ্যা স্তোত্র । Adya Stotram In Bengali PDF [ FREE Download ]