দূর্গাপূজা ২০২৫ কত দিন বাকি ( Durga puja 2025 ) এবছর অর্থাৎ ২০২৫ সালে মহালয়া কবে, কবে অষ্টমীর অঞ্জলি, ২০২৫ দুর্গাপুজো পঞ্চমী থেকে দশমী জেনে নিন দূর্গা পুজোর সময়সূচি।
দূর্গাপূজা আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ দিন থেকে দশম দিন পর্যন্ত পালন করা হয়। এই পাঁচ দিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। শুক্ল পক্ষ দেবীপক্ষ নামে পরিচিত। এই দেবীপক্ষ সূচনার অমাবস্যাটিকে মহালয়া বলা হয়। এই দিনে পিতৃপক্ষের অবসান ঘটে এবং মাতৃপক্ষের সূচনা হয়। মান্যতা অনুসারে ষষ্ঠীর দিন দেবী দুর্গা মর্ত্যে এসেছিলেন, তাই এই দিন থেকে দুর্গোৎসব পালিত হয়।
মা দূর্গার আগমন ও গমন কিসে
এই বছর অর্থাৎ ২০২৫ সালে দেবী দুর্গার আগমন গজে, গজ হল দেবীর শ্রেষ্ঠ বাহন। যার ফলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় এবং গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। যার অর্থ হলো দেবী আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেবী দুর্গার আগমন হয় দোলায়, যার ফল মড়ক এবং গমন হয় ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ। শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। ২০২৩ সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে।
Durga Puja 2025 Date and Time – দূর্গাপূজার সময়সূচি
এই বছর অর্থাৎ ২০২৫ মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ২১ শে সেপ্টেম্বর রবিবার। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে। পর দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর, সোমবার দেবীপক্ষের প্রতিপদ। যারা শারদীয়া নবরাত্রি পালন করবেন তারা ওই দিন থেকেই পূজা শুরু করবেন। জেনে নিন ২০২৫ সালে মহালয়া থেকে ভাইফোঁটা তারিখ ও বার।
মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা | ২১ শে সেপ্টেম্বর ,২০২৫ | রবিবার |
মহাষষ্ঠী | ২৮ শে সেপ্টেম্বর ,২০২৫ | রবিবার |
মহাসপ্তমী | ২৯ শে সেপ্টেম্বর ,২০২৫ | সোমবার |
মহাঅষ্টমী | ৩০ শে সেপ্টেম্বর ,২০২৫ | মঙ্গলবার |
মহানবমী | ১ অক্টোবর, ২০২৫ | বুধবার |
বিজয়া দশমী | ২ অক্টোবর, ২০২৫ | বৃহস্পতিবার |
কোজাগরী লক্ষ্মীপুজো | ৬ অক্টোবর, ২০২৫ | সোমবার |
কালীপুজো | ২০ অক্টোবর, ২০২৫ | সোমবার |
ভাইফোঁটা | ২৩ অক্টোবর, ২০২৫ | বৃহস্পতিবার |
2025 দূর্গা পূজা শুভ মুহূর্ত ও তিথি
ষষ্ঠী
তারিখ ও সময় অনুষ্ঠান ষষ্ঠী ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার। সকাল ১০টা ৪৩ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি থাকবে,
দুর্গার ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা।
সপ্তমী
সন্ধ্যাবেলা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস সপ্তমী ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার। বেলা ১২টা ২৮ মিনিট পর্যন্ত থাকবে সপ্তমী,
এদিন নবপত্রিকা স্নান, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পুজো করা হবে।
মহা অষ্টমী
মহা অষ্টমী ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার। দুর্গাষ্টমী তিথি থাকবে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত,
এদিন দেবীর দুর্গার আরাধনা, মহাস্নান ও ষোড়শোপচার পুজো করা হবে । আবার সন্ধি পুজোও এদিনই হয়।
দুপুর ১টা ২১ মিনিট থেকে ২টো ৯ মিনিটের মধ্যে সন্ধি পুজো সেড়ে নিতে হবে।
মহানবমী
মহানবমী ১ অক্টোবর ২০২৫, বুধবার। নবমী তিথি থাকবে দুপুর ২টো ৩৬ মিনিট পর্যন্ত মহানবমীর মহাস্নান ও ষোড়শোপচার পুজো হবে,
দশমী
এই তিথিতে বিজয়া দশমী ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার - দশমী তিথি থাকবে দুপুর ২টো ৫৬ মিনিট পর্যন্ত। এদিন দেবীর বরণ, সিঁদূর খেলা ও বিসর্জন হবে।
- আরো পড়ুন – মা দুর্গার ৩২ নাম
- দূর্গা অষ্টোত্তর শতনাম PDF
- দূর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র PDF
- দূর্গা চালিসা বাংলায়
উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। মা দুর্গার কৃপায় আপনার জীবন সমৃদ্ধময় হোক। মা দুর্গার পূজা আরাধনা করলে আপনার জীবন থেকে সমস্ত আপদ বিপদ দূর হয়, আপনার সকল ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন।