আরতি কুঞ্জ বিহারী কি, শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি ( Krishna Aarti Lyrics In Bengali ) শুভ কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষ্যে আপনাদের জন্য ভগবান শ্রী কৃষ্ণের একটি আরতি দেওয়া হলো। আপনার সুবিধার জন্য, নীচে আরতি কুঞ্জবিহারী PDF দেওয়া হয়েছে।
কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভক্তরা উপবাস করেন। এই দিনে ভগবান শ্রী কৃষ্ণের আরাধনা করলে আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং আপনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারেন। ভগবান শ্রী কৃষ্ণ পূজার পর এই আরতি গান অবশ্যই করা উচিত। তাহলে চলুন শুরু করা যাক।
Krishna Aarti Lyrics In Bengali | কৃষ্ণ আরতি কুঞ্জ বিহারী কি
কৃষ্ণ আরতি কুঞ্জ বিহারী কি লিরিক্স আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি গলে মে বৈজন্তি মালা বজাবৈ মুরলী মধুর বালা শ্রবণ মে কুন্ডল ঝলকালা নন্দ কে আনন্দ নন্দলালা গগন সম অঙ্গ কান্তি কালী রাধিকা চমক রহি আলি লতন মেঁ ঠাঢ়ে বনমালী ভ্রমর সি অলক কস্তুরী তিলক চন্দ্র সি ঝলক ললিত ছবি শ্যামা পেয়ারি কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি কনকময় মোর মুকুট বিলসে দেবতা দর্শন কো তরসেঁ গগন সোঁ সুমন রাসি বরসে বাজে মুরচঙ্গ মধুর মৃদঙ্গ গোয়ালিনি সংগ অতুল রতি গোপ কুমারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি জহাঁ তে প্রগট ভই গঙ্গা সকল মল হারিণী শ্রী গঙ্গা স্মরণ তে হোত মোহ ভঙ্গা বসি শিব শীশ জটা কে বিচ হরেই অঘ কীচ চরন ছবি শ্রী বনওয়ারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি চমকতি উজ্জ্বল তট রেণু বজ রহি বৃন্দাবন বেনু চোহুঁ দিশি গোপী গোয়াল ধেনু হাঁসত মৃদু মন্দ চাঁদনী চন্দ কটত ভাব ফন্দ টের সুনু দীন দুখারি কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরধর কৃষ্ণ মুরারি কি
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ২০২৩ তিথি – 2023 Janmashtami Date & Time
2023 সালে জন্মাষ্টমী কখন (2023 Janmashtami Date & Time)
অষ্টমীর তারিখ শুরু: ৬ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ৩:৩৭ মিনিটে
অষ্টমী তিথি শেষ: ৭ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ৪:১৪ পর্যন্ত
কৃষ্ণ জন্মাষ্টমী তারিখ- ৬ ও ৭ সেপ্টেম্বর ২০২৩
কৃষ্ণ জন্মাষ্টমী 2023 শুভ মুহূর্ত –
রোহিণী নক্ষত্র শুরু – ৬ সেপ্টেম্বর সকাল ৯.২০ মিনিটে
রোহিণী নক্ষত্র শেষ – ৭ সেপ্টেম্বর সকাল ১০.২৫ মিনিটে
নিশিতা পূজার সময় – ৬ সেপ্টেম্বর রাত ১১.৫৭ টা থেকে ১২.৪২ টা পর্যন্ত
- ২০২৩ কৃষ্ণ জন্মাষ্টমী তাৎপর্য, তিথি, শুভ মুহূর্ত, পূজা বিধি
- শ্রী কৃষ্ণ চালীসা PDF [FREE Download]
- কৃষ্ণ আরতি কুঞ্জ বিহারী কি PDF
- শ্রী কৃষ্ণের অষ্টোতর শত নাম
- শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী বাংলা গান PDF । জন্মাষ্টমী 2023
Krishna Aarti Lyrics In Bengali | কৃষ্ণ আরতি কুঞ্জ বিহারী কি PDF
[ FREE DOWNLOAD ]
- পড়ুন – ২০২৩ কৃষ্ণ জন্মাষ্টমী তাৎপর্য, তিথি, শুভ মুহূর্ত, পূজা বিধি
- শ্রী কৃষ্ণ চালীসা PDF [FREE Download]
Krishna Aarti Bhajan By Hariharan | কৃষ্ণ আরতি কুঞ্জ বিহারী কি ভজন
উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন ( Krishna Aarti Lyrics In Bengali | কৃষ্ণ আরতি কুঞ্জ বিহারী কি PDF )। ভগবান শ্রী কৃষ্ণের কৃপায় আপনার সমস্ত ইচ্ছা পূরণ হোক। বিধিবিধান অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করলে আপনার সমস্ত মনোকামনা পূরণ হয় , শ্রীকৃষ্ণের কৃপায় আপনি প্রতিটি কাজে সাফল্য লাভ করেন। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উত্সাহিত করুন।
এরকমই আরো তথ্য পেতে কিল্ক করুন এখানে
আরো পড়ুন