লোকনাথ বাবার পাঁচালী ( Loknath Baba Pachali in Bengali ) আপনাদের জন্য দেওয়া হলো। ‘রণে বনে জঙ্গলে, যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব’- বাবা লোকনাথের এই বাণী স্মরণ করে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি লাভ করা যায়।
লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন সিদ্ধপুরুষ। তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত। হিন্দুধর্মাবলম্বী দেড় কাছে লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয়। তিনি দেহত্যাগের পূর্বপর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে অবস্থান করেছিলেন। বাবা লোকেনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত যা একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। লোকনাথ বাবার জন্ম: ১৭৩০ খ্রিষ্টাব্দ এবং মৃত্যু: ১৮৯০ খ্রিষ্টাব্দ।
বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে ১৭৩০ খ্রিষ্টাব্দের ৩১ শে আগস্ট (২৫ শ্রাবণ, ১১৩৭ বঙ্গাব্দ) কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর চব্বিশ পরগণা জেলার কচুয়া গ্রামে, যা বর্তমানে কচুয়াধাম নামে পরিচিত। একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯ জ্যৈষ্ঠ ১২৯৭ বঙ্গাব্দে (১ জুন ১৮৯০ খ্রিষ্টাব্দ), এক রৌদ্রোজ্জ্বল দিনে ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে মহাসমাধিতে মগ্ন হলেন। এসময় তার বয়স ছিল ১৬০ বছর। তথ্যসূত্র উইকিপিডিয়া
লোকনাথ বাবা প্রণাম মন্ত্র
ওঁম যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীস্বরায় বৈ নমঃ
ভুমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ,
নমামি বারদীচন্দ্রং নন্দন কাননেস্মরং হরিম ।
নমামি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্পতরুম
ওঁ নমঃ শিবায় শান্তায় কারনত্রয়হেতবে ।
নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বরঃ
নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রীকাল দরশিনে
নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ
জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ,
জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম।
Loknath Baba Pachali in Bengali
শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী
ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়। পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়।।
আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে।। জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে।।
পিতা রামকানাই ঘোষাল কমলাদেবী মাতা।। ধর্মপরায়ণা তিনি সতী পতিব্রতা।।
একাদশবর্ষ যবে লোকনাথ হলো। ভগবান গাঙ্গুলী তাঁরে সন্ন্যাস দীক্ষা দিল।।
গৃহত্যাগ করি আর ত্যজি পরিজন। গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন।।
বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল। শিষ্যদ্বয়ে গুরু নানা যোগ শিখাইল।।
তারপর আসে তাঁরা হিমাদ্রি শিখরে। দীর্ঘদিন সাধনায় সিদ্ধিলাভ করে।।
তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন। পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ।।
বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে। উপস্থিত হন মক্কামদিনা নগরে।।
কাবুলে আসিয়া মোল্লা সাদীর ভবনে। কোরাণ শরীফ পাঠ করেন যতনে।।
বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে। উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে।।
দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে। অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে।।
বেণীমাধব চলে যান কামাক্ষ্যা ধামেতে। বাবা নামে আসিলেন বারদী গ্রামেতে।।
বাবাকে প্রথমে কেহ চিনতে না পারে। পাগল বলিয়া সবে উপহাস করে।।
একদিন দু'ব্রাহ্মণের পৈতা জড়াইল। গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল।।
চারিদিকে এই কথা প্রচার হইল। দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল।।
অতঃপর আশ্রম হইল বারদীতে। বহুভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে ।।
পাপী-তাপী, রোগী কত আসিল তথায়। সবার কষ্ট বাবা করে নিরাময়।।
শিষ্য আর ভক্তের বাবা বলেন একথা। আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা।।
শ্রদ্ধাভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে। অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে।।
আমি নেই এই কথা কোরনা মনেতে। ছিলাম, আছি, থাকবো সদা তোদের মাঝেতে।।
জলে স্থলে যখনই বিপদে পড়িবে। তখনই আমার কথা স্মরণ করিবে।।
এইরূপে লোকনাথ কত লীলা করে। কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে।।
১৬০ বৎসর বাবার বয়স হইল। মর্ত্যধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো।।
১২৯৭ সাল ১৯শে জ্যৈষ্ঠেতে। দেহ ত্যাজি যান বাবা অমরলোকেতে।।
যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে। অন্নকষ্ট থাকিবে না তাহার ভুবনে।।
রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে। পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে।।
বাবার পাঁচালী যেবা পড়ে কিংবা শুনে। পুণ্যবান সেই জন সদা রেখো মনে।।
কোনও মন্ত্র কোনও দীক্ষা নাই তাঁর নামে। তাঁর নামই মহামন্ত্র এই মর্ত্যধামে।।
যত বেশী তাঁর নাম উচ্চারিত হবে। মানব কল্যাণ তত অধিক হইবে।।
-: অথ মহাযোগী লোকনাথবাবার পাঁচালী সমাপ্ত :-
Loknath Baba Pachali in Bengali PDF
[Download]
আরো পড়ার জন্য ক্লিক করুন এখানে
আরো পড়ুন
- সম্পূর্ণ সরস্বতী পূজা পদ্ধতি । Saraswati Puja Paddhati In Bengali PDF
- Saraswati Puja 2025 Date | সরস্বতী পূজা 2025 কবে | সরস্বতী পূজা পদ্ধতি PDF
- Navgrah Chalisa Lyrics In English PDF
- Navgrah Chalisa In Hindi PDF | नवग्रह चालीसा हिन्दी में पढ़ें
- Shukrawar Santoshi Mata Vrat & Katha – माँ संतोषी व्रत और कथा
- Sita Ram Sita Ram Bhajan Lyrics Hindi | सीता राम सीता राम भजन लिरिक्स हिंदी
- रामायण चौपाई | Ramayan Choupai In Hindi
- Hanuman Bhajan Lyrics In Hindi | हनुमान भजन लिरिक्स – बाल समय रवि भक्ष लियो
- Ekmukhi Hanuman Kavacham In Hindi | एकमुखी हनुमान कवच
- नरसिंह चालीसा | Narasimha Chalisa n hindi pdf
- 2024 Narasimha Chaturdashi Kab Hai | नरसिंह जयंती 2024
- 2024 Radha Ashtami Kab Hai | राधा अष्टमी २०२४
- Navratri 2024 Date And Time In Hindi | २०२४ नवरात्रि पूजा की तारीख और शुभ मुहूर्त
- Mahalaya 2024 Date and Time | 2024 মহালয়া কবে
- Krishna Janmashtami 2024 In English