বাংলায় শ্রী বিষ্ণু চালীসা (Vishnu Chalisa In Bengali) – এই জগৎ সংসারের সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে বৃহস্পতিবার সকালে স্নান করে বিষ্ণু চালিসা পাঠ করা উচিত। আসুন জেনে নেই বিষ্ণু চালিসার পাঠ, গুরুত্ব ও উপকারিতা।
Vishnu Chalisa In Bengali
শ্রী বিষ্ণু চালীসা ।। দোহা ।। বিষ্ণু সুনিএ বিনয় সেবক কী চিতলায়। কীরত কুছ বর্ণনা করূঁ দীজয় জ্ঞান বতায়। ।। চৌপাঈ ।। নমো বিষ্ণু ভগবান খরারী। কষ্ট নশাবন অখিল বিহারী॥ প্রবল জগত মেঁ শক্তি তুম্হারী। ত্রিভুবন ফ়ৈল রহী উজিয়ারী॥ সুন্দর রূপ মনোহর সূরত। সরল স্বভাব মোহনী মূরত॥ তন পর পীতাম্বর অতি সোহত। বৈজন্তী মালা মন মোহত॥ শঙ্খ চক্র কর গদা বিরাজে। দেখত দৈত্য অসুর দল ভাজে॥ সত্য ধর্ম মদ লোভ ন গাজে। কাম ক্রোধ মদ লোভ ন ছাজে॥ সন্ত ভক্ত সজ্জন মনরঞ্জন। দনুজ অসুর দুষ্টন দল গঞ্জন॥ সুখ উপজায় কষ্ট সব ভঞ্জন। দোষ মিটায় করত জন সজ্জন॥ পাপ কাট ভব সিন্ধু উতারণ। কষ্ট নাশকর ভক্ত উবারণ॥ করত অনেক রূপ প্রভু ধারণ। কেবল আপ ভক্তি কে কারণ॥ ধরণি ধেনু বন তুমহিঁ পুকারা। তব তুম রূপ রাম কা ধারা॥ ভার উতার অসুর দল মারা। রাবন আদিক কো সংহারা॥ আপ বরাহ রূপ বনায়া। হরণ্যাক্ষ কো মার গিরায়া॥ ধর মত্স্য তন সিন্ধু বনায়া। চৌদহ রতনন কো নিকলায়া॥ অমিলখ অসুরন দ্বন্দ মচায়া। রূপ মোহনী আপ দিখায়া॥ দেবন কো অমৃত পান করায়া। অসুরন কো ছবি সে বহলায়া॥ কূর্ম রূপ ধর সিন্ধু মঝায়া। মন্দ্রাচল গিরি তুরত উঠায়া॥ শঙ্কর কা তুম ফন্দ ছুড়ায়া। ভস্মাসুর কো রূপ দিখায়া॥ বেদন কো জব অসুর ডুবায়া। কর প্রবন্ধ উন্হেঁ ঢুন্ডবায়া॥ মোহিত বনকর খলহি নচায়া। উসহী কর সে ভস্ম করায়া॥ অসুর জলন্ধর অতি বলদাঈ। শঙ্কর সে উন কীন্হ লড়াঈ॥ হার পার শিব সকল বনায়ি। কীন সতী সে ছল খল জাই॥ সুমিরন কীন তুম্হেঁ শিবরানী। বতালাই সব বিপতি কহানী॥ তব তুম বনে মুনীশ্বর জ্ঞানী। বৃন্দা কী সব সুরতি ভুলানী॥ দেখত তীন দনুজ শয়িতানী। বৃন্দা আয় তুম্হেঁ লপটানী॥ হো স্পর্শ ধর্ম ক্ষতি মানী। হনা অসুর উর শিব শয়িতানী॥ তুমনে ধ্রুব প্রহলাদ উবারে। হিরণ্যাকুশ আদিক খল মারে॥ গণিকা ঔর অজামিল তারে। বহুত ভক্ত ভব সিন্ধু উতারে॥ হরহু সকল সন্তাপ হমারে। কৃপা করহু হরি সিরজন হারে॥ দেখহুঁ ময় নিজ দরশ তুম্হারে। দীন বন্ধু ভক্তন হিতকারে॥ চহত আপকা সেবক দর্শন। করহু দয়া অপনি মধুসূদন॥ জানুঁ নহিঁ যোগ্য জপ পূজন। হোয় যজ্ঞ স্তুতি অনুমোদন॥ শীলদয়া সন্তোষ সুলক্ষণ। বিদিত নহিঁ ব্রতবোধ বিলক্ষণ॥ করহুঁ আপকা কিস বিধি পূজন। কুমতি বিলোক হোত দুখ ভীষণ॥ করহুঁ প্রণাম কৌন বিধিসুমিরণ। কৌন ভাঁতি ময় করহু সমর্পণ॥ সুর মুনি করত সদা সেবকায়ী। হর্ষিত রহত পরম গতি পায়ী॥ দীন দুখিন পর সদা সহায়ী। নিজ জন জান লেব অপনায়ী॥ পাপ দোষ সন্তাপ নশাও। ভব-বন্ধন সে মুক্ত করাও॥ সুখ সম্পত্তি দে সুখ উপজাও। নিজ চরনন কা দাস বনাও॥ নিগম সদা যে বিনয় সুনাও। পঢ়ৈ সুনৈ সো জন সুখ পাও॥
বিষ্ণু চালিসা কখন পাঠ করা উচিত?
বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়, তাই বৃহস্পতিবার বিষ্ণু চালিসা পাঠের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আপনি চাইলে নিয়মিত পাঠ করতে পারেন তবে বৃহস্পতিবার বিষ্ণু চালিসা পাঠের বিশেষ তাৎপর্য রয়েছে। বৃহস্পতিবার সকালে স্নান করে বিষ্ণু চালিসা পাঠ করা উচিত।
বিষ্ণু চালিসা পাঠ করলে কি লাভ?
ভগবান বিষ্ণু দেবতাদের ত্রিমূর্তির একজন (ব্রহ্মা, বিষ্ণু মহেশ্বর)। ভগবান বিষ্ণুকে করুণার প্রতীক মনে করা হয়। আসুন জেনে নেই বিষ্ণু চালিসার উপকারিতা।
- বিষ্ণু চালিসা পাঠ করলে জ্ঞান- বিবেক লাভ হয়, যা জীবনকে সফল এবং অর্থবহ করে তোলে।
- বিষ্ণু চালিসা পাঠ করলে সুখ ও সমৃদ্ধি লাভ হয়।
- বিষ্ণু চালিসা পাঠ করলে সমস্ত কষ্ট দূর হয় এবং সুখী জীবন এর আশীর্বাদ লাভ করেন।
- বিষ্ণু চালিসা পাঠ করলে পরবর্তী জন্ম থেকে মুক্তি পাওয়া যায়।
- ভগবান বিষ্ণুর কৃপায় ধন ও ক্ষমতা লাভ হয়।
Vishnu Chalisa In Bengali PDF [Download]
উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনার জীবনের সমস্ত কষ্টের অবসান হোক। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন।
এরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে
আরো পড়ুন
- Durga puja 2025 Date and Time – 2025 সালের দূর্গাপূজার সময় সূচি
- Which Rudraksha Is Best In Bengali | জেনে নিন কোন রুদ্রাক্ষ কিনবেন
- জয় গনেশ জয় গনেশ lyrics বাংলা | Jaidev Jaidev Lyrics In Bengali
- Radha Ashtomi 2025 – রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- jai dev jai dev lyrics in english
- Ganesh Chaturthi 2025 Date, Shubh Muhurat, Puja Vidhi In Hindi – 2025 गणेश चतुर्थी कब है
- হনুমান চালিশা বাংলা ভাষায় full pdf
- Krishna Janmashtami 2025 In Bengali | এ বছরের জন্মাষ্টমী কবে
- শিব চালিসা PDF । Shiv chalisa in bengali PDF [ Free Download ]
- 2025 Sawan Somwar Vrat In Hindi। श्रावण सोमवार व्रत कब से शुरू – जानें सारी जानकारी
- 2025 Srabon Somvar Vrat In bengali । শ্রাবণ সোমবার ব্রত কবে থেকে শুরু – জেনে নিন সব তথ্য
- আদ্যা স্তোত্র । Adya Stotram In Bengali PDF [ FREE Download ]