বিশ্বকর্মা পুজো জনপ্রিয় হিন্দু পূজার মধ্যে একটি ( Viswakarma Puja 2023 date | ২০২৩ বিশ্বকর্মা পুজো কবে ) এই বছরের বিশ্বকর্মা পূজা কবে জানেন কি? বিশ্বকর্মা পূজা 2023 – জেনে নিন ২০২৩ বিশ্বকর্মা পুজো সম্পর্কে সব তথ্য।
বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন ওয়ার্কশপে ও বিশ্বকর্মা পূজা করা হয়ে থাকে। শুধু তাই নয় কর্মে সফলতা, ব্যবসা -বাণিজ্য সফলতার জন্য বিভিন্ন যন্ত্রপাতি , বড় বড় মেশিন এবং কর্মস্থলে পুজো করা হয়ে থাকে।
অনেক আবার নিজেদের বাহনেরও পুজো দিয়ে থাকেন যাতে দুর্ঘটনা না ঘটে সেই কামনায়। দোকানেই বিশ্বকর্মা পূজা করতে দেখা যায়। এদিন ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে, একসঙ্গে সবাই মাইল ঘুড়ি ওড়ানো, খাওয়া-দাওয়া, আনন্দ উৎসবে মেতে ওঠেন।
২০২৩ বিশ্বকর্মা পুজো কবে । Viswakarma Puja 2023 date
প্রতি বছর ১৭ সেপ্টেম্বর নির্ধারিত দিনে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো করা হয়। কিন্তু এই বছর (2023 Viswakarma Puja) বিশ্বকর্মা পুজো ১৮ সেপ্টেম্বর (বাংলায় ৩১ ভাদ্র) সোমবার।
বিশ্বকর্মা পূজা বিধি । Viswakarma Puja 2023 date
- বিশ্বকর্মার পূজা করার জন্য পূজার স্থান পরিষ্কার করে নিতে হবে।
- গঙ্গাজল দিয়ে পূজা স্থান পবিত্র করে নিন
- পুজো স্থানে আলপনা আঁকতে হবে।
- একটি চৌকির উপর হলুদ কাপড় বিছিয়ে তার উপরে স্বস্তিক চিহ্ন করে নিতে হবে।
- এর উপর ভগবান বিশ্বকর্মার মূর্তি বা ছবি স্থাপন করে নিতে হবে।
- তারপর ফুল, বেলপাতা, নৈবেদ্য ইত্যাদি উপকরণ সাজিয়ে বিশ্বকর্মা পূজার বই পড়ে পূজা আরম্ভ করতে হবে।
- এরপর হোম যজ্ঞ করে নিতে হবে।
- আরতী করতে হবে।
- তারপরে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে পূজা সম্পন্ন করতে হবে।
- পূজার প্রসাদ বিতরণ।
বিশ্বকর্মা পূজা মন্ত্র । Viswakarma Puja 2023 date
বিশ্বকর্মার ধ্যান মন্ত্র
ওঁ বিশ্বকর্মন্ মহাভাগ সুচিত্রকর্মকারক্। বিশ্বকৃৎ বিশ্বধৃক্ ত্বঞ্চ রসনামানদণ্ডধৃক্।
বিশ্বকর্মার প্রনাম মন্ত্র
দেবশিল্পি মহাভাগ দেবানাং কার্য্যসাধক । বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্টপ্রদয়ক।
বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি মন্ত্র
দেবশিল্পী মহাভাগ দেবণাং
বিধিবৎ কল্যাণং কুরু যে সদা
আয়ুৰ্যশঃ বলং দেহি
শিল্পে দেহি শুভাং মতি
ধনং দেহি,যশো দেহি
বিশ্বকৰ্মণ প্রসীদ মে
শিল্পচার্য্যং নমস্তুভ্যং
নানালঙ্কার ভূষিতম্
মম বিঘ্নবিনাশায় কল্যাণং
কুরু যে সদা
এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি
ওম বিশ্বকর্ণে নমঃ
বিশ্বকর্মা পুজোর দিন যে বিষয়গুলি ধ্যান রাখ উচিত
- এই দিনে আপনার বাড়িতে বা কর্মস্থলে কোনও পুরানো হাতিয়ারের অপব্যবহার করা উচিত নয়।
- কারখানা বা মেশিন সংক্রান্ত কর্মস্থলে বিশ্বকর্মা পূজার দিন মেশিন ব্যবহার করবেন না।
- বিশ্বকর্মা পূজার দিন যানবাহন পরিষ্কার করা উচিত নয়। পূজার আগের দিন পরিষ্কার করে নিতে হবে।
- বিশ্বকর্মা পুজোর দিন আমিষ জাতীয় খাবার খাওয়া ও নেশা করা উচিত নয়।
এরকমই আরো তথ্য পেতে কিল্ক করুন এখানে
আরো পড়ুন