২০২৩ মহালয়া কবে – এবছর মহালয়া কেন গুরুত্বপূর্ণ – Mahalaya 2023 Date and Time – 2023 মহালয়ায় বিরল যোগ – জেনে নিন সব তথ্য।
হিন্দু শাস্ত্র অনুসারে মহালয়া অনেক গুরুত্বপূর্ণ। মহালয়ার অমাবস্যাকে পিতৃ অমাবস্যা বলা হয়। কারণ, এ দিন পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয়। মান্যতা অনুসারে আমাদের পূর্বপুরুষরা মহালয়ার পিতৃপক্ষের শেষ দিনে তাঁদের বংশধরদের কাছ থেকে অন্ন-জল গ্রহণ করতে মর্ত্যলোকে অবতরণ হন। ঐদিন বংশধরেরা তর্পণ অথবা পিন্ডদান করেন। অনেকে আবার মহালয়ায় পূর্বপুরুষদের শ্রাদ্ধকর্মও করে থাকেন।
২০২৩ মহালয়া কেন বিশেষ গুরুত্বপূর্ণ । Mahalaya 2023 Date and Time
২০২৩ মহালয়া – ১৪ অক্টোবর, শনিবার। অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়। কিন্তু এবছর মহালয়া পড়েছে শনিবার। শনিবারের অমাবস্যা এমনিই তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। তার সঙ্গে যোগ হয়েছে এ বছরের শেষ সূর্যগ্রহণ। এই কারনে ২০২৩ মহালয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রবিদ দের মতে এবছরের মহালয়ার দিনটিকে পিতৃ অমাবস্যা, পিতৃ মোক্ষ অমাবস্যাও বলা হয়েছে।
২০২৩ মহালয়া তিথি । Mahalaya 2023 Date and Time
পিতৃ অমাবস্যা বা পিতৃ মোক্ষ অমাবস্যা তিথি শুরু হবে ১৩ অক্টোবর, শুক্রবার রাত ৯টা ৫১ মিনিট এ । তিথি সমাপ্ত ১৪ অক্টোবর, শনিবার, রাত ১১টা ২৫ মিনিট এ ।
তিথি অনুযায়ী ১৪ অক্টোবর সারাদিন তর্পণ করা যেতে পারে। তর্পন অনেকে পুরোহিত দ্বারা গঙ্গায় করে থাকেন আবার অনেকে বাড়িতে নিজেই করে থাকেন। মহালয়ার ভোরবেলা গঙ্গায় পূর্ব পুরুষদের উদ্যেশে অন্ন-জল অর্পণ করতে প্রচুর সংখ্যায় মানুষ উপস্থিত হন। এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্ন নিবেদন করে খাবার গ্রহণ করা উচিত।
বাড়িতে তর্পণ বিধি
অনেকেই আছেন যাদের পক্ষে গঙ্গা বা নদীতে গিয়ে তর্পন করা সম্ভব হয় না, তারা বাড়িতে কিভাবে তর্পন করবেন জেনে নিন সহজ পদ্ধতি। ভোরবেলা স্নান করে স্বচ্ছ সাদা বস্ত্র ধারণ করে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে। কুশ এ জল নিন, তাতে কালো তিল ও সাদা ফুল দিন। এবার এই জল পূর্বপুরুষদের নিবেদন করুন। এবার তাঁদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করুন। যিনি তর্পন করবেন তিনি সেদিন পূর্বপুরুষদের অন্ন-জল অর্পণ এর পর সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। আর যদি ভোরবেলা তর্পন না করতে পারেন তাহলে তিথি অনুযায়ী এদিন সারাদিন তর্পন করা যাবে।
- পড়ুন – 2023 সালের দূর্গা পূজার সময় সূচি
- মা দুর্গার আগমন ও গমন কিসে
- Mahalaya 2023 Date and Time – মহালয়ায় এ বার বিরল যোগ জেনে নিন সব তথ্য
উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। মা দুর্গার কৃপায় আপনার জীবন সমৃদ্ধময় হোক। মা দুর্গার পূজা আরাধনা করলে আপনার জীবন থেকে সমস্ত আপদ বিপদ দূর হয়, আপনার সকল ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন।
এরকমই আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন
Read More
- Rath Yatra 2025 Kab Hai | रथ यात्रा २०२५
- Nil Sasthi 2025 | নীল ষষ্ঠী ২০২৫ কবে – নীল ষষ্ঠীর ব্রতকথা
- সম্পূর্ণ সরস্বতী পূজা পদ্ধতি । Saraswati Puja Paddhati In Bengali PDF
- Saraswati Puja 2025 Date | সরস্বতী পূজা 2025 কবে | সরস্বতী পূজা পদ্ধতি PDF
- Navgrah Chalisa Lyrics In English PDF
- Navgrah Chalisa In Hindi PDF | नवग्रह चालीसा हिन्दी में पढ़ें
- Shukrawar Santoshi Mata Vrat & Katha – माँ संतोषी व्रत और कथा
- Sita Ram Sita Ram Bhajan Lyrics Hindi | सीता राम सीता राम भजन लिरिक्स हिंदी
- रामायण चौपाई | Ramayan Choupai In Hindi
- Hanuman Bhajan Lyrics In Hindi | हनुमान भजन लिरिक्स – बाल समय रवि भक्ष लियो
- Ekmukhi Hanuman Kavacham In Hindi | एकमुखी हनुमान कवच
- नरसिंह चालीसा | Narasimha Chalisa n hindi pdf