Durga puja 2023 Date and Time – 2023 সালের দূর্গা পূজার সময় সূচি

দুর্গা পূজা ২০২৩ কত দিন বাকি (Durga puja 2023 Date and Time) মহালয়া কবে, কবে অষ্টমীর অঞ্জলি, ২০২৩ দুর্গাপুজো শুরু পঞ্চমী ১৮ অক্টোবর থেকে দশমী ২৪ অক্টোবর পর্যন্ত । জেনে নিন দূর্গা পুজোর সময়সূচি।

Durga puja 2023 Date and Time
Durga puja 2023 Date and Time

দুর্গাপূজা আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত পালন করা হয়। এই পাঁচ দিন – ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। শুক্ল পক্ষ দেবীপক্ষ নামে পরিচিত। এই দেবীপক্ষ সূচনার অমাবস্যাটিকে মহালয়া বলা হয়। এই দিনে পিতৃপক্ষের অবসান ঘটে এবং মাতৃপক্ষের সূচনা হয়। মান্যতা অনুসারে ষষ্ঠীর দিন দেবী দুর্গা মর্তে এসেছিলেন, তাই এই দিন থেকে দুর্গোৎসব শুরু হয়।

মা দুর্গার আগমন ও গমন কিসে

এ বছর দেবীর আগমন এবং গমন ঘোটকে, ফল – ছত্রভঙ্গ – অর্থাৎ শাস্ত্র মতে, যা অশুভ বলে মনে করা হয়। রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে।

Durga puja 2023 Date and Time – দূর্গা পুজোর সময়সূচি

বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী ২০২৩ সালের দুর্গাপূজার সময়সূচি দেওয়া হল

  • মহালয়া – ১৪ অক্টোবর, শনিবার
  • মহাষষ্ঠী- ২০ অক্টোবর, শুক্রবার 
  • মহাসপ্তমী– ২১ অক্টোবর, শনিবার
  • মহাঅষ্টমী – ২২ অক্টোবর, রবিবার
    সন্ধিপুজো-
    সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।
    সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।
    সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
    রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি
  • মহানবমী– ২৩ অক্টোবর, সোমবার
  • বিজয়া দশমী– ২৪ অক্টোবর, মঙ্গলবার
  • কোজাগরী লক্ষ্মীপুজো – ২৮ অক্টোবর, শনিবার
  • কালীপুজো – ১২ নভেম্বর, রবিবার
  • ভাইফোঁটা– ১৪ নভেম্বর, মঙ্গলবার
2023 Durgapuja Calendar in Bengali Image
2023 Durgapuja Calendar in Bengali Image

মা দূর্গার প্রণাম মন্ত্র

সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তুতে
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে
সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বি তে
ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তুতে

মা দূর্গার বীজ মন্ত্র 

ওঁম হৃীং দুং দুর্গায়ৈ নমঃ – এটি মা দুর্গার প্রিয় মন্ত্র। এই মন্ত্র ১০৮ বার জপ করলে শুভ ফল লাভ করতে পারেন। আপনি চাইলে ১০৮ বারের চেয়ে বেশিও করতে পারেন।

উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। মা দুর্গার কৃপায় আপনার জীবন সমৃদ্ধময় হোক। মা দুর্গার পূজা আরাধনা করলে আপনার জীবন থেকে সমস্ত আপদ বিপদ দূর হয়, আপনার সকল ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন।

আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন

Read More

Sharing Is Caring:

Leave a Comment