প্রতিদিন হনুমান অষ্টোত্তর শতনাম (108 Names Of Lord Hanuman In Bengali) জপ করলে মানুষের জীবনে সব কষ্ট দুঃখ দূর হয়ে যায়। যদি প্রতিদিন এই মন্ত্র জপ করা সম্ভব না হয় তাহলে মঙ্গলবার বা শনিবার অবশ্যই জপ করা উচিত। তাহলে চলুন শুরু করা যাক।
108 Names Of Lord Hanuman In Bengali – অর্থ সহ হনুমানের ১০৮ নাম
ওঁম শ্রী আঞ্জনেয়ায় নমঃ - মাতা অঞ্জনীর পুত্র ওঁম মহাবীরায় নমঃ - সর্বাধিক সাহসী ওঁম হনুমতে নমঃ - সম্মুখ দিকে প্রলম্বিত চোয়াল ওঁম মারুতাত্মজায় নমঃ - সর্বাধিক প্রিয় রত্ন ওঁম তত্ত্বজ্ঞানপ্রদায় নমঃ - জ্ঞানের দাতা ওঁম সীতাদেবিমুদ্রাপ্রদায়কায় নমঃ - মাতা সীতার আংটি সরবরাহকারী ওঁম অশোকবনিকাচ্ছেত্রে নমঃ - অশোকবন ধ্বংসকারী ওঁম সর্বমায়াবিভঞ্জনায় নমঃ - সর্বমায়া ভঞ্জনকারী ওঁম সর্ববন্ধবিমোক্ত্রে নমঃ - সর্ব বন্ধন মুক্তকারী ওঁম রক্ষোবিধ্বংসকারকায় নমঃ - রাক্ষস হত্যাকারী || ১০ || ওঁম পরবিদ্য়াপরিহারায় নমঃ - শত্রুদের জ্ঞান বিনাশকারী | ওঁম পরশৌর্য়বিনাশনায় নমঃ - শত্রুদের বীরত্ব ধ্বংসকারী | ওঁম পরমন্ত্রনিরাকর্ত্রে নমঃ - প্রভু রামের মন্ত্র গ্রহণকারী | ওঁম পরযন্ত্র প্রভেদকায় নমঃ - শত্রুর উদ্দেশ্য বিনাশকারী | ওঁম সর্বগ্রহ বিনাশিনে নমঃ - পৃথিবীর ওপর মন্দ প্রভাব বিনাশকারী | ওঁম ভীমসেনসহায়কৃতে নমঃ - ভীমের সাহায্যকারী | ওঁম সর্বদুঃখহরায় নমঃ - সমস্ত দুঃখের নাশক| ওঁম সর্বলোকচারিণে নমঃ - সর্ব লোকে ভ্রমণকারী | ওঁম মনোজবায় নমঃ - - হাওয়ার চেয়ে দ্রুত | ওঁম পারিজাত ধ্রুমমূলস্থায় নমঃ - পারিজাত গাছের নীচে যার বাস || ২০ ||
108 Names Of Lord Hanuman In Bengali
ওঁম সর্বমন্ত্র স্বরূপ-বতে নমঃ - সকল শ্লোকের অধিষ্ঠাতা ওঁম সর্বতন্ত্র স্বরূপিণে নমঃ - সমস্ত শ্লোকের স্বরূপ দানকারী ওঁম সর্ব যন্ত্রত্রাত্ম কায় নমঃ - সমস্ত যন্ত্রের অধিষ্ঠাতা ওঁম কপীশ্বরায় নমঃ - বানরের ভগবান ওঁম মহাকায়ায় নমঃ - বিশাল শারীরিক আকার ধারণকারী ওঁম সর্বরোগহরায় নমঃ - সমস্ত রোগ থেকে মুক্তিদাতা ওঁম প্রভবে নমঃ - জনপ্রিয় ওঁম বলসিদ্ধিকরায় নমঃ - যিনি বল সিদ্ধি করেন ওঁম সর্ববিদ্য়া সমপতি প্ৰদায়কায় নমঃ - জ্ঞান ও প্রজ্ঞা দাতা ওঁম কপিসেনানায়কায় নমঃ - বানর সেনা প্রধান || ৩০ || ওঁম ভবিষ্য়চ্চতুরাননায় নমঃ - ভবিষ্যতের সুখ বহনকারী ওঁম কুমারব্রহ্মচারিণে নমঃ - বাল ব্রহ্মাচারী ওঁম রত্ন কুন্ডল দীপ্তিমতে নমঃ - কানে যার রত্ন খচিত কুন্ডল ওঁম চঞ্চলদ্বাল সন্নদ্ধলম্বমান শিখোজ্জ্বলায় নমঃ - সুশোভিত লেজ মাথা উপরে স্থগিত ওঁম গন্ধর্ব বিদ্য়াতত্ত্বজ্ঞায় নমঃ - স্বর্গীয় শিল্পের প্রতিবেদক ওঁম মহাবলপরাক্রমায় নমঃ - অসীম শক্তিশালী ওঁম কারাগৃহ বিমোকত্রে নমঃ - কারাবাস থেকে মুক্তিদাতা ওঁম শৃঙ্খলাবন্ধ মোচকায় নমঃ - নিরন্তর দুঃখ থেকে মুক্তি দাতা ওঁম সাগরোত্তারকায় নমঃ - এক লাফে যিনি মহাসাগর পার করেন ওঁম প্রাজ্ঞায় নমঃ - পণ্ডিত || ৪০ ||
108 Names Of Lord Hanuman In Bengali
ওঁম রামদূতায় নমঃ - শ্রী রামের দূত ওঁম প্রতাপবতে নমঃ - বীরত্বের জন্য যিনি পরিচিত ওঁম বানরায় নমঃ - বানর ওঁম কেসরীপুত্রায় নমঃ - কেশরী পুত্র ওঁম সীতাশোকনিবারণায় নমঃ - সীতার দুঃখ বিনাশকারী ওঁম অঞ্জনা গর্ভসম্ভূতায় নমঃ - অঞ্জনীর গর্ভে জন্ম যাঁর ওঁম বালার্ক সদৃশাননায় নমঃ - উদিত সূর্য সম ওঁম বিভীষণ প্রিয়করায় নমঃ - বিভীষণের প্রিয় ওঁম দশগ্রীব কুলাংতকায় নমঃ - দশ মাথা রাবনের হত্যাকারী ওঁম লক্ষ্মণপ্রাণদাত্রে নমঃ - লক্ষ্মণের প্রাণদাতা || ৫০ || ওঁম বজ্রকায়ায় নমঃ - বজ্রের ন্যায় বলিষ্ঠ ওঁম মহাদ্য়ুতয়ে নমঃ - সর্বাধিক উজ্জ্বল ওঁম চিরঞ্জীবিনে নমঃ - চিরঞ্জীবি ওঁম রামভক্তায় নমঃ - শ্রী রামের একান্ত অনুগত ওঁম দৈত্য়কার্য বিঘাতকায় নমঃ - সমস্ত পৈশাচিক কাজের ধ্বংসকারী ওঁম অক্ষহন্ত্রে নমঃ - অক্ষয়কে হত্যাকারী ওঁম কাঞ্চনাভায় নমঃ - স্বর্ণ বর্ণিত শরীর ওঁম পঞ্চবক্ত্রায় নমঃ - পঞ্চমুখী ওঁম মহাতপসে নমঃ - মহান সাধক ওঁম লংকিণী ভঞ্জনায় নমঃ - লঙ্কেশ্বর হত্যাকারী || ৬০ ||
108 Names Of Lord Hanuman In Bengali
ওঁম শ্রীমতে নমঃ - সম্মানী ওঁম সিংহিকাপ্রাণভংজনায় নমঃ - সিংহিকাকে হত্যাকারী ওঁম গন্ধমাদনশৈলস্থায় নমঃ - গন্ধমাধব পর্বতের অধিষ্ঠাতা ওঁম লঙ্কাপুরবিদাহকায় নমঃ - লঙ্কা দহনকারী ওঁম সুগ্রীবসচিবায় নমঃ - সুগ্রীবের সেনাপতি ওঁম ধীরায় নমঃ - যিনি ধীর ওঁম শূরায় নমঃ -যিনি সাহসী ওঁম দৈত্য় কুলান্তকায় নমঃ - দৈত্য কুল ধংসকারী ওঁম সুরার্চিতায় নমঃ - অপার্থিব দ্বারা পূজনীয় ওঁম মহাতেজসে নমঃ - অত্যন্ত দীপ্তিমান || ৭০ || ওঁম রামচূডামণিপ্রদায় নমঃ - শ্রী রামের আংটি বহনকারী ওঁম কামরূপিণে নমঃ - যিনি নিজের ইচ্ছানুসারে রূপ পরিবর্তনকারী ওঁম পিঙ্গলাক্ষায় নমঃ - গোলাপি চক্ষু রয়েছে যার ওঁম বার্ধিমৈনাকপূজিতায় নমঃ - যিনি মৈনাক পর্বত দ্বারা পূজিত হন ওঁম কবলীকৃতমার্তান্ড মন্ডলায় নমঃ - সূর্য দেবকে যিনি গিলে নিয়েছিলেন ওঁম বিজিতেন্দ্রিয়ায় নমঃ - পাঁচ ইন্দ্রিয়ের উপর যার নিয়ন্ত্রণ ওঁম রামসুগ্রীবসন্ধাত্রে নমঃ - সুগ্রীব ও শ্রী রামের মধ্যস্ততাকারী ওঁম মহিরাবণমর্দনায় নমঃ - রাবণ হত্যাকারী ওঁম স্ফটিকাভায় নমঃ - স্ফটিক ন্যায় স্বচ্ছ ওঁম বাগধীশায় নমঃ - প্রভু রামের বাণী প্রচারক || ৮০ ||
108 Names Of Lord Hanuman In Bengali
ওঁম নবব্যাকৃতী পন্ডিতায় নমঃ - দক্ষ পণ্ডিত ওঁম চতুর্বাহবে নমঃ - চতুর্বাহ যার ওঁম দীনবন্ধবে নমঃ - নিপীড়িতদের রক্ষাকর্তা ওঁম মহাত্মনে নমঃ - সর্বোচ্চ সাত্তার অধিকারী ওঁম ভক্তবত্সলায় নমঃ - ভক্তদের রক্ষাকর্তা ওঁম সঞ্জীবন নগাহর্ত্রে নমঃ - সঞ্জীবনী পর্বতের বাহক ওঁম শুচয়ে নমঃ - সতী ওঁম বাগ্মিনে নমঃ - মুখপাত্র ওঁম দৃঢব্রতায় নমঃ - দৃঢ় প্রতিজ্ঞ সাধক ওঁম কালনেমিপ্রমথনায় নমঃ - কালনেমির হত্যাকারী || ৯০ || ওঁম হরিমর্কট মর্কটায় নমঃ - মর্কটদের রাজা ওঁম দাংতায় নমঃ - শান্ত ওঁম শান্তায় নমঃ - খুব ধীর স্থির প্রকৃতির ওঁম প্রসন্নাত্মনে নমঃ - প্রফুল্ল ওঁম শতকন্ঠ মদাপহৃতে নমঃ - শত কান্তের ঔদ্ধত্য বিনাশকারী ওঁম যোগিনে নমঃ - যোগী ওঁম রামকথালোলায় নমঃ - রাম কথা শুনতে যিনি উদগ্রীব ওঁম সীতান্বেষণ পান্ডিতায় নমঃ - যিনি সীতার হদিস দিতে দক্ষ ওঁম বজ্রদংষ্ট্রায় নমঃ - যিনি বজ্র নষ্ট করেছিলেন ওঁম বজ্রনখায় নমঃ - দৃঢ় বজ্র || ১০০ ||
108 Names Of Lord Hanuman In Bengali
ওঁম রুদ্রবীর্য়সমুদ্ভবায় নমঃ - শিবের অংশ হতে জন্ম ওঁম ইন্দ্রজিত্প্রহিতামোঘ ব্রহ্মাস্ত্রবিনিবারকায় নমঃ - ইন্দ্রজিতের ব্রহ্মাস্রর ক্ষমতা নাশক ওঁম পার্থধ্বজাগ্রসম্বাসিনে নমঃ -অর্জুনের পতাকার সামনে অবস্থানকারী ওঁম শরপঞ্জর ভেদকায় নমঃ - তীর দ্বারা তৈরী বাসা ধংসকারী ওঁম দশবাহবে নমঃ - যিনি দশভুজা ওঁম লোকপূজ্য়ায় নমঃ - ব্রহ্মান্ড জেক পূজা করে ওঁম জাম্ববতপ্রীতি বর্ধনায় নমঃ - যিনি জাম্বুবানের ভালোবাসা লাভ করেছিলেন ওঁম সীতাসমেত শ্রীরাম পাদসেবা দুরন্ধরায় নমঃ - যিনি মাতা সীতা ও রামের সেবায় সদা নিয়োজিত|| ১০৮||
108 Names Of Lord Hanuman In Bengali PDF [DOWNLOAD]
- আরো পড়ুন – সম্পূর্ণ অর্থ সহ হনুমান চালিসা
- পঞ্চমুখী হনুমান কবচ মন্ত্ৰ – ওং হরিমর্কটায় স্বাহা
- হনুমান সাঠিকা মূল পাঠ
- সম্পূর্ণ হনুমান চালিসা
- সম্পূর্ণ মারুতি স্তোত্র
- বাংলায় হনুমান বাহুক পাঠ
- বাংলায় ওম জয় হনুমত বীরা
- বাংলায় সংকট মোচন হনুমান অষ্টক
- সম্পূর্ণ বজরং বাণ
- মঙ্গলবার হনুমানজির পুজার সরল নিয়ম
উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। আপনি যদি নিয়ম অনুসারে ভক্তিসহকারে হনুমানজির পূজা আরাধনা করেন , তাহলে আপনার জীবনের সমস্ত সংকট দূর হয়ে যায়, আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং আপনি শ্রী হনুমান জী র আশীর্বাদ লাভ করেন । আপনি যদি এই পোস্ট থেকে উপকৃত হন, অবশ্যই আমাদের জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের উৎসাহিত করবে।
আরো পড়ার জন্য ক্লিক করুন এখানে
আরো পড়ুন
- সম্পূর্ণ সরস্বতী পূজা পদ্ধতি । Saraswati Puja Paddhati In Bengali PDF
- Saraswati Puja 2025 Date | সরস্বতী পূজা 2025 কবে | সরস্বতী পূজা পদ্ধতি PDF
- Navgrah Chalisa Lyrics In English PDF
- Navgrah Chalisa In Hindi PDF | नवग्रह चालीसा हिन्दी में पढ़ें
- Shukrawar Santoshi Mata Vrat & Katha – माँ संतोषी व्रत और कथा
- Sita Ram Sita Ram Bhajan Lyrics Hindi | सीता राम सीता राम भजन लिरिक्स हिंदी
- रामायण चौपाई | Ramayan Choupai In Hindi
- Hanuman Bhajan Lyrics In Hindi | हनुमान भजन लिरिक्स – बाल समय रवि भक्ष लियो
- Ekmukhi Hanuman Kavacham In Hindi | एकमुखी हनुमान कवच
- नरसिंह चालीसा | Narasimha Chalisa n hindi pdf
- 2024 Narasimha Chaturdashi Kab Hai | नरसिंह जयंती 2024
- 2024 Radha Ashtami Kab Hai | राधा अष्टमी २०२४
- Navratri 2024 Date And Time In Hindi | २०२४ नवरात्रि पूजा की तारीख और शुभ मुहूर्त
- Mahalaya 2024 Date and Time | 2024 মহালয়া কবে
- Krishna Janmashtami 2024 In English