Complete Hanuman Chalisa Meaning In Bengali – সম্পূর্ণ অর্থ সহ হনুমান চালিসা

আপনি কি জানেন (Complete Hanuman Chalisa Meaning In Bengali) সম্পূর্ণ হনুমান চালিসার অর্থ ! পাঠ করার সময় হনুমান চালিসার অর্থ জেনে পাঠ করলে হনুমানজীর প্রতি আপনার বিশ্বাস এবং আস্থা আরও দৃঢ় হয়। আজ আপনি জানতে পারবেন অর্থ সহ সম্পূর্ণ হনুমান চালিসা (hanuman chalisa bengali meaning) ।

Hanuman Chalisa Meaning In Bengali
Hanuman Chalisa Meaning In Bengali

হনুমান চালিসা হল ভগবান হনুমান জী কে প্রসন্ন করার জন্য তাঁর ভক্তদের দ্বারা করা একটি প্রার্থনা, যা 40টি চৌপাই নিয়ে গঠিত, তাই এই প্রার্থনাকে হনুমান চালিসা (Hanuman Chalisa Meaning In Bengali) বলা হয়। এই হনুমান চালিসাটি ভক্ত তুলসীদাস জী দ্বারা রচিত, যা অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়।

হনুমান চালিসার এত শক্তি যে এটি পাঠ করা মাত্র আপনার চারপাশে যা কিছু নেতিবাচক শক্তি আছে তা চলে যায়। যারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করেন, তাদের জীবনে কোনো সংকট আসে না। হনুমান চালিসার অপার শক্তি সম্পর্কে আরও পড়ুন हनुमान चालीसा पाठ करने से चमत्कारी लाभ – Hanuman Chalisa Magical Benefit

Hanuman Chalisa Meaning In Bengali । সম্পূর্ণ হনুমান চালিসা বাংলা অনুবাদ (বঙ্গানুবাদ)

।। দোহা ।।

শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি |
বরণৌ রঘুবর বিমলযশ জো দাযক ফলচারি ||

বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার |
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার্ ||

 বঙ্গানুবাদ : শ্রী গুরুচরণ কমলের পবিত্র পদরেণু দর্পণস্বরূপ মনকে সুপবিত্র করে।  শ্রীরঘুবীরের বিমল যশ বর্ণনা বা শ্রবণ করলে, ধৰ্ম অর্থ কাম মোক্ষ চতুবর্গ ফল লাভ হয়ে থাকে।    

হে পবন নন্দন! আমি তোমাকে স্মরণ করি. আমার এই দেহ জ্ঞান বুদ্ধিহীন, কৃপা পূর্বক আপনি আমাকে শক্তি, সৎ যুক্তি এবং জ্ঞানদান করে সব প্রকার দুঃখ ও দোষ বিদূরিত করুন। আমাকে সৎবুদ্ধি প্রদান করুন। 
Hanuman Chalisa Meaning In Bengali
Hanuman Chalisa Meaning In Bengali
।। চৌপাঈ।।

জয় হনুমান জ্ঞান গুণ সাগর |
জয় কপীশ তিহু লোক উজাগর || এক ||

 বঙ্গানুবাদ : হে হনুমান জয় হোক আপনার। আপনি মহাজ্ঞানী ও গুণের সাগর আপনার তুলনা আপনিই, হে কপীস এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্রই আপনার কীর্তি উজ্জ্বল হয়ে আছে।
রামদূত অতুলিত বলধামা |
অংজনি পুত্র পবনসুত নামা || দুই ||

বঙ্গানুবাদ : হে অঞ্জনি পুত্র পবন নন্দন আপনি শ্রী রামচন্দ্রের পরম ভক্ত এবং শ্রী রামচন্দ্রের দূত আপনি পৃথিবী বিখ্যাত বলশালী ও অসীম গুণের আধার।
মহাবীর বিক্রম বজরংগী |
কুমতি নিবার সুমতি কে সংগী ||তিন||

বঙ্গানুবাদ : হে মহাবীর মহান বিক্রমশালী বজরংবলী আপনি সকলের কুমতি ধ্বংস করে সুমতি প্রদান করুন।  
কঞ্চন বরণ বিরাজ সুবেশা |
কানন কুন্ডল কুঞ্চিত কেশা ||চার||

বঙ্গানুবাদ : আপনার দেহজ্যোতি কাঞ্চনবর্ণ অর্থাৎ স্বর্ণের ন্যায় মনোমুগ্ধকর আপনার পরিধেয় বস্ত্র, কর্ণে কুন্ডল শোভিত এবং কুঞ্চিত কেশ শোভাময়। 
হাথবজ্র ঔর ধ্বজা বিরাজৈ |
কাঁধে মুঞ্জ জনেযু সাজৈ || পাঁচ ||

বঙ্গানুবাদ : আপনার হস্তে ধ্বজা এবং বজ্র, তথাপি আপনার স্কন্দে মহাগদা সর্ব সময় সুশোভিত।
শংকর সুবন কেশরী নন্দন |
তেজ প্রতাপ মহাজগ বন্দন || ছয় ||

বঙ্গানুবাদ : হে মহা রুদ্ধ রূপী শঙ্কর অবতার, হে কেশরী নন্দন আপনার রুদ্র তেজ ও প্রতাপকে ত্রিজগত বন্দনা করে।
বিদ্যাবান গুণী অতি চাতুর |
রাম কাজ করিবে কো আতুর || সাত ||

বঙ্গানুবাদ : আপনি বিদ্যবান এবং গুণবান ও অতি চতুর সর্বদা আপনি শ্রীরামচন্দ্রের কার্যে ব্যস্ত থাকতে ভালোবাসেন।  
প্রভু চরিত্র সুনিবে কো রসিযা |
রামলখন সীতা মন বসিযা || আট ||

বঙ্গানুবাদ : আপনি রঘুনাথ শ্রী রামচন্দ্রের পবিত্র গুণগাঁথা কীর্তন শ্রবণ করেন ও মহানন্দ লাভ করেন। রঘুবর শ্রীরামচন্দ্র, মা জানকী ও লক্ষ্মণ আপনার হৃদয় মাঝে সদা বিদ্যমান।
সূক্ষ্ম রূপধরি সিয়হি দিখাবা |
বিকট রূপধরি লংক জরাবা || নয় ||

বঙ্গানুবাদ : আপনি নিজের শক্তি এবং বুদ্ধি-বলে অতি সূক্ষ্ম রূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন, আবার অতি ভয়ংকর বিকট মূর্তি ধারণ করে স্বর্ণলঙ্কা দগ্ধ করলেন।
ভীম রূপধরি অসুর সংহারে |
রামচংদ্র কে কাজ সংবারে || দশ ||

বঙ্গানুবাদ : আপনি অতি ভীষণ ভীমরূপ ধারণ করে অসুর কুল ধ্বংস করলেন। আপনি শ্রী রামচন্দ্রের উদ্দেশ্য সফল করতে সব বাধা অতিক্রমণ করে তাঁর সব কাজে সাহায্য করলেন।
লায় সজীবন লখন জিয়ায়ে |
শ্রী রঘুবীর হরষি উরলায়ে || এগারো ||

বঙ্গানুবাদ : আপনি সুদূর গন্ধমাদন হতে সঞ্জীবন ঔষধ সংগ্রহ করে লক্ষ্মণের জীবন দান করলেন। আপনার মহান কর্মে শ্রী রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে আপনার হৃদয়ে অবস্থান করেন।
রঘুপতি কীন্হী বহুত বডাই |
তুম মম প্রিয় ভরতহি সম ভাই || বারো ||

বঙ্গানুবাদ : হে অঞ্জন নন্দন ভগবান শ্রী রামচন্দ্র কর্ত্তৃক আপনি বহু প্রশংসিত হলেন। তিনি বললেন আপনি তাঁর ভ্রাতা ভরতের তুল্য মহান ও ভক্তিভাজন।
সহস বদন তুম্হরো যশগাবৈ |
অস কহি শ্রীপতি কংঠ লগাবৈ || তেরো ||

বঙ্গানুবাদ : হাজার হাজার মানুষ আপনার যশোগান গাইবে এইসব বলে সবাই আপনাকে শ্রীপতি শ্রী রামচন্দ্রের কন্ঠহার তুল্য দর্শন করবে।
সনকাদিক ব্রহ্মাদি মুনীশা |
নারদ শারদ সহিত অহীশা || চোদ্দ ||

বঙ্গানুবাদ : সনৎ কুমার, সনাতন, সনক, সনন্দ আদি মুনিগণ, ব্রহ্মাদি, দেবতাগণ এমনকি শেষ নাগ ও তোমার গুনগানে চিরকাল মুখরিত।
যম কুবের দিগপাল জহাঁ তে |
কবি কোবিদ কহি সকে কহা তে ||পনেরো ||

বঙ্গানুবাদ : যম কুবের আদি তথা সমস্ত দিকপালগণ আর কবি বিদ্বান সবাই তোমার সম্পূর্ণ যশো গান করে থাকেন।
তুম উপকার সুগ্রীবহি কীন্হা |
রাম মিলায় রাজপদ দীন্হা || ষোল  ||

বঙ্গানুবাদ : সুগ্রীবকে তুমিই রামচন্দ্র মিলিয়ে দিয়েছো। ভগবান রামচন্দ্রকে তোমার কৃপায় মানব কুল দর্শন লাভ করেছে। তোমার কৃপায় তিনি রাজপদ পেয়েছেন।

তুম্হরো মন্ত্র বিভীষণ মানা |
লংকেশ্বর ভয়ে সব জগ জানা || সতেরো ||

বঙ্গানুবাদ : তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন। তোমারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজ্য লাভ করেন।
যুগ সহস্র যোজন পর ভানূ |
লীল্যো তাহি মধুর ফল জানু || আঠারো  ||

বঙ্গানুবাদ : যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করছে, যাঁর কাছে পৌঁছতে হাজার যুগ লাগে সেই সূর্যদেব নিজেই তোমাকে ফল দান করেছিলেন।
মেলি মুখ মাহী |
জলধি লাংঘি গযে অচরজ নাহী || উনিশ ||

বঙ্গানুবাদ : তুমি ভগবান শ্রী রামচন্দ্রের দ্বারা সমুদ্র অতিক্রম করেছিলে, তার ফলে বিশাল জলধি তোমাকে সহায়তা করেছিল, জলধি তোমাকে স্তব করে খুশি করেছিল।
দুর্গম কাজ জগত কে জেতে |
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে || কুড়ি ||

বঙ্গানুবাদ : সংসারের সবচেয়ে বড় কঠিন কাজ সহজেই তুমি তা সম্পন্ন করতে সক্ষম হয়েছিলে, দুর্গম কাজকে তুমিই একমাত্র সুগম করতে পেরেছিলে।
রাম দুআরে তুম রখবারে |
হোত ন আজ্ঞা বিনু পৈসারে || একুশ  ||

বঙ্গানুবাদ : তুমিই শ্রীরামচন্দ্রের মঙ্গল কারণে দ্বার রক্ষা করেছিলে। তোমারই আদেশ ব্যতিত সেখানে কেউ প্রবেশ করতে সাহস পায়নি।
সব সুখ লহৈ তুম্হারী শরণা |
তুম রক্ষক কাহূ কো ডর না || বাইশ ||

বঙ্গানুবাদ : তোমার নাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখ প্রাপ্ত হতে পারে। তোমাকে যে নিত্য স্মরণ করে তার কোন প্রকার ভয় থাকে না।
আপন তেজ তুম্হারো আপৈ |
তীনোঁ লোক হাঁক তে কাঁপেই || তেইশ ||

বঙ্গানুবাদ : তোমার তেজকে তুমিই ধরে রাখতে পারো বা সহ্য করতে পারো, যে শক্তি একমাত্র তোমারই আছে তোমার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পমান হয়ে থাকে।
ভূত পিশাচ নিকট নহি আবৈ |
মহবীর জব নাম সুনাবৈ || চব্বিশ ||

বঙ্গানুবাদ : হে অঞ্জন পুত্র যে তোমার মহাবীর নাম জপ করতে থাকে তার পাশে কোন ভূত-প্রেত ও দুষ্ট ব্যক্তি আসতে পারে না বা তার কোন প্রকার অনিষ্ট করতে পারে না।
নাসৈ রোগ হরৈ সব পীরা |
জপত নিরন্তর হনুমত বীরা || পঁচিশ ||

বঙ্গানুবাদ : হে বীর হনুমানজি নিরন্তর তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে, তোমার মঙ্গলময় নামে জীবের সকল দুঃখ কষ্ট দূর হয়।
সংকট সেং হনুমান ছুডাবৈ |
মন ক্রম বচন ধ্যান জো লাবৈ || ছাব্বিশ  ||

বঙ্গানুবাদ : যে ব্যক্তি সংসারের সকল কাজের মাঝে তোমার নাম, ধ্যান ও জপ করে থাকে তার সকল প্রকার দুঃখ-কষ্ট বিলুপ্ত হয়ে যায়
সব পর রাম তপস্বী রাজা |
তিনকে কাজ সকল তুম সাজা || সাতাশ ||

বঙ্গানুবাদ : রাজা শ্রী রামচন্দ্রজী সর্বশ্রেষ্ঠ তপস্বী, তুমি নিজেই তার সকল কাজ সম্পন্ন করে ত্রিজগতে বিখ্যাত হয়েছো।
ঔর মনোরধ জো কোই লাবৈ |
সোই অমিত জীবন ফল পাবৈ || আঠাশ ||

বঙ্গানুবাদ : তোমার উপাসক ব্যক্তি কোনো কিছু অভিলাষ করলে তোমার কৃপায় তার সে অভিলাষ পূর্ণ হয়ে থাকে। তুমি একমাত্র সক্ষম আছো, সকল জীবের কামনা বাসনা পূরণ করতে।
চারো যুগ পরতাপ তুম্হারা |
হৈ পরসিদ্ধ জগত উজিযারা || উনত্রিশ ||

বঙ্গানুবাদ : তোমার যশোগান সত্য, দ্বাপর কলি চারিযুগে বিদ্যমান আছে। সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত আছে, তাই সমগ্র জগৎ আজ তোমার উপাসক।
সাধু সন্তকে তুম রখবারে |
অসুর নিকন্দন রাম দুলারে || ত্রিশ ||

বঙ্গানুবাদ : হে শ্রী রামচন্দ্র স্নেহাশ্রিত হনুমানজী, তুমি সাধু ও ধর্মপ্রাণ ব্যক্তিদের রক্ষা কর এবং আসুরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ কর।
অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা |
অস বর দীন জানকী মাতা || একত্রিশ ||

বঙ্গানুবাদ : হে কেশরী নন্দন সীতা মাতা তোমাকে এমন বর প্রদান করলেন তাতে তোমার অষ্টসিদ্ধি নবনিধি কারণ হয়ে গেল
রাম রসাযন তুম্হারে পাসা |
সাদ রহো রঘুপতি কে দাসা || বঁত্রিশ  ||

বঙ্গানুবাদ : তুমি সর্বদা শ্রী রাম রঘুনাথজীর স্মরণ করে থাকো তাই তোমার নিকট থেকে বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদুরিত হয়ে থাকে। রাম-রাম নামের ঔষধি তোমার  তোমার সবেরই কারণ।
তুম্হরে ভজন রামকো পাবৈ |
জনম জনম কে দুখ বিসরাবৈ || তেঁত্রিশ  ||

বঙ্গানুবাদ : তোমাকে ভজনকারী ভক্ত ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয় আর সে ভক্তের জন্ম জন্মান্তর সকল দুঃখ রাশি বিনাশ প্রাপ্ত হয়ে থাকে।
অন্ত কাল রঘুবর পুর জাই |
জহাঁ জন্ম হরি ভক্ত কহাই || চৌত্রিশ ||

বঙ্গানুবাদ : তোমাকে ভজনকারী ভক্ত প্রাণী অন্তঃকালে ভগবান শ্রী রঘুনাথজীর ধামে গমন করেন। সে প্রাণী মৃত্যুর পরেও হরিভক্ত হয়ে থাকে।
ঔর দেবতা চিত্ত ন ধরই  |
হনুমত সেই সর্ব সুখ করই || পঁত্রিশ ||

বঙ্গানুবাদ : হে হনুমানজি যে ভক্ত স্বচ্ছ মনে তোমার সেবা করে থাকে সেই সর্বপ্রকার সুখ প্রাপ্ত হয়ে থাকে, তার অন্য দেবতাকে পূজা করতেই হয় না। একমাত্র তোমার সেবা দ্বারা সব লাভ হয়।
সংকট কটৈ মিটৈ সব পীড়া |
জো সুমিরৈ হনুমত বল বীরা || ছঁত্রিশ ||

বঙ্গানুবাদ : এ মহাবীর হনুমানজী যে ব্যক্তি তোমাকেই সর্বদা স্মরণ নিয়ে থাকে তার সকল সংকট মোচন হয়। তাকে আর কোন দুঃখের সম্মুখীন হতে হয় না। 
জৈ জৈ জৈ হনুমান গোসাই  |
কৃপা করো গুরুদেব কী নাই || সাঁইত্রিশ ||

বঙ্গানুবাদ : হে বীর হনুমানজী তোমার সর্বদা জয় হোক। জয় হোক-জয় হোক। তুমি গুরুদেবের সমান কৃপা করে থাকো, তাই সর্বদা তোমার উপাসনা করি।
জো শত বার পাঠ কর কোই  |
ছূটহি বন্দি মহা সুখ হোই || আঁটত্রিশ ||

বঙ্গানুবাদ : যে ব্যক্তি শুদ্ধ মনে প্রতিদিন শতবার তোমার চালিশা পাঠ করে থাকে তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরমানন্দ লাভ হয়ে থাকে।
জো যহ পডৈ হনুমান চালীসা |
হোয় সিদ্ধি সাখী গৌরীশা || উনচল্লিশ ||

বঙ্গানুবাদ : গৌরী পতি ভগবান শঙ্করজী হনুমান চালিশা রচনা করে গেছেন। ইহা নিত্য পাঠে সফলতা প্রাপ্ত হওয়া যায়। 
তুলসীদাস সদা হরি চেরা |
কীজৈ নাথ হৃদয মহ ডেরা || চল্লিশ  ||

বঙ্গানুবাদ : হে মোর নাথ হনুমানজী তুলসী দাস সর্বদা শ্রী রামের দাস ছিলেন। তিনি শ্রী রামের দাসবৎ ছিলেন। তুমিও
Hanuman Chalisa Meaning In Bengali
Hanuman Chalisa Meaning In Bengali
।। দোহা ।।

পবন তনয সংকট হরণ – মঙ্গল মূরতি রূপ্ |
রাম লখন সীতা সহিত – হৃদয বসহু সুরভূপ্ ||

বঙ্গানুবাদ : হে পবন পুত্র! তুমি সকল প্রকার সংকট হরণকারী। তুমিই জগতের মঙ্গলমূর্তি স্বরূপ। আমার প্রার্থনা তুমি শ্রীরামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণ সব আমার হৃদয়ে বাস কর। হে অঞ্জনা সূত তোমার জয় হোক। 

পড়ুন – মঙ্গলবার হনুমানজির পুজার সরল নিয়ম -2023

Hanuman Chalisa Lyrics In Other Languages

You can see the Hanuman Chalisa lyrics FREE downloadable PDF in these other languages

উপসংহার – আশা করি আজকের পোস্ট সম্পূর্ণ অর্থ সহ হনুমান চালিসা (Hanuman Chalisa Meaning In Bengali) থেকে আপনি উপকৃত হয়েছেন। আপনি যদি নিয়ম অনুসারে সম্পূর্ণ অর্থ সহ হনুমান চালিসা জপ করেন (Hanuman Chalisa Meaning In Bengali), তাহলে আপনার জীবনের সমস্ত সংকট দূর হয়ে যায়, আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং আপনি শ্রী হনুমান জী র আশীর্বাদ লাভ করেন । আপনি যদি এই পোস্ট থেকে উপকৃত হন, অবশ্যই আমাদের জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের উৎসাহিত করবে।

इसी तरह और भि धार्मिक तथ्य जानने के लिए नीचे क्लिक करें

और पढ़िए

Sharing Is Caring:

1 thought on “Complete Hanuman Chalisa Meaning In Bengali – সম্পূর্ণ অর্থ সহ হনুমান চালিসা”

  1. হনুমান চালিশা খুব ভালো বাংলায় অনুবাদ করেছেন, সম্পূর্ণ চালিশার অর্থ বুঝতে পারলাম,
    ধন্যবাদ,
    জয় বজরঙ্গবলী 🙏🙏🙏

    Reply

Leave a Comment