Hanuman Sathika In Bengali PDF [FREE Download] – হনুমান সাঠিকা মূল পাঠ বাংলা ভাষায়

হনুমান সাঠিকা মূল পাঠ বাংলা ভাষায় (Hanuman Sathika In Bengali PDF) এটি হনুমান জী-র অত্যন্ত শক্তিশালী একটি স্তোত্র। এই স্তোত্র পাঠ করলে সমস্ত সংকট দূর হয় হনুমান জী র কৃপায়।

Hanuman Sathika in Bengali
Hanuman Sathika in Bengali

হনুমান সাঠিকা হল হনুমান চালিশা এবং সঙ্কটমোচন হনুমান অষ্টক এই ২টির সংমিশ্রণে তৈরী এক শক্তিশালী স্তোত্র যা উচ্চারণ মাত্র মনুষ্য জীবনের সমস্ত সংকট দূর হয়। তবে এই স্তোত্র পাঠ করার সময় খেয়াল রাখতে হবে যাতে উচ্চারণ স্পষ্ট হয়। তাহলে চলুন ভক্তিভরে পাঠ শুরু করি।

Hanuman Sathika In Bengali| হনুমান সাঠিকা

।। দোহা ।।

বীর বখানৌঁ পবনসুত, জানত সকল জহান। 
ধন্য-ধন্য অঞ্জনিতনয়, সঙ্কট হর হনুমান।।

।। চৌপাঈ।।

জয় জয় জয় হনুমান অডঙ্গী। 
মহাবীর বিক্রম বজরঙ্গী।।

জয় কপীশ জয় পবনকুমারা। 
জয় জগবন্দন শীল অগারা।।

জয় আদিত্য অমরঁ অবিকারী। 
অরিমর্দন জয় জয় গিরিধারী।।

অঞ্জনী উদর জন্ম তুম লীন্হা। 
জয় জয়কার দেবতন কীন্হা।।

বাজে দুন্দভী গগন গম্ভীরা।
সুর মন হর্ষ অসুর মন পীরা।।

কপি কে ডর গঢ় লঙ্ক সকানী।
ছুটে বন্দ দেবতন জানী।।

ঋষি সমূহ নিকট চলি আয়ে।
পবনতনয় কে পদ শির নায়ে।।

বার বার অস্তুতি করি নানা।
নির্মল নাম ধরা হনুমানা।।

সকল ঋষিণ মিলি অস মত ঠানা।
দীন্হ বতায় লাল ফল খানা।।

সুনত বচন কপি মন হর্ষানা।
রবি রথ উদয় লাল ফল জানা।।

রথ সমেত কপি কীন্হ অহারা।
সূর্য বিনা ভয়ে অতি অন্ধিয়ারা।।

বিনয় তুমহার করৈ অকুলানা।
তব কপীশ কী অস্তুতি ঠানা।।

সকল লোক বৃতান্ত সুনাবা।
চতুরানন তব রবি উগিলাবা।।

কহা বহোরি সুনহু বলশীলা।
রামচন্দ্র করিহৈঁ বহু লীলা।।

তব তুম উন্হকর করেহু সহাঈ।
অবহিঁ বসহু কানন মেঁ জাঈ।।

অস কহি বিধি নিজলোক সিধারা।
মিলে সখা সঙ্গ পবনকুমারা।।

খেলৈঁ খেল মহা তরু তোরৈঁ।
ডের করৈঁ বহু পর্বত ফোরৈঁ।।

জেহি গিরি চরণ দেহি কপি ধাঈ।
গিরি সমেত পাতালহিঁ জাঈ।।

কপি সুগ্রীব বালি কী ত্রাসা।
নিরখতি রহে রাম মগু আসা।।

মিলে রাম তহঁ পবনকুমারা।
অতি আনন্দ সপ্রেম দুলারা।।

মনি মুঁদরী রঘুপতি সোঁ পাঈ।
সীতা খোজ চলে সিরু নাঈ।।

শতযোজন জলনিধি বিস্তারা।
অগম অপার দেবতন হারা।।

জিমি সর গোখুর সরিস কপীশা।
লাংঘী গয়ে কপি কহি জগদীশা।।

সীতাচরণ শীশ তিন্হ নায়ে।
অজর অমর কে আশীষ পায়ে।।

রহে দনুজ উপবন রখবারী
এক সে এক মহাভট ভারী।।

তিন্হৈঁ মারি পুনি কহেউ কপীসা।
দহেউ লঙ্ক কোপ্যো ভুজ বীসা।।

সিয়া বোধ দৈ পুনি ফির আয়ে।
রামচন্দ্র কে পদ শির নায়ে।।

মেরু উপারি আপ ছিন  মাহীঁ।
বাঁধে সেতু নিমিষ ইক মাঁহীঁ।।

লছমন শাক্তি লাগী উর জবহীঁ।
রাম বুলায় কহা পুনি তবহীঁ।।

ভবন সমেত সুষেণ লৈ লায়ে।
তুরত সঞ্জীবন কো পুনি ধায়ে।।

মগ মহঁ কালনেমি কহঁ মারা।
অমিত সুভট নিশিচর সংহারা।।

আনি সঞ্জীবন গিরি সমেতা।
ধরি দীন্হোঁ জহঁ কৃপা নিকেতা।।

ফনপতি কের সোক হরি লীন্হা।
বর্ষি সুমন সুর জয় জয় কীন্হা।।

অহিরাবণ হরি অনুজ সমেতা।
লৈ গয়ো তহাঁ পাতাল নিকেতা।।

জহাঁ রহে দেবী অস্থানা।
দীন চহৈ বলি কাঢ়ি কৃপানা।।

পবনতনয় প্রভু কীন্হ গুহারী।
কটক সমেত নিশাচর মারী।।

রীছ কিসপতি সবৈ বহোরী।
রাম লষন কীনে যক ঠোরী।।

সব দেবতন কী বন্দি ছুড়ায়ে।
সো কীরতি মুনি নারদ গাঈ।।

অক্ষয়কুমার দনুজ বলবানা।
কালকেতু কহঁ সব জগ জানা।।

কুম্ভকরণ রাবণ কা ভাঈ।
তাহি নিপাত কীন্হ কপিরাঈ।।

মেঘনাদ পর শাক্তি মারা।
পবন তনয় তব সো বরিয়ারা।।

রহা তনয় নারান্তক জানা।
পল মেঁ হতে তাহি হনুমানা।।

জহঁ লগি ভান দনুজ কর পাবা।
পবন তনয় সব মারি নসাবা।।

জয় মারুতসুত জয় অনুকূলা।
নাম কৃসানু সোক সম তূলা।।

জহঁ জীবন কে সংকট হোঈ।
রবি তম সম সো সঙ্কট খোঈ।।

বন্দি পরৈ সুমিরৈ হনুমানা।
সংকট কটৈ ধরৈ জো ধ্যানা।।

জাকো বান্ধ বামপদ দীন্হা।
মারুত সুত ব্যাকুল বহু কীন্হা।।

সো ভুজবল কা কীন কৃপালা।
অচ্ছত তুম্হেঁ মোর য়হ হালা।।

আরতহরন নাম হনুমানা।
সাদর সুরপতি কীন বখানা।।

সঙ্কট রহৈ ন এক রতী কো।
ধ্যান ধরৈ হনুমান যতী কো।।

ধাবহু দেখি দীনতা মোরী।
কহৌঁ পবনসুত জুগকর জোরী।।

কপিপতি বেগি অনুগ্রহ করহু।
আতুর আই দুসই দুখ হরহু।।

রামশপথ মৈঁ তুমহিঁ সুনায়া।
জবন গুহার লাগ সিয় জায়া।।

যশ তুমহার সকল জগ জানা।
ভব বন্ধন ভঞ্জন হনুমানা।।

য়হ বন্ধন কর কেতিক বাতা।
নাম তুমহার জগত সুখদাতা।।

করৌ কৃপা জয় জয় জগস্বামী।
বার অনেক নমামী নমামী।।

ভৌমবার কর হোম বিধানা।
ধূপদীপ নৈবেদ্ধ সুজানা।।

মঙ্গলদায়ক কো লো লাবৈ।
সুন নর মুনি বাঞ্ছিত ফল পাবৈ।।

জয়তি জয়তি জয় জয় জগস্বামী।
সমরথ পুরুষ সুঅন্তর্যামী।। 

অঞ্জনীতনয় নাম হনুমানা।
সো তুলসী কে প্রাণ সমানা।।

।।দোহা।।

জয় কপীশ সুগ্রীব তুম, জয় অঙ্গদ হনুমান।
রাম লখণ সীতা সহিত, সদা করো কল্যাণ।। 

বন্দৌঁ হনুমত নাম য়হ, ভৌমবার পরমান।
ধ্যান ধরৈ নর নিশ্চয়, পাবৈ পদ কল্যাণ।।

জো নিত পঢ়ৈ য়হ সাঠিকা, তুলসী কহৈঁ বিচারি।
রহৈ ন সঙ্কট তাহি কো, সাক্ষী হৈঁ ত্রিপুরারি।। 

।।সবৈয়া।।

অারত বন পুকারত হৈঁ কপিনাথ সুনো বিনতী মম ভারী।
অঙ্গদ অৌ নল-নীল মহাবলি দেব সদা বল কী বলিহারী।।

জাম্ববন্ত সুগ্রীব পবনসুত দ্বিবিদ মযঁদ মহা ভটভারী।
দুঃখ দোষ হরো তুলসী জন কো শ্রী দ্বাদশ বীরন কী বলিহারী।।
Hanuman Sathika In Bengali PDF FREE Download
Hanuman Sathika In Bengali PDF FREE Download

হনুমান সাঠিকা পাঠ করার উপকারিতা ?

নিয়মিত হনুমান সাঠিকা পাঠ করলে মানুষের সকল কষ্ট দূর হয়, আপনার জীবন সর্বদা সুখ সমৃদ্ধ থাকে এবং এই স্তোত্র পাঠ খুবই উপকারী, তাহলে চলুন জেনে নেওয়া যাক হনুমান সাঠিকা পাঠ করার উপকারিতা

  • হনুমান সাঠিকার প্রভাবে সকল প্রকার রোগ নাশ হয়।
  • নিয়মিত হনুমান সাঠিকা পাঠ করলে মানুষের সমস্ত কষ্ট দূর হয়।
  • হনুমান ভক্তরা সকল প্রকার ভয় থেকে রক্ষা পান এবং আপনার জীবন সর্বদা সুখী হয়।
  • আপনার যদি এমন কোনো রোগ থাকে যার কারণে আপনি অনেক কষ্টে থাকেন তাহলে হনুমান সাঠিকা পাঠ করুন, আপনি রোগ থেকে মুক্ত থাকবেন।
  • হনুমান সাঠিকা পাঠ করলে খুব দ্রুত উপকার পাওয়া যায়।
  • নিয়মিত হনুমান সাঠিকা পাঠ করলে ঘরে নেতিবাচক প্রভাব প্রবেশ করতে পারে না। এই পাঠ করলে হনুমান জী র আশীর্বাদ আপনার পরিবারের সকলের উপর থাকে।
  • আপনি যদি কোন প্রকার ভয়ে অস্থির হয়ে থাকেন তবে অবশ্যই এই পাঠটি করুন যাতে আপনি আপনার মনে শান্তি পাবেন।
  • হনুমান জী আপনাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করেন।
  • নেতিবাচক চিন্তা মন থেকে দূরে চলে যায়।
  • শত্রু নাশ হয়।
Hanuman Sathika In Bengali PDF FREE Download
Hanuman Sathika In Bengali PDF FREE Download

হনুমান সাঠিকা পাঠ করার সঠিক নিয়ম

হনুমান সাঠিকা পাঠ করার সময় কিছু নিয়ম মেনে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক হনুমান সাঠিকা পাঠ করার সঠিক নিয়ম

  • মঙ্গলবার বা শনিবার হনুমান সাঠিকা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
  • আপনি সকাল বা সন্ধ্যায় যে কোনো সময় হনুমান সাঠিকা পাঠ করতে পারেন।
  • মঙ্গলবার বা শনিবার হনুমান মন্দিরে যাওয়া এবং হনুমান সাঠিকা পাঠ করা আরও ফলদায়ক হবে।
  • আপনি যদি বাড়িতে হনুমান সাঠিকা পাঠ করতে চান তবে প্রথমে হনুমান জী র মূর্তি বা ছবি পূজা করুন, তারপর হনুমান চালিসা পাঠ করুন এবং তারপর হনুমান সাঠিকা পাঠ করুন।
  • আপনি যদি কোনো সংকল্প নিয়ে পাঠ করেন তবে আপনি 7 দিন, 11 দিন বা 21 দিন হনুমান সাঠিকা পাঠ করতে পারেন।
  • লাভদায়ক ফলের জন্য বিধি অনুসারে সংকল্প সম্পূর্ণ করা অত্যন্ত আবশ্যক।
  • হনুমান সাঠিকা পাঠ করার সময় মনে রাখবেন, শব্দের উচ্চারণ যেন স্পষ্ট হয়।
  • হনুমান সাঠিকা পাঠ এর জন্য প্রয়োজন স্বচ্ছ মন ও শরীর।
  • হনুমান হনুমান সাঠিকা পাঠ করার সময়, হনুমান জী র প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখুন।

পড়ুন – মঙ্গলবার হনুমানজির পুজার সরল নিয়ম -2023

STASH HOUSE Spiritual Wooden Wall Clock for Living Room & Bedroom OM Wooden Wall Clock for Office, Kids Room, Hall and Home Décor
Spiritual Wooden Wall Clock for Living Room, Office, Kids Room

Marvellous Digital Om Printed Designer Round Wooden Wall Clock Without Glass for Home/Living Room/Bedroom/Kitchen and Office
Om Printed Designer Round Wooden Wall Clock

STRYCO GAYATRI Mantra Wooden Clock | Home and Wall Decor Item | 18x18 INCHES | Gold Edition with English Digits//
GAYATRI Mantra Wooden Clock | Home and Wall

Hanuman Sathika In Bengali PDF FREE Download
Hanuman Sathika In Bengali PDF FREE Download

[FREE Download] Hanuman Sathika In Bengali PDF

আপনাদের সুবিধার্থে, আমরা দিচ্ছি হনুমান সাঠিকা পাঠ (Hanuman Sathika In Bengali PDF)। খুব সহজেই ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

Download PDF Download PDF

Hanuman Sathika Music Video

Video Courtesy – Youtube, Tips

উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন (Hanuman Sathika In Bengali PDF FREE Download)। আপনি যদি নিয়মানুসারে হনুমান সাঠিকা (Hanuman Sathika In Bengali ) পাঠ করেন, তাহলে আপনার জীবন সুখ-সমৃদ্ধি তে পরিপূর্ণ হয়, আপনি দীর্ঘ রোগ ভোগ থেকে মুক্তি পাবেন এবং আপনি শ্রী হনুমান জির আশীর্বাদ লাভ করবেন। আপনি এই নিবন্ধ থেকে উপকৃত হলে, মন্তব্য করে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের উৎসাহ যোগায়।

इसी तरह और भि धार्मिक तथ्य जानने के लिए नीचे क्लिक करें

तथ्यसूत्र – उइकिपिडिया

और पढ़िए

Sharing Is Caring:

Leave a Comment