কালী চালিশা বাংলা pdf (Kali Chalisa Lyrics In Bengali) জয় কালী কলিমলহরণ, মহিমা অগম অপার মহিষমর্দিনী কালিকা, দেহু অভয় অপার ।। প্রতিদিন বাড়িতে কালী পূজার সময় কালী চালিসা পাঠ করলে মা কালী অত্যন্ত প্রসন্ন হন। আজ এই প্রবন্ধে আপনাকে লিখিত কালী চালীসা, কালী চালীসার উপকারিতা, কালী চালিসা PDF দেওয়া হবে। তাহলে চলুন শুরু করা যাক (Kali Chalisa In Bengali) ।
Kali Chalisa Lyrics In Bengali | মা কালী চালীসা
কালী চালিশা লিখিত ।। দোহা ।। জয় কালী কলিমলহরণ, মহিমা অগম অপার মহিষমর্দিনী কালিকা, দেহু অভয় অপার ।। ।। চৌপাই ।। অরি মদ মান মিটাবন হারী। মুন্ডমাল গল সোহত পেয়ারী।। ১ অষ্টভুজী সুখদায়ক মাতা। দুষ্টদলন জগ মেঁ বিখ্যাতা।। ২ ভাল বিশাল মুকুট ছবি ছাজৈ। কর মেঁ শীশ শত্রু কা সাজৈ।। ৩ দূজে হাত লিয়ে মধু পেয়ালা। হাত তিসরে সোহত ভালা।। ৪ চৌথে খপ্পর খড়গ কর পাঁচে। ছঠে ত্রিশুল শত্রু বল জাঁচে।।৫ সপ্তম করদমকত অসি পেয়ারী। শোভা অদ্ভুত মাত তুমাহারী।।৬ অষ্টম কর ভক্তন বরদাতা। জগমনহরণ রূপ য়ে মাতা।। ৭ ভক্তন মেঁ অনুরক্ত ভবানী। নিশদিন রটেঁ ঋষী-মুনি জ্ঞানী।। ৮ মহশক্তি অতি প্রবল পুনীতা। তু হী কালী তু হী সীতা।। ৯ পতিত তারিণী হে জগপালক। কল্যাণী পাপী কুল ঘালক।।১০ শেষ সুরেশ ন পাবত পারা। গৌরী রূপ ধর্য়ো ইক বারা।।১১ তুম সমান দাতা নহিঁ দূজা। বিধিবত করেঁ ভক্তজন পূজা।।১২ রূপ ভয়ংকর জব তুম ধারা। দুষ্টদলন কীন্হেহু সঁহারা।।১৩ নাম অনেকন মাত তুমহারে। ভক্তজনোঁ কে সংকট টারে।।১৪ কলি কে কষ্ট কলেশন হরনী। ভব ভয় মোচন মঙ্গল করনী।।১৫ মহিমা অগম বেদ যশ গাবৈঁ। নারদ শারদ পার ন পাবৈঁ।।১৬ ভূ পর ভার বঢ়য়ৌ জব ভারী। তব তব তুম প্রকটীঁ মহতারী।।১৭ আদি অনাদি অভয় বরদাতা। বিশ্ববিদিত ভব সংকট ত্রাতা।।১৮ কুসময় নাম তুমহারৌ লীন্হা। উসকো সদা অভয় বর দীন্হা।।১৯ ধ্যান ধরেঁ শ্রুতি শেষ সুরেশা। কাল রূপ লখি তুমরো ভেষা।।২০ কলুআ ভৈঁরোঁ সঙ্গ তুমহারে। অরি হিত রূপ ভয়ানক ধারে।।২১ সেবক লাঙ্গুর রহত অগারী। চৌসঠ জোগন আজ্ঞাকারী।।২২ ত্রেতা মেঁ রঘুবর হিত আই। দশকন্ধর কী সৈন নসাই।।২৩ খেলা রণ কা খেল নিরালা। ভরা মাংস-মজ্জা সে পেয়ালা।।২৪ রৌদ্র রূপ লখি দানব ভাগে। কিয়ৌ গবন ভবন নিজ ত্যাগে।।২৫ তব অ্যাসৌ তামস চঢ় আয়ো। স্বজন বিজন কো ভেদ ভুলায়ো।।২৬ য়ে বালক লখি শংকর আয়ে। রাহ রোক চরনন মেঁ ধায়ে।।২৭ তব মুখ জীভ নিকর জো আই। য়হি রূপ প্রচলিত হৈ মাই।।২৮ বাঢ়য়ো মহিষাসুর মদ ভারী। পীরিত কিএ সকল নর-নারী।।২৯ করুণ পুকার সুনী ভক্তন কী। পীর মিটাবন হিত জন-জন কী।।৩০ তব প্রগটী নিজ সৈন সমেতা। নাম পড়া মাঁ মহিষ বিজেতা।।৩১ শুম্ভ নিশুম্ভ হনে ছন মাহীঁ। তুম সম জগ দূসর কোউ নাহীঁ।।৩২ মান মথনহারী খল দল কে। সদা সহায়ক ভক্ত বিকল কে।।৩৩ দীন বিহীন করৈঁ নিত সেবা। পাবৈঁ মনবাঞ্ছিত ফল মেবা।।৩৪ সংকট মেঁ জো সুমিরন করহীঁ। উনকে কষ্ট মাতু তুম হরহীঁ।।৩৫ প্রেম সহিত জো কীরতি গাবৈঁ। ভব বন্ধন সোঁ মুক্তী পাবৈঁ।।৩৬ কালী চালীসা জো পঢ়হীঁ। স্বর্গলোক বিনু বন্ধন চঢ়হীঁ।।৩৭ দয়া দৃষ্টি হেরৌ জগদম্বা। কেহি কারণ মাঁ কিয়ৌ বিলম্বা।।৩৮ করহু মাতু ভক্তন রখবালী। জয়তি জয়তি কালী কংকালী।।৩৯ সেবক দীন অনাথ অনারী। ভক্তিভাব যুতি শরন তুমহারী।।৪০ ।। দোহা ।। প্রেম সহিত জো করে, কালী চালীসা পাঠ। তিনকী পুরন কামনা, হোয় সকল জগ ঠাঠ।।
কালী চালীসা পাঠের নিয়ম । Kali Chalisa Paath Vidhi In Bengali
কালী চালীসা পাঠের পূর্বে নিম্নোক্ত নিয়ম মেনে চললে সুফল পাওয়া যায়।
শুক্রবার মা কালীর পূজা-আরাধনার জন্য সেরা দিন হিসাবে বিবেচিত হয়, আপনি আপনার বাড়িতে সহজ উপায়ে মা কালীর পূজা করতে পারেন। এরপর কালী চালীসা পাঠ করুন।
- মা কালীকে লাল ফুল, বেলপত্র অর্পণ করুন।
- ভোগ নিবেদন করুন।
- ধূপ – দ্বীপ জ্বালান।
- মায়ের সামনে আপনার মনোকামনা প্রার্থনা করুন।
- এবার কালী চালিসা পাঠ করুন।
কালী চালীসা পাঠ করার উপকারিতা । Kali Chalisa Benefits In Bengali
কালী চালিসা পাঠ করলে ব্যক্তির জীবনে অনেক উপকার হয় যা নিম্নরূপ।
- শত্রুরা ধ্বংস হয়।
- সকল দুঃখ নাশ হয়।
- মন থেকে ভয় দূর হয়।
- মা কালী সব সংকট থেকে মুক্তি দেন।
- ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় ঘরে এবং মনে।
- প্রতিটি কাজে সফলতা আসে।
- ক্যারিয়ার এবং ব্যবসা ভালভাবে চলতে থাকে।
- পরিবার থেকে সব ধরনের সমস্যা দূর হয়।
- শরীর সুস্থ থাকে।
- তন্ত্র জাদুবিদ্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে।
- মন থেকে দুশ্চিন্তা দূর হয়।
Kali Chalisa In Bengali PDF [DOWNLOAD]
- পড়ুন – কালী চালীসা বাংলায় PDF – কালী পূজা 2023
- Kali Puja 2023: কালী পূজা ২০২৩ সময়সূচী
- মা কালীর ১০৮ নাম PDF
উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন। শ্রী মা কালী র কৃপায় আপনার সমস্ত মনোকামনা পূরণ হোক। আপনি যদি বিধি অনুযায়ী মা কালীর পূজা আরাধনা করেন, তাহলে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন.
আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন
Read More
- Durga puja 2025 Date and Time – 2025 সালের দূর্গাপূজার সময় সূচি
- Which Rudraksha Is Best In Bengali | জেনে নিন কোন রুদ্রাক্ষ কিনবেন
- জয় গনেশ জয় গনেশ lyrics বাংলা | Jaidev Jaidev Lyrics In Bengali
- Radha Ashtomi 2025 – রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- jai dev jai dev lyrics in english
- Ganesh Chaturthi 2025 Date, Shubh Muhurat, Puja Vidhi In Hindi – 2025 गणेश चतुर्थी कब है
- হনুমান চালিশা বাংলা ভাষায় full pdf
- Krishna Janmashtami 2025 In Bengali | এ বছরের জন্মাষ্টমী কবে
- শিব চালিসা PDF । Shiv chalisa in bengali PDF [ Free Download ]
- 2025 Sawan Somwar Vrat In Hindi। श्रावण सोमवार व्रत कब से शुरू – जानें सारी जानकारी
- 2025 Srabon Somvar Vrat In bengali । শ্রাবণ সোমবার ব্রত কবে থেকে শুরু – জেনে নিন সব তথ্য
- আদ্যা স্তোত্র । Adya Stotram In Bengali PDF [ FREE Download ]