Kali Puja 2023 Amavasya Date And Time – কালী পূজা ২০২৩ সময়সূচী

কালী পূজা ও দীপাবলি কি একই দিনে হয়! Kali Puja 2023 Amavasya Date And Time – শক্তির দেবী হিসেবে মা কালীর পূজা আরাধনা করে থাকেন শাক্ত বাঙালিরা। এই এই বছর কবে কালীপূজা? জেনে নিন কালী পূজার শুভ সময় ও মুহূর্ত।

Kali Puja 2023 Amavasya Date And Time - কালী পূজা ২০২৩ সময়সূচী
Kali Puja 2023 Amavasya Date And Time – কালী পূজা ২০২৩ সময়সূচী

2023 কালীপূজা কবে । Kali Puja 2023 Amavasya Date And Time

এই বছর কালীপূজা ১২ নভেম্বর এবং নিশীথ কালের পূজার শুভ সময় ১২ নভেম্বর রাত ১১:৩৯ মিনিট থেকে রাত ১২:৩০ পর্যন্ত।

অমাবস্যা মুহুর্ত শুরু12 নভেম্বর 2023 রবিবারদুপুর 2:40 মিনিটে
অমাবস্যা মুহুর্ত শেষ13 নভেম্বর 2023সোমবার দুপুর 2:50 মিনিটে

কালী পূজার তাৎপর্য

প্রাচীন যুগ থেকেই ভারতে শক্তি উপাসনা প্রচলিত। পশ্চিমবঙ্গ ছাড়াও ওডিশা এবং অসমেও কার্তিক অমাবস্যায় মা কালীর পুজোর প্রচলন রয়েছে। শ‍্যামা মায়ের পূজা প্রতিটি বাঙ্গালীর কাছে অত্যন্ত জনপ্রিয় উৎসব। প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পড়ে দীপান্বিতা কালীপুজো। এই কালীপুজো বিশেষ অমাবস্যা তিথি মেনে পালিত হয়।

অমাবস্যা তিথি যেদিন মধ্যরাত পর্যন্ত থাকে, সেই দিনেই কালীপুজো করা হয়ে থাকে। এই বছর কালীপুজোর সঙ্গে একই দিনে ১২ নভেম্বর রবিবার পালিত হবে দীপাবলি। এই বছর কালীপুজোর সঙ্গে একই দিনে ১২ নভেম্বর রবিবার পালিত হবে দীপাবলি। এপার বাংলার বাঙালিদের মধ্যে অনেকেই অনেকেই কার্তিক অমাবস্যায় বা দীপান্বিতা অমাবস্যার রাতে দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন। অমাবস্যা তিথিতে পূজিতা এই লক্ষ্মীপুজোকে দীপান্বিতা লক্ষ্মীপুজো বলা হয়ে থাকে।

অমাবস্যার রাতে দেবী লক্ষ্মী পূজার পাশাপাশি, মা কালী পূজারও সমান গুরুত্বপূর্ণ। দেবী কালীর পূজা ও উপাসনার মাধ্যমে ভক্তরা মায়ের আশীর্বাদ লাভ করেন এবং মা তাঁর ভক্তদের সমস্ত ধরনের বিপদ-আপদ থেকে মুক্ত করেন। এদিন কালী চালীসা পাঠ ও কালী অষ্টোত্তর শতনাম জপ করতে পারেন।

দেবী কালীর বিশেষ মন্ত্র

মা কালীর প্রার্থনা মন্ত্র –

‘এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’ 

মা কালীর প্রণাম মন্ত্র –

‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং  হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।’ 

মা কালীর জপ মন্ত্র (১০৮ বার জপ করতে পারেন) –

‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ ‘ 

মা কালীকে পঞ্চফল প্রদানের মন্ত্র –

‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম্ সমর্পয়ামি।’

পুষ্প প্রদানের মন্ত্র –

‘এষ গন্ধপুস্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।’

উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন। শ্রী মা কালী র কৃপায় আপনার সমস্ত মনোকামনা পূরণ হোক। আপনি যদি বিধি অনুযায়ী মা কালীর পূজা আরাধনা করেন, তাহলে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন.

আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন

Read More

Sharing Is Caring:

Leave a Comment