২০২৪ বসন্ত পঞ্চমী: 2024 Vasant Panchami Saraswati Puja – সরস্বতী পূজা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। আজকের এই পোস্টে আপনি জানবেন 2024 সালের সরস্বতী পূজা কবে, সরস্বতী পূজার শুভ সময়, গুরুত্ব, সরস্বতী পূজার উপকরণ সামগ্রী এবং শ্রী পঞ্চমী ব্রতকথা।
2024 Vasant Panchami Saraswati Puja । সরস্বতী পূজা কবে
এই বছর (সরস্বতী পূজা ২০২৪) বসন্ত পঞ্চমী, সরস্বতী পূজা পালিত হবে বুধবার, 14th February 2024 । সরস্বতী পূজার মুহুর্ত – 07:01 am থেকে 12:35 Pm. সময়কাল – 05 ঘন্টা 35 মিনিট। আসুন জেনে নেওয়া যাক কখন পঞ্চমী তিথি শুরু হবে এবং কখন শেষ হবে।
পঞ্চমী তিথি শুরু | 13th February, 2024 | মঙ্গলবার | 02:41 Pm থেকে |
পঞ্চমী তিথি শেষ | 14th February, 2024 | বুধবার | 12:09 Pm পর্যন্ত |
সরস্বতী পূজা মুহূর্ত | 14th February, 2024 | বুধবার | 07:01 Am থেকে 12:35 Pm পর্যন্ত |
বসন্ত পঞ্চমীর কথা
বসন্ত পঞ্চমী অর্থাৎ বসন্ত ঋতুর পঞ্চম দিন, সরস্বতী পূজা বা সরস্বতী জয়ন্তী ভারতের অনেক এলাকায় পালিত হয়। পুরাকালে জীবের সৃষ্টিকর্তা ব্রহ্মা তাঁর সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না। তাই ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণুর উপাসনা করলেন, তখন ভগবান বিষ্ণু তাঁর সামনে হাজির হলেন।
কিন্তু ভগবান বিষ্ণুর কাছে এই সমস্যার কোনো সমাধান ছিল না। তাই ভগবান ব্রহ্মা ও বিষ্ণু একসঙ্গে আদিশক্তি দেবী দুর্গাকে আবাহন করেছিলেন। এই সমস্যা সমাধানের জন্য, দেবী দুর্গা তাঁদের সামনে উপস্থিত হন এবং তাঁর শরীর থেকে দেবী সরস্বতী প্রকট হন। তারপর থেকে, সমস্ত জীব বাণী লাভ করে। এভাবেই দেবী সরস্বতীর জন্ম হয়।
সরস্বতী পূজার গুরুত্ব
বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পূজা করা হয়। হিন্দু ধর্মে সরস্বতী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস অনুসারে, বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। দেবী সরস্বতীকে বিদ্যার দেবী বলে মানা হয়। এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে জ্ঞান ও বুদ্ধি লাভ হয়। মা সরস্বতীকে জ্ঞান, বুদ্ধিমত্তা, শিল্পকলা ও সঙ্গীতের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়।
তাই সঙ্গীত-নৃত্য ইত্যাদি শিল্পকলা দক্ষতার জন্য দেবী সরস্বতীর পূজা করা হয়। এই দিনে মা সরস্বতীর সামনে ছোট বাচ্চাদের হাতে খড়ি হয়। এছাড়াও এই শুভ দিনে বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন ইত্যাদি শুভ কর্ম সম্পাদন করা শুভ বলে মনে করা হয়। সরস্বতী পূজার দিন সরস্বতী চালিসা পাঠ করলে মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন।
সরস্বতী পূজা সামগ্রী
ফর্দমালা - সিদ্ধি, সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চগব্য, পঞ্চপল্লব, যব-তিসিগাছ, পুরোহিত বরণ -১, ঘট-১, দ্বার ঘট-২, কুন্ডহাঁড়ি-১, তেকাঠা-১, দর্পণ-১, তীর কাঠি - ৪, সাদাসূতা, বরণডালা, সশীষ ডাব - ৩, ঘটাচ্ছাদন গামছা, এক সরা আতপচাউল, আসনাঙ্গুরীয় - ২, মধুপর্ক বাটি - ২, মধু, দধি, আবীর-অভ্র, দেবীর শাড়ি, ধুপ - প্রদীপ, বরণডালা-১, লক্ষ্মীর শাড়ি, চাঁদমালা, বিল্বপত্র মালা, শাঁখা-লোহা, রচনা, আম্রমুকুল, কুল, লেখনী-মস্যাধার, নৈবেদ্য, থালা, ঘটি, ভোগের দ্রব্যাদি, পুষ্পাদি, পান, সুপারি, বালি, কাষ্ঠ, খোড়কে, গব্য ঘৃত, হোমের বিল্বপত্র - ২৮, পূর্ণপাত্র ও দক্ষিণা। এছাড়াও বাড়ির পড়ুয়ারা বা সঙ্গীত, নৃত্য-কলার সঙ্গে যুক্ত যারা তাদের বই-খাতা, কলম-পেনসিল, গানের খাতা বই, আঁকার সরঞ্জাম ইত্যাদি মা সরস্বতীর সামনে রাখতে হবে পুজোর সময়ে।
সরস্বতী পূজার নিয়ম
মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে লক্ষ্মী-সরস্বতী, মুস্যাধার(দোয়াত) ও লেখনী পূজা করার পর প্রসাদ গ্রহণ করবেন। পঞ্চমীর আগের দিন হবিষ্যান্ন ভোজন করা আবশ্যক। পর দিন অর্থাৎ পঞ্চমীর দিন স্নান আদি সম্পন্ন করার পর শুদ্ধ বস্ত্র ধারণ করে দেবী পূজার ব্রত করবেন। পূজা অন্তে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করার পর প্রসাদ গ্রহণ করে নিরামিষ আহার করবেন।
সরস্বতী স্তোত্র
শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা । শ্বেতাম্বরা ধরা নিত্যা শ্বেত গন্ধনুলেপনা ।। শ্বেতাক্ষ সূত্র হস্তা চ শ্বেতচন্দন চর্চিতা । শ্বেতবীণা ধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা ।। বন্দিতা সিদ্ধগন্ধর্বৈরর্চিতা সর- দানবৈঃ । পূজিতা মুনিভিঃ সর্বৈঃ ঋষিভিঃ স্ত্তূয়তে সদা ।। স্তোত্রেনানেন ত্বাং দেবীং জগদ্ধাত্রী সরস্বতীম্ । যে স্মরন্তি ত্রিসন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভেন্তি তে ।।
শ্রী পঞ্চমী ব্রতকথা
লোমেশ মুনির শ্রেষ্ঠ নিজ তপোবনে । সশিষ্য ছিলেন বসি আনন্দিত মনে ।। মুনিবর পৌলস্ত আসিয়া সেই স্থানে । সম্ভাষিয়া মুনিবরে কহেন যতনে ।। নানা আলোচনা শেষে লোমশ মুনিরে । পৌলস্ত জিজ্ঞাসা করে অতি ভক্তিভরে ।। কি করিলে নারী, পতি সোহাগিনী হয় । তাহার বৃত্তান্ত ঋষি কহ সমুদয় ।। লোমশ কহিল তবে শুন মতিমান । তাহার বৃত্তান্ত কথা করিব বর্ণন ।। পরম পবিত্র কথা অতি গুহ্য হয় । শ্রবণ করিলে ইহা সর্ব পাপ ক্ষয় ।। একদিন লক্ষ্মী সহ দেব নারায়ণ । মধুর আলাপে মত্ত ছিল দুইজন ।। মলয় পর্বত মাঝে বৃক্ষ সমাকুলে । সুশোভিত ছিল সব ফল আর ফুলে ।। সরোবরে পদ্ম বনে পদ্ম শোভা পায় । ফুলে ফুলে অলিকুল সদা গুঞ্জরয় ।। সহসা নারদ ঋষি আসিয়া সেখানে । ভক্তিভরে প্রণমিল লক্ষ্মী নারায়ণে ।। নারদে দেখিয়া হরি জিজ্ঞাসে তখন । কিবা হেতু ওহে ঋষি তব আগমন ।। নারদ বিনয়ে কহে দেব জনার্দনে । গিয়াছিনু ওহে প্রভু তীর্থ পর্যটনে ।। নানা তীর্থ ভ্রমি শেষে গিয়া মর্তলোকে । দেখি নর-নারী ভোগে দুঃখ আর শোকে ।। মর্তের দুর্দশা হেরি কাঁদে মোর প্রাণ । উপায় তাহার প্রভু করুন বিধান ।। কি কার্য করিলে মর্তবাসী সুখে রবে । কোন ব্রতফলে সব দুঃখ দূরে যাবে ।। বিদ্যা বুদ্ধি নাহি কারো নাহি কোন জ্ঞান । পাপ কর্মে সদা রত সবাই অজ্ঞান ।। লক্ষ্মী সরস্বতী দোঁহে ছেড়েছে সবারে । অন্নের লাগিয়া সবে হাহাকার করে ।। বিদ্যাহীন সবে তারা পাপ কর্মে রত । ধর্ম কর্ম ত্যাজি সবে পাপাচারে রত ।। কি কার্য করিলে প্রভু সবে শান্তি পায় । তাহার উপায় প্রভু বলুন আমায় ।। লক্ষ্মীদেবী বলে শুন ওহে ঋষিবর । মহাপুণ্য ব্রত আছে সংসার ভিতর ।। পূর্বে ইহা করেছিল দেবকন্যাগন । সে ব্রত করিলে শান্তি পাবে নরগন ।। করজোড়ে ঋষিবর জিজ্ঞাসে লক্ষ্মীরে । সে ব্রতের কিবা বিধি বলুন আমারে ।। লক্ষ্মী বলে মন দিয়া শুন তপোধন । ব্রতের বিধান আমি করিব বর্ণন ।। মাঘ মাসে শুক্ল পক্ষে পঞ্চমী তিথিতে । পালন করিবে ব্রত পরম ভক্তিতে ।। লক্ষ্মী আর সরস্বতী করিবে অর্চন । লেখনী ও মস্যাধার করিবে স্থাপন ।। ফল-মূল নৈবেদ্যাদি সাধ্য উপাচারে । যতনে করিবে পূজা বাণী কমলারে ।। ছয় বর্ষ পরে ব্রত হবে উদযাপন । ব্রত ফলে শান্তি পাবে নর-নারীগণ ।। লবণ বিহীন খাদ্য প্রথম বর্ষেতে । দুই বর্ষ হবিষ্যান্ন খাবে বিধিমতে ।। এক বর্ষ ফল-মূল করিবে আহার । এক বর্ষ উপবাস বিধান ইহার ।। শেষ বর্ষে যথারীতি হবে উদযাপন । ইহাতে মনের আশা হইবে পূরণ ।। ব্রত অন্তে ব্রতকথা করিবে শ্রবণ । প্রসাদ লইবে পরে যত ভক্তগণ ।। এ ব্রতের ফলে লক্ষ্মী সদা তুষ্ট রয় । কমলা অচলা রহে তাহার আলয় ।। বিদ্যার্থীর বিদ্যা হয় ধনার্থীর ধন । ধনৈশ্বর্যে পূর্ণ হয় তাহার ভবন ।। স্বামী সোহাগিনী নারী ব্রতফলে হয় । পুত্র-কন্যা পরিজন সদা সুখে রয় ।। অতএব ওহে ঋষি করহ গমন । মর্ত্যধামে গিয়া কর ব্রত প্রচারণ ।। শুনিয়া লক্ষ্মীর বাণী দেবর্ষি তখন । মহানন্দে মর্ত্যধামে করিল গমন ।। মর্ত্যে আসি ঋষিবর ডাকি সর্বজনে । বলিল ব্রতের কথা পরম যতনে ।। এই ব্রত লেখা আছে ভবিষ্য় পুরাণে । সংগ্রহ করিয়া তাহা লিখিনু যতনে ।। দীনহীন শক্তিপদ অতীব অজ্ঞান । কৃপা করি দিও হরি শ্রীচরণে স্থান ।। শ্রীপঞ্চমী ব্রতকথা সমাপ্ত হইল । মনের আনন্দে সবে হরি হরি বল ।।
Saraswati Puja Samagri List In Bengali PDF । সরস্বতী পূজা সামগ্রী PDF [Download]
- আরো পড়ুন – সরস্বতী অষ্টোত্তর শতনাম–Saraswati 108 Names In Bengali PDF
- সরস্বতীর পাঁচালী । Saraswati Panchali In Bengali
- সরস্বতী পূজার পদ্ধতি মন্ত্র সহ । সরস্বতী পূজা 2024
উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন (2024 Vasant Panchami Saraswati Puja)। সরস্বতী দেবীর আরাধনা করলে দেবী সরস্বতীর কৃপায় জ্ঞান লাভ হয় এবং জ্ঞানের আলোয় মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। আপনি এই নিবন্ধ থেকে উপকৃত হলে, একটি মন্তব্য রেখে আমাদের উত্সাহিত করুন.
এরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে
আরো পড়ুন
- সম্পূর্ণ সরস্বতী পূজা পদ্ধতি । Saraswati Puja Paddhati In Bengali PDF
- Saraswati Puja 2025 Date | সরস্বতী পূজা 2025 কবে | সরস্বতী পূজা পদ্ধতি PDF
- Navgrah Chalisa Lyrics In English PDF
- Navgrah Chalisa In Hindi PDF | नवग्रह चालीसा हिन्दी में पढ़ें
- Shukrawar Santoshi Mata Vrat & Katha – माँ संतोषी व्रत और कथा
- Sita Ram Sita Ram Bhajan Lyrics Hindi | सीता राम सीता राम भजन लिरिक्स हिंदी
- रामायण चौपाई | Ramayan Choupai In Hindi
- Hanuman Bhajan Lyrics In Hindi | हनुमान भजन लिरिक्स – बाल समय रवि भक्ष लियो
- Ekmukhi Hanuman Kavacham In Hindi | एकमुखी हनुमान कवच
- नरसिंह चालीसा | Narasimha Chalisa n hindi pdf
- 2024 Narasimha Chaturdashi Kab Hai | नरसिंह जयंती 2024
- 2024 Radha Ashtami Kab Hai | राधा अष्टमी २०२४