Saraswati Puja Paddhati With Mantra In Bengali । সরস্বতী পূজার পদ্ধতি মন্ত্র সহ । সরস্বতী পূজা 2024

সরস্বতী পূজা 2024 (Saraswati Puja Paddhati With Mantra In Bengali ) পুরোহিত ছাড়া ঘরে নিজেই করবেন কিভাবে ? সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র, সরস্বতী পূজা পদ্ধতি, সরস্বতী পুজা সামগ্রী দেওয়া হল আপনার সুবিধার্থে।

Saraswati Puja Paddhati With Mantra In Bengali
Saraswati Puja Paddhati With Mantra In Bengali

সরস্বতী দেবীর ধ্যান । Saraswati Devi Dhyan Mantra In Bengali

ওঁ তরুণসকলমিন্দোবিভ্রতিং শুভ্র কান্তিং।
কুচভরণমিতাঙ্গী সন্নিষণ্ণা সিতাব্জে।।
নিজকরকমলোদ্যল্লেখনী পুস্তক শ্রীঃ।
সকল বিভবসিদ্ধ্যৈ পাতু বাগদেবতা।।

সরস্বতী স্তোত্র । Saraswati Stotra In Bengali

শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোশোভিতা।
শ্বেতাম্বরা ধরা নিত্যা শ্বেত গন্ধনুলেপনা।।
শ্বেতাক্ষ সূত্র হস্তা চ শ্বেতচন্দন চর্চিতা।
শ্বেতবীনা ধরা শুভ্রা শ্বেতলঙ্কার ভূষিতা।।
বন্দিতা সিদ্ধগন্ধর্বৈরর্চৈতা সুর-দানবৈঃ।
পূজিতা মুনিভিঃ সর্বৈঃ ঋষিভিঃ স্তুয়তে সদা।।
স্তোত্রেনানেন ত্বাং দেবী জগদ্ধাত্রী সরস্বতীম্।
যে স্মরন্তি ত্রিসন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভেন্তি তে।।

সরস্বতী প্রণাম মন্ত্র । Saraswati Pranam Mantra In Bengali

সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ।।
সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে।।

সরস্বতী বন্দনা । Saraswati Vandana In Bengali

বন্দিলাম গনপতি বিঘ্ন বিনাশন।
বন্দিলাম লক্ষ্মী সহ দেব নারায়ন।।
বন্দিলাম দূর্গা সহ পঞ্চাননে।
আর বন্দি আদিত্যাদি নবগ্রগণে।।
বন্দিলাম ভক্তিভরে দেবী সরস্বতী।
শ্রীগুরুর শ্রীচরণে করিনু প্রণতি।।
ভক্তিভাবে বন্দিলাম পিতা ও মাতারে।
ব্রাহ্মণ বৈষ্ণব বন্দি অতি ভক্তিভরে।।
প্রণাম করিয়া সর্ব দেব-দেবীগনে।
শ্রীপঞ্চমী ব্রতকথা শক্তিপদ ভণে্।।

সরস্বতী পুজা সামগ্রী । Saraswati Puja List In Bengali

সরস্বতী দেবীর মূর্তি, সাদা কাপড়, ফুল(পলাশ ফুল), আম্রপত্র, বেলপাতা,কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, পাঁচ ধরনের ফল মিষ্টদ্রব্য , ঘট, সুপুরি, পানপাতা, ধুপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত।

সরস্বতী পুজোর পদ্ধতি । Saraswati Puja Paddhati With Mantra In Bengali

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির দিন সকাল বেলা উঠে স্নান সেরে পবিত্র হবার নিয়ম। অনেকে স্নানের জলে নিমপাতা ও তুলসী পাতা দিয়ে থাকেন। এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়া স্নানের আগে মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয়। এতে আমাদের দেহ শুদ্ধি হয়। স্নান করার পর পুজো করার জন্য সাদা বা হলুদ বস্ত্র পরিধান করলে ভালো হয়।

মূর্তি এবং ঘট স্থাপন

প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে শুদ্ধ করে নিতে হবে। একটি শুদ্ধ টুল বা পিড়ে নিয়ে এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার ওপর। এবার দেবী মূর্তিটি এর ওপর স্থাপন করতে হবে।দেবী মূর্তিকে সাদা ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ, এবং চাল গুড়ো দিয়ে আলপনা দিতে হবে।

বই, খাতা, পেন, বা বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে, এবং ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালির দোয়াতগুলি দুধ গঙ্গা জল দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে। এই কালির দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে। এবার ঘটে জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে।তার ওপর পানপত্র রেখে একটি সুপুরি রাখতে হবে। এর ওপর ফুল ও পাঁচটি দূর্বা রাখতে হবে।

পূজারম্ভ

প্রথমে ফুল ও বেলপাতা নিয়ে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করে পূজারম্ভ করতে হবে। তারপর একই ভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পুজো করতে হবে। ডান হাতে ফুল নিয়ে প্রণাম মন্ত্র উচ্চারণ করে দেবীর পায়ে অর্পন করতে হবে। দেবীর বন্দনা মন্ত্র উচ্চারণ করে ফুল অর্পন করুন। একে একে ধুপ ও দীপ ফল, মিষ্টি ও নৈবিদ্য সমস্ত কিছু ফুল দিয়ে দেবীকে নিবেদন করুন।
এবং সব শেষে পুষ্পাঞ্জলি ।

সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র । Saraswati Pushpanjali Mantra In Bengali

(১) যা কুন্দেন্দু তুষারহার ধবলা যা শ্বেত পদ্মাসনা।
যা বীনা বরদন্ড মণ্ডিত ভুজা যা শুভ্রাবস্ত্রাবৃতা।।
যা ব্রম্মাচ্যুতশঙ্কর প্রভৃতিভির্দৈবৈ সদা বন্দিতা।
সা মাং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ জাড্যাপহা।।
সা মে বসতু জিহ্বায়াং বীনাপুস্তক ধারিনী।
মুরারী বল্লভাং দেবীং সর্বশুক্লা সরস্বতী।।
সরস্বতী মহাভাবে বিদ্যে কমল লোচনে।
বিদ্যারুপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে।।

(২) জয় জয় দেবী। চরাচর সারে।।
কুচযুগ শোভিত মুক্তাহারে।।
বীনা পুস্তক রঞ্জিত হস্তে।
ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে ।।

উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন । সরস্বতী দেবীর আরাধনা করলে দেবী সরস্বতীর কৃপায় জ্ঞান লাভ হয় এবং জ্ঞানের আলোয় মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। আপনি এই নিবন্ধ থেকে উপকৃত হলে, একটি মন্তব্য রেখে আমাদের উত্সাহিত করুন.

এরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে

আরো পড়ুন

Sharing Is Caring:

Leave a Comment