সম্পূর্ণ হনুমান চালিশা – Hanuman Chalisa in Bengali PDF with Meaning – অর্থ সহ সম্পূর্ণ হনুমান চালিসার লিরিক্স জানুন। এখানে আপনি হনুমান চালিসা পাঠ করার পাশাপাশি হনুমান চালিসার অর্থ জানতে পারবেন।
হনুমান চালিসা পাঠ করার সময় তার অর্থ বুঝে পাঠ করলে খুব তাড়াতাড়ি সুফল পাওয়া যায়। তাই হনুমান চালিসা পাঠ করার সময় অর্থ বুঝে পাঠ করুন। আজ আপনাদের উদ্দেশ্যে রইল সম্পূর্ণ হনুমান চালিসা (Hanuman Chalisa in Bengali ) এবং হনুমান চালিসার অর্থ (Hanuman Chalisa Meaning in Bengali)।
Hanuman Chalisa in Bengali PDF With Meaning| Easy Download-1 Page (Key Highlights)
Post | Hanuman Chalisa in Bengali PDF With Meaning: Easy Download-1 Page |
Language | Bengali |
Who Wrote Hanuman Chalisa | Shree Goswami Tulsi Das |
Dohe | 3 |
Choupai | 40 |
Hanuman Chalisa Lyrics in Bengali PDF | FREE Download |
তাহলে চলুন ভক্তি ভরে হনুমান চালিসা (Hanuman Chalisa in Bengali) পাঠ শুরু করা যাক।
Hanuman Chalisa in Bengali| সম্পূর্ণ হনুমান চালিসা
হনুমান চালিশা ||দোহা || শ্রী গুরু চরণ সরোজ রজ, নিজ মন মুকুর সুধারি | বরণৌ রঘুবর বিমল য়শু, জো দায়ক ফল চারি || বুদ্ধিহীন তনু জানিকে, সুমিরৌ পবন কুমার | বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি, হরহু কলেশ বিকার || ||চৌপাঈ || জয় হনুমান জ্ঞান গুণ সাগর | জয় কপীশ তিহু লোক উজাগর ||1|| রাম দূত অতুলিত বলধামা | অঞ্জনী পুত্র পবনসুত নামা ||2|| মহাবীর বিক্রম বজরঙ্গী | কুমতি নিবার সুমতি কে সঙ্গী ||3|| কঞ্চন বরণ বিরাজ সুবেশা | কানন কুন্ডল কুঞ্চিত কেশা ||4|| হাথ বজ্র অরু ধ্বজা বিরাজে । কান্ধে মূঞ্জ জনেউ সাজে ||5|| শঙ্কর সুবন কেসরী নন্দন | তেজ প্রতাপ মহা জগবন্দন ||6|| বিদ্যাবান গুণী অতি চাতুর | রাম কাজ করিবে কো আতুর ||7|| প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া | রামলখন সীতা মন বসিয়া ||8|| সূক্ষ্ম রূপধরি সিযহি দিখাবা | বিকট রূপধরি লঙ্ক জরাবা ||9|| ভীম রূপ ধরি অসুর সংহারে | রামচন্দ্র কে কাজ সঁবারে ||10|| লাযে সঞ্জীবন লখন জিয়ায়ে | শ্রী রঘুবীর হরষি উর লায়ে ||11|| রঘুপতি কিন্হি বহুত বডাই | তুম মম প্রিয ভরত হি সম ভাই ||12|| সহস্র বদন তুম্হরো যশগাবৈ | অস কহি শ্রীপতি কন্ঠ লগাবৈ ||13|| সনকাদিক ব্রহ্মাদি মুনীশা | নারদ সারদ সহিত অহীশা ||14|| যম কুবের দিগপাল জহাং তে | কবি কোবিদ কহি সকে কহা তে ||15|| তুম উপকার সুগ্রীবহি কীন্হা | রাম মিলায রাজপদ দীন্হা ||16|| তুম্হরো মন্ত্র বিভীষণ মানা | লঙ্কেশ্বর ভযে সব জগ জানা ||17|| যুগ সহস্র যোজন পর ভানূ | লীল্যো তাহি মধুর ফল জানূ ||18|| প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী | জলধি লাংঘি গযে অচরজ নাহী ||19|| দুর্গম কাজ জগত কে জেতে | সুগম অনুগ্রহ তুম্হরে তেতে ||20|| রাম দুআরে তুম রখবারে | হোত ন আজ্ঞা বিনু পৈসারে ||21|| সব সুখ লহৈ তুম্হারী শরণা | তুম রক্ষক কাহূ কো ডর না ||22|| আপন তেজ সম্হারো আপৈ | তীনো লোক হাঁক তে কাপৈ ||23|| ভূত পিশাচ নিকট নহি আবৈ | মহবীর জব নাম সুনাবৈ ||24|| নাসৈ রোগ হরে সব পীরা | জপত নিরন্তর হনুমত বীরা ||25|| সঙ্কট তৈ হনুমান ছুডাবৈ | মন ক্রম বচন ধ্যান জো লাবৈ ||26|| সব পর রাম তপস্বী রাজা | তিনকে কাজ সকল তুম সাজা ||27|| ঔর মনোরথ জো কোই লাবৈ | সৌই অমিত জীবন ফল পাবৈ ||28|| চারো যুগ প্রতাপ তুম্হারা | হৈ প্রসিদ্ধ জগত উজিয়ারা ||29|| সাধু সন্ত কে তুম রখবারে | অসুর নিকন্দন রাম দুলারে ||30|| অষ্ট সিদ্ধি নৌ নিধি কে দাতা | অস বর দীন জানকী মাতা ||31|| রাম রসায়ন তুম্হারে পাসা | সদা রহো রঘুপতি কে দাসা ||32|| তুম্হরে ভজন রামকো পাবৈ | জনম জনম কে দুখ বিসরাবৈ ||33|| অন্ত কাল রঘুবর পুর জাই | জহা জন্ম হরিভক্ত কহাই ||34|| ঔর দেবতা চিত্ত ন ধরই | হনুমত সেই সর্ব সুখ করই ||35|| সঙ্কট কটৈ মিটৈ সব পীরা | জো সুমিরৈ হনুমত বলবীরা ||36|| জৈ জৈ জৈ হনুমান গোসাই | কৃপা করহু গুরুদেব কী নাই ||37|| জো শত বার পাঠ কর কোই | ছূটহি বন্দি মহা সুখ হোই ||38|| জো ইহ পডৈ হনুমান চালীসা | হোয় সিদ্ধি সাখী গৌরীশা ||39|| তুলসীদাস সদা হরি চেরা | কীজৈ নাথ হৃদয় মহ ডেরা ||40|| ||দোহা|| পবন তনয় সঙ্কট হরণ, মঙ্গল মূরতি রূপ্ । রাম লখন সীতা সহিত, হৃদয় বসহু সুর ভূপ্ ॥
Hanuman Chalisa Meaning in Bengali | অর্থ সহ সম্পূর্ণ হনুমান চালিসা
||দোহা|| শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি | বরণৌ রঘুবর বিমলযশ জো দাযক ফলচারি || বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার | বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার্ || বাংলা অনুবাদ : শ্রী গুরু চরণ রূপ কমলের পরাগের দ্বারা নিজের মন রূপ দর্পণ পরিষ্কার করে রঘুবর শ্রীরামচন্দ্রের বিমল বর্ণনা করতে প্রবৃত্তি হচ্ছে। শ্রী রামের এই কীর্তিগাথা ( ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ ) চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে। কিন্তু আমি যে নিতান্ত নির্বোধ তা বুঝে পবন নন্দন হনুমান কে স্মরণ করছি। প্রভু আপনি কৃপা করে আমার সেই ক্ষমতা বুদ্ধি এবং বিদ্যা দান করুন, আমার সর্বপ্রকার ক্লেশ এবং তজ্জনিত বিকার সমূহ হরণ করুন।
||চৌপাঈ|| জয় হনুমান জ্ঞান গুণ সাগর | জয় কপীশ তিহু লোক উজাগর |1| বাংলা অনুবাদ : হে হনুমান, হে কবিশ্রেষ্ঠ, আপনার জয় হোক। জ্ঞান ও গুণের সাগর স্বরূপ আপনি।ত্রিভুবনে প্রসিদ্ধ আপনার নাম।
রামদূত অতুলিত বলধামা | অঞ্জনী পুত্র পবনসুত নামা |2| বাংলা অনুবাদ : আপনি শ্রী রামের দূত।অতুলনীয় আপনার বল ও তেজ। অঞ্জনার পুত্র আপনি, পবন নন্দন নামেও আপনি পরিচিত।
মহাবীর বিক্রম বজরঙ্গী | কুমতি নিবার সুমতি কে সঙ্গী |3| বাংলা অনুবাদ : আপনি মহাবীর, মহাবিক্রমশালী, বজরংবলী। আপনি কুমতির নিবারণকর্তা এবং শুভ বুদ্ধির সঙ্গী।
কঞ্চন বরণ বিরাজ সুবেশা | কানন কুন্ডল কুঞ্চিত কেশা |4| বাংলা অনুবাদ : স্বর্নবর্ণ দেহে শোভন বেশে কর্ণে কুন্ডল এবং কুঞ্ছিত কেশের দর্শনীয় আপনার রুপ।
হাথ বজ্র অরু ধ্বজা বিরাজে । কান্ধে মূঞ্জ জনেউ সাজে|5| বাংলা অনুবাদ : আপনার হাতে বজ্র এবং ধ্বজা বিরাজিত, স্কন্ধে মুঞ্জাতৃণ নির্মিত উপবীত শোভমান।
শঙ্কর সুবন কেসরী নন্দন | তেজ প্রতাপ মহা জগবন্দন |6| বাংলা অনুবাদ : মহাদেবের অংশে জাত আপনি, বানর শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা। তেজস্ক্রিয়তা এবং প্রতাপে আপনি সর্ব জগতে পূজনীয়।
বিদ্যাবান গুণী অতি চাতুর | রাম কাজ করিবে কো আতুর |7| বাংলা অনুবাদ : বিদ্যা ও গুনে ভূষিত আপনি উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ ও চতুর শ্রী রামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর।
প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া | রামলখন সীতা মন বসিয়া |8| বাংলা অনুবাদ : প্রভু শ্রী রামচন্দ্রের চরিত কথার রসগ্রাহী শ্রোতা আপনি আপনার হৃদয়ের শ্রী রাম,লক্ষণ ও সীতার বসতি।
সূক্ষ্ম রূপধরি সিয়হি দিখাবা | বিকট রূপধরি লঙ্ক জরাবা |9| বাংলা অনুবাদ : সীতাদেবীর কাছে আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে দেখা দিয়েছিলেন। লঙ্কা দহন এর সময় বিকট আকার ধারণ করেছিলেন।
ভীম রূপ ধরি অসুর সংহারে | রামচন্দ্র কে কাজ সঁবারে |10| বাংলা অনুবাদ : রাক্ষস দের সংহারকালে আপনার রুপ অতি ভয়ংকর। এইভাবে শ্রীরামচন্দ্রের কাজের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন।
লায়ে সঞ্জীবন লখন জিয়ায়ে | শ্রী রঘুবীর হরষি উর লায়ে |11| বাংলা অনুবাদ : মৃতসঞ্জীবনী ঔষধি নিয়ে এসে আপনি শ্রী লক্ষণকে পুনর্জীবিত করেন। আনন্দচিত্তে শ্রীরাম আপনাকে বুকে জড়িয়ে ধরেন।
রঘুপতি কিন্হি বহুত বডাই | তুম মম প্রিয ভরত হি সম ভাই |12| বাংলা অনুবাদ : রঘুপতি আপনার অশেষ প্রশংসা করেন এবং আপনাকে তার ভরতের সমান ভাই বলেন।
সহস বদন তুম্হরো যশগাবৈ | অস কহি শ্রীপতি কন্ঠ লগাবৈ |13| বংলা অনুবাদ : আমি সহস্র বদনে তোমার যশ কীর্তন করি এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করেন।
সনকাদিক ব্রহ্মাদি মুনীশা | নারদ শারদ সহিত অহীশা |14| বাংলা অনুবাদ : ব্রহ্মাদি দেবশ্রেষ্টগণ স্বয়ং দেবী সরস্বতী সনকাদীক মুনি চতুষ্টয় অনন্তনাগ নারদ সহ অন্যান্য ঋষি বৃন্দ আপনার যশ কৃত্তন করেন।
যম কুবের দিগপাল জহাং তে | কবি কোবিদ কহি সকে কহাং তে |15| বাংলা অনুবাদ : যমরাজ কুবের আদি দিশার রক্ষক, বিদ্যমান পন্ডিত আপনার যশ এর বর্ণনা করতে পারেনা।
তুম উপকার সুগ্রীবহি কীন্হা | রাম মিলায রাজপদ দীন্হা |16| বাংলা অনুবাদ : আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপদে পুনঃপ্রতিষ্ঠা করে তার পরম উপকার সাধন করেছিলেন।
তুম্হরো মন্ত্র বিভীষণ মানা | লঙ্কেশ্বর ভযে সব জগ জানা |17| বাংলা অনুবাদ : বিভীষন আপনার পরামর্শ মেনে ছিলেন এবং তার পরিনামে তিনি লাঙ্কার অধীশ্বর হয়েছিলেন একথা জগতের সকলেই জানে।
যুগ সহস্র যোজন পর ভানূ | লীল্যো তাহি মধুর ফল জানূ |18| বাংলা অনুবাদ : এক যুগ সহস্র যোজন দূরে অবস্থিত যে সুর্যদেব তাকে আপনি মিষ্ট ফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন।
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী | জলধি লাংঘি গযে অচরজ নাহী |19| বাংলা অনুবাদ : আপনি শ্রীরামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর লঙঘন করে পরাপারে গেছিলেন – এতে আশ্চর্যের কিছু নেই।
দুর্গম কাজ জগত কে জেতে | সুগম অনুগ্রহ তুম্হরে তেতে |20| বাংলা অনুবাদ : জগতে যত দুষ্কর কাজ রয়েছে সবই আপনার কৃপায় সহজসাধ্য হয়ে ওঠে।
রাম দুআরে তুম রখবারে | হোত ন আজ্ঞা বিনু পৈসারে |21| বাংলা অনুবাদ : শ্রী রামের দ্বারে আপনি রক্ষক। আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না। অর্থাৎ আপনার কৃপা ব্যতিত ভগবান রামের প্রতি ভক্তি লাভ হয় না।
সব সুখ লহৈ তুম্হারী শরণা | তুম রক্ষক কাহূ কো ডর না |22| বাংলা অনুবাদ : যে আপনার শরণ নেয় সে স্বর্গ সুখ লাভ করে। আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকে তার আর ভয় থাকে না।
আপন তেজ সম্হারো আপৈ | তীনো লোক হাঁক তে কাপৈ |23| বাংলা অনুবাদ : আপনার তেজ একমাত্র আপনি সম্বরন করতে পারেন। আপনার হুংকারে ত্রিভুবন কম্পিত হয়।
ভূত পিশাচ নিকট নহি আবৈ | মহবীর জব নাম সুনাবৈ |24| বাংলা অনুবাদ : মহাবীর হনুমান এর নাম যেখানে উচ্চারিত হয় ভূত পিশাচ সে স্থানের নিকট আসতে পারে না।
নাসৈ রোগ হরে সব পীরা | জপত নিরন্তর হনুমত বীরা |25| বাংলা অনুবাদ : নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়।
সঙ্কট তৈ হনুমান ছুডাবৈ | মন ক্রম বচন ধ্যান জো লাবৈ |26| বাংলা অনুবাদ : সংকটে পতিত হলে শ্রী হনুমান এর নাম কীর্তন,মনে তাকে স্মরণ এবং ক্রমশ তাকে ধ্যান করলে সেই সংকট থেকে তাকে তিনি মুক্ত করেন।
সব পর রাম তপস্বী রাজা | তিনকে কাজ সকল তুম সাজা |27| বাংলা অনুবাদ : তপস্বী শ্রীরাম জগতের সকলের প্রভু। সেই মহা মহীমাশালীর সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব পালন আপনার পক্ষে সম্ভব হয়েছিল।
ঔর মনোরথ জো কোই লাবৈ | সৌই অমিত জীবন ফল পাবৈ |28| বাংলা অনুবাদ : অন্য যে কোন মনোবাসনা নিয়ে যে আপনার দারস্ত হয়। সেই অনন্ত জীবনের জন্য সেই সব ফললাভ করে।
চারো যুগ পরিতাপ তুম্হারা | হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা |29| বাংলা অনুবাদ : সর্বজগতেই একথা প্রসিদ্ধ আছে যে চার যুগেই আপনার প্রতাপ সমুজ্জল ভাবে বর্তমান।
সাধু সন্ত কে তুম রখবারে | অসুর নিকন্দন রাম দুলারে |30| বাংলা অনুবাদ : অসাধু সজ্জনগনের আপনি রক্ষাকর্তা, অসুরদের বিনাশকারী এবং শ্রীরামচন্দ্রের একান্ত প্রিয়পাত্র।
অষ্টসিদ্ধি নৌ নিধি কে দাতা | অস বর দীন জানকী মাতা |31| বাংলা অনুবাদ : মাতা জনকীদেবী আপনাকে এরুপ বর দিয়েছিলেন যে, আপনি ইচ্ছা করলেই অষ্ট সিদ্ধি এবং নয় প্রকারম সম্পদ দান করতে পারেন।
রাম রসায়ন তুম্হারে পাসা | সাদ রহো রঘুপতি কে দাসা |32| বাংলা অনুবাদ : শ্রী রামের প্রতি প্রেমভক্তি আপনার ভান্ডারে বিদ্যমান। হে রঘুপতি দাস মহাবীর হনুমান আপনি সর্বদা আমার নিকট থাকুন।
তুম্হরে ভজন রামকো পাবৈ | জনম জনম কে দুখ বিসরাবৈ |33| বাংলা অনুবাদ : আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রী রামের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং শ্রী রামের প্রতি সম্পাদন করে। জন্ম-জন্মান্তরের সঞ্চিত দুঃখ ভুলিয়ে দেয়।
অন্ত কাল রঘুবর পুর জাই | জহা জন্ম হরিভক্ত কহাই |34| বাংলা অনুবাদ : যেখানেই সেই ভোজনকারী জন্ম হোক না কেন তা ভগবদ্ভক্ত রূপেই তার পরিচিত হয় এবং এতে তিনি শ্রী রামের নিত্য ধামে গমন করেন।
ঔর দেবতা চিত্ত ন ধরই | হনুমত সেই সর্ব সুখ করই |35| বাংলা অনুবাদ : অপর কোন দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল হনুমানের সেবা করলে সর্ব ফললাভ হতে পারে।
সঙ্কট কটৈ মিটৈ সব পীরা | জো সুমিরৈ হনুমত বলবীরা|36| বাংলা অনুবাদ : যিনি মহাবলীবীর্যসমন্বিত শ্রী হনুমান কে স্মরণ করেন তার সকল সংক্রমিত হয় সর্ব রোগ নিরাময় হয়।
জৈ জৈ জৈ হনুমান গোসাই | কৃপা করহু গুরুদেব কী নাই|37| বাংলা অনুবাদ : হে প্রভু হনুমানজি, আপনার জয় হোক, জয় হোক, জয় হোক। গুরুদেব যেমন তার শীষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকেন সেই রকম আপনিও আমাকে কৃপা করুন।
জো শত বার পাঠ কর কোই | ছূটহি বন্দি মহা সুখ হোই |38| বাংলা অনুবাদ : এই হনুমান চালিশা যে শত বার পাঠ করবে তার বন্ধনমুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে।
জো ইহ পডৈ হনুমান চালীসা | হোয় সিদ্ধি সাখী গৌরীশা|39| বাংলা অনুবাদ : যে কেউ এই হনুমান চালিশা পাঠ করবে তার সিদ্ধিলাভ হবে। এ বিষয়ে স্বয়ং মহাদেব প্রমাণ।
তুলসীদাস সদা হরি চেরা | কীজৈ নাথ হৃদয মহ ডেরা |40| বাংলা অনুবাদ : তুলসীদাস সদাসর্বদাই শ্রী হরির সেবক,দাসানুদাস।হে প্রভু আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন অর্থাৎ তার হৃদয়ে নিত্য বাস করুন।
||দোহা|| পবন তনয় সংকট হরণ – মঙ্গল মূরতি রূপ্ | রাম লখন সীতা সহিত – হৃদয় বসহু সুরভূপ্ || বাংলা অনুবাদ : শ্রী রাম লক্ষণ এবং সীতাদেবী সহ সংকটমোচন, মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ শ্রীপবননন্দন আমার হৃদয় বসতি করুন।
FREE Download Hanuman Chalisa Lyrics In Other Languages
You can see the Hanuman Chalisa lyrics FREE downloadable PDF in these other languages
উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। আমি হনুমান জির কাছে প্রার্থনা করি যে আপনার জীবনের সমস্ত সমস্যা যাতে দুর হয়ে যায়। আমার পোস্ট অনুসারে, আপনি যদি পদ্ধতিগতভাবে হনুমান চালিসা পাঠ করেন, তাহলে আপনার জীবনের সমস্ত কষ্ট অতি শিঘ্রই দূর হবে, আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং আপনি শ্রী হনুমান জির আশীর্বাদ লাভ করতে পারবেন। এই পোস্ট থেকে আপনি উপকৃত হলে, অবশ্যই আমাদের জানাবেন মেইল বা কমেন্টের মাধ্যমে। কারণ আপনার মন্তব্য আমাদের উৎসাহিত করবে এরমই আরো ধার্মিক তথ্য সন্ধানে।
এইরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে
तथ्यसूत्र – उइकिपिडिया
और पढ़िए
- সম্পূর্ণ সরস্বতী পূজা পদ্ধতি । Saraswati Puja Paddhati In Bengali PDF
- Saraswati Puja 2025 Date | সরস্বতী পূজা 2025 কবে | সরস্বতী পূজা পদ্ধতি PDF
- Navgrah Chalisa Lyrics In English PDF
- Navgrah Chalisa In Hindi PDF | नवग्रह चालीसा हिन्दी में पढ़ें
- Shukrawar Santoshi Mata Vrat & Katha – माँ संतोषी व्रत और कथा
- Sita Ram Sita Ram Bhajan Lyrics Hindi | सीता राम सीता राम भजन लिरिक्स हिंदी
- रामायण चौपाई | Ramayan Choupai In Hindi
- Hanuman Bhajan Lyrics In Hindi | हनुमान भजन लिरिक्स – बाल समय रवि भक्ष लियो
- Ekmukhi Hanuman Kavacham In Hindi | एकमुखी हनुमान कवच
- नरसिंह चालीसा | Narasimha Chalisa n hindi pdf
- 2024 Narasimha Chaturdashi Kab Hai | नरसिंह जयंती 2024
- 2024 Radha Ashtami Kab Hai | राधा अष्टमी २०२४
- Navratri 2024 Date And Time In Hindi | २०२४ नवरात्रि पूजा की तारीख और शुभ मुहूर्त
- Mahalaya 2024 Date and Time | 2024 মহালয়া কবে
- Krishna Janmashtami 2024 In English