Bhai Phota 2023 Date In West Bengal । ভাই ফোঁটা কত তারিখ 2023

Bhai Phota 2023 Date In West Bengal – 2023 সালের ভাইফোঁটা কবে? শুভমুহূর্ত কখন আর থাকছে কতক্ষন! ভাতৃ দ্বিতীয়া (Bhai Dooj 2023) এই বিশেষ দিনে বোনেরা তার ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার প্রচলন রয়েছে। ভাইদের শুভ কামনার্থে বোনেরা তাদের সাধ্যমত নানা আয়োজন করে থাকে।

Bhai Phota 2023 Date In West Bengal
Bhai Phota 2023 Date In West Bengal

ভাতৃদ্বিতীয়ায় প্রচলিত বাংলা প্রবচন

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যমের দুয়ারে পড়ল কাঁটা
যমুনা দেন যমকে ফোঁটা
আমি দিই আমার ভাইকে ফোঁটা
যম যেমন হন চিরজীবী
আমার ভাই যেন হয় তেমন চিরজীবী

ভাই ফোঁটা কি?

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে (কালীপুজোর দুই দিন পরে) ভাইফোঁটা উৎসব পালন করা হয়। ভাইদের মঙ্গল কামনায় বোনেরা এই বিশেষ দিনটিতে ভাইয়ের কপালে দই, চন্দনের ফোঁটা দিয়ে, ধান দূর্বা মাথায় দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু, সাফল্য ও সুস্থ জীবনের প্রার্থনা করে থাকে এবং ভাইয়েরাও তাদের বোনকে রক্ষা করার প্রতিশ্রুতির সঙ্গে নানা উপহার দিয়ে থাকে। এই উৎসবের নাম ভাই দুজ বা ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা।

2023 সালের ভাইফোঁটা কবে – Bhai Phota 2023 Date In West Bengal

এবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু ১৪ নভেম্বর দুপুর ২টো বেজে ৩৬ মিনিট এবং শেষ ১৫ নভেম্বর বেলা ১টা ৫৬ মিনিটে।

২০২৩ সালের ভাতৃদ্বিতীয়ার তারিখ হলো

১৫ নভেম্বর (২৮ কার্তিক) – বুধবার

ভাইফোঁটার শুভ সময় (বেণীমাধব শীল এর পঞ্জিকা অনুযায়ী)

দিবা ১|৫৬ মধ্যে ভ্রাতৃদ্বিতীয়কৃত্য (ভাইফোঁটা)

ভাই ফোঁটা কেন পালন করা হয়ে থাকে?

কথিত আছে, কার্তিক শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে যমরাজ বোন যমুনার নিমন্ত্রনে তাঁর দুয়ারে পৌঁছন। এতদিন পর ভাই যমুনার বাড়িতে আসায় যমুনা খুবই আদর আপ্যায়ন করেন এবং ভাই যমরাজকে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করেন। যমুনাকে আশীর্বাদস্বরূপ যম বলেন যে, এই তিথিতে যে ভাই তার বোনের বাড়ি গিয়ে তাঁর আশীর্বাদ, মঙ্গল কামনা স্বীকার করবে ও তাঁর হাতে তৈরি খাবার গ্রহণ করবে, তাঁর ভাগ্যে অকালমৃত্যুর ভয় থাকবে না। তারপর থেকে কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসব পালন করা হয় এবং এই তিথিটি যম দ্বিতীয়া, ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাই ফোঁটা নামে পরিচিত হয়।

আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন

Read More

Sharing Is Caring:

Leave a Comment