Krishna Chalisa Lyrics In Bengali | শ্রী কৃষ্ণ চালীসা PDF [FREE Download]

শ্রী কৃষ্ণ চালীসা (Krishna Chalisa Lyrics In Bengali) নিয়মিত পাঠ করলে ভগবান শ্রী কৃষ্ণের অসীম কৃপা লাভ করেন। শ্রী কৃষ্ণ চালিসা আপনি যদি ডাউনলোড করতে চান তবে নীচে [FREE Download] বোতামে ক্লিক করে আপনি শ্রী কৃষ্ণ চালিসা PDF পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক শ্রী কৃষ্ণ চালীসার পাঠ।

Krishna Chalisa Lyrics In Bengali
Krishna Chalisa Lyrics In Bengali

Krishna Chalisa Lyrics In Bengali – Doha

।। দোহা ।।

বংশী শোভিত কর মধুর, নীল জলদ তন শ্যাম। 
অরুণ অধর জনু বিম্বফল, নয়নকমল অভিরাম॥

পূর্ণ ইন্দ্র, অরবিন্দ মুখ, পীতাম্বর শুভ সাজ। 
জয় মনমোহন মদন ছবি, কৃষ্ণচন্দ্র মহারাজ॥

Krishna Chalisa Lyrics In Bengali – Choupai

।। চৌপাই ।।

জয় যদু নন্দন জয় জগ বন্দন, জয় বাসুদেব দেবকী নন্দন ।।

জয় যশোদা সূত নন্দ দুলারে, জয় প্রভু ভক্তন কে দ্রাগ তারে ।।

জয় নট-নাগর, নাগ নাথাইয়া,  কৃষ্ণ কানহাইয়া ধেনু চরাইয়া ।।

পুনি নখ পর প্রভু গিরিবর ধারো, আও দিনন কষ্ট নিবারো ।।

বংশী মধুর অধর ধরি টেরৌ, হোবে পূর্ণ বিনয় ইহ মেরৌ।। 

আও হরি পুনি মাখন চাখো, আজ লাজ ভারত কি রাখো ।। 

গোল কপোল, চিবুক অরুণারে, মৃদু মুস্কান মোহিনী ডারে ।। 

রাজিত রাজিব নয়ন বিশালা, মোর মুকুট বৈজন্তীমালা ।। 

কুন্ডল শ্রবণ, পিত পট আছে, কটি কিঙ্কিণী কাছনী  কাছে ।। 

নীল জলজ সুন্দর তনু সোহে, ছবি লখি, সুর নর মুনীমন মোহে ।। 

মস্তক তিলক, অলক ঘুঙ্ঘরালে, আও কৃষ্ণ বাঁশুরি বালে ।।  

করি পয় পান, পুতনহি তারয়ো, অকা বকা কাগাসুর মারয়ো ।।  

মধুবন জলত অগিন জব জ্বালা, ভৈ শীতল লখতহিং নন্দলালা ।।  

সুরপতি জব ব্রজ চঢ়্য়ো রিসাই, মূসর ধার বারি বর্ষাই ।। 
 
লগত লগত ব্রজ চহন বহায়ো, গোবর্ধন নখ ধারি বচাও ।।  

লখি যসুদা মন ভ্রম অধিকাই, মুখ মঁহ চৌদহ ভুবন দিখাই ।।   

দুষ্ট কংস অতি উধম মচাও, কোটি কমল জব ফুল মঙ্গাও ।।

নাথি কালিয়হিঁ তব তুম লীন্হেঁ, চরণ চিন্হ দৈ নির্ভয় কিনহেঁ ।।
  
করি গোপিন সংগ রাস বিলাসা, সবকি পূরণ করি অভিলাষা ।।

কেতিক মহা অসুর সংহারয়ো, কঁসোহি কেস পকড়ি দৈ মারয়ো ।। 

মাত-পিতা কি বন্দি ছুড়াই, উগ্রসেন কহঁ রাজ দিলাই ।।

মহি সে মৃতক ছহোঁ সূত লায়ো, মাতু দেবকি শোক মিটায়ো ।।

ভৌমাসুর মুর দৈত্য সংহারী,  লায়ে ষট দশ সহসকুমারী ।। 

 দৈ ভীমহিঁ তৃণ চীর সহারা, জরাসিন্ধু রাক্ষস কহঁ মারা ।।

অসুর বকাসুর আদিক মারয়ো, ভক্তন কে তব কষ্ট নিবারয়ো।।

 দীন সুদামা কে দুখ টারয়ো, তন্দুল তিন মূন্ঠঁ মুখ ডারয়ো ।।

প্রেম কে সাগ বিদূর ঘর মাঙ্গে, দুর্যোধন কে মেবা ত্যাগে ।।

লখি প্রেম কি মহিমা ভারী, অ্যায়সে শ্যাম দীন হিতকারী ।।

ভারত কে পারথ রথ হাঁকে, লিয়ে চক্র কর নেহিঁ বল থাকে ।।

নিজ গীতা কে জ্ঞান সুনায়ে, ভক্তন হৃদয় সুধা বর্ষায়ে ।।

মীরা থী অ্যাইসি মতবালী, বিষ পি গই বাজাকর তালী ।।

রানা ভেজা সাঁপ পিটারী, শালিগ্রাম বনে বনবারি ।।

নিজ মায়া তুম বিধিহিং দিখাও, উর তে সংশয়  সকল মিটাও ।।

তব শত নিন্দা করি তত্কালা, জীবন মুক্ত ভয়ো শিশুপালা ।।

জবহিং দ্রৌপদী টের লগাই, দীনানাথ লাজ আব জাই ।।

তুরতহি বসন বনে নন্দলালা, বঢ়ে চীর ভৈ অরি মুঁহ কালা ।।

অস অনাথ কে নাথ কানাহাইয়া, ডুবত ভঁবর বচাবই নইয়া ।।

"সুন্দরদাস" আস উর ধারী, দয়া দৃষ্টি কিজৈ বনবারী ।।

নাথ সকল মম কুমতি নিবারো, ক্ষমহু বেগি অপরাধ হামারো ।।

খোলো পট অব দর্শন দিজৈ, বোলো কৃষ্ণ কানাহাইয়া কি জৈ ।।
Krishna Chalisa Lyrics In Bengali
Krishna Chalisa Lyrics In Bengali

Krishna Chalisa Lyrics In Bengali – Doha

।। দোহা ।।

য়হ চালীসা কৃষ্ণ কা, পাঠ করৈ উর ধারি ।
অষ্ট সিদ্ধি নবনিধি ফল, লহৈ পদারথ চারি ।।

কিভাবে কৃষ্ণ চালীসা পাঠ করবেন

ঈশ্বরকে সবসমই ভোরবেলা স্মরণ করা উত্তম। তাই সকালেই শ্রীকৃষ্ণ চালিসা পাঠ করুন। পাঠ শুরু করার আগে নিম্নলিখিত নিয়মগুলি অনুসরণ করা উচিত। তাহলে চলুন জেনে নিই কৃষ্ণ চালীসার (Krishna Chalisa Lyrics In Bengali) পাঠ পদ্ধতি।

  • সকালে স্নান ইত্যাদির পর স্বচ্ছ বস্ত্র পরিধান করুন।
  • বাড়িতে অবস্থিত মন্দির বা ঠাকুরের স্থান ভালোভাবে পরিষ্কার করার পর গঙ্গাজল দিয়ে ঘরকে পবিত্র করুন।
  • ভগবান কৃষ্ণের মূর্তি বা ছবির সামনে সুগন্ধি ধূপ, প্রদীপ জ্বালান।
  • শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করুন।
  • ভগবান শ্রী কৃষ্ণকে ফুল, মালা দিয়ে শৃঙ্গার করুন।
  • ভগবান শ্রী কৃষ্ণের সামনে ভোগ নিবেদন করুন।
  • এবার শ্রীকৃষ্ণ চালীসা পাঠ করুন।
  • কৃষ্ণ চালিসা পাঠ শেষে আরতি করুন।
Krishna Chalisa Lyrics In Bengali
Krishna Chalisa Lyrics In Bengali

কৃষ্ণ চালীসা পাঠের উপকারিতা

ভগবান শ্রী কৃষ্ণ চালীসা (Krishna Chalisa Lyrics In Bengali) পাঠ করলে মানুষের সকল দুঃখ দূর হয়। সত্য চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে শুভ ফল পাওয়া যায়। নিয়মিত শ্রী কৃষ্ণ চালিসা পাঠ করলে ভগবান শ্রী কৃষ্ণের কৃপায় জীবনের সকল পাপ থেকে মুক্তি লাভ হয়। ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ পেতে শ্রীকৃষ্ণ চালীসা পাঠ করা শুভ। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন কৃষ্ণ চালীসা পাঠ করা অত্যন্ত শুভ।

জেনে নিন

[FREE Download] Krishna Chalisa Lyrics In Bengali PDF

আপনাদের সুবিধার্থে শ্রী কৃষ্ণ চালীসা PDF (Krishna Chalisa Lyrics In Bengali PDF) নিচে দেওয়া হলো। আপনি খুব সহজেই ডাউনলোড বাটন এ ক্লিক করে প্রিন্ট অথবা মোবাইল এ অফলাইনে পাঠ করতে পারবেন। তাহলে এখুনি ডাউনলোড করে নিন শ্রী কৃষ্ণ চালীসা।

Download PDF Download PDF

Krishna Chalisa Bhajan

video Courtesy – Youtube, T-series

Also Read – All Language हनुमान चालीसा | पंचमुखी हनुमान कवच मंत्र | हनुमान गायत्री मंत्र | हनुमान साठिका पाठ | हनुमान बंदी मोचन स्तोत्र | हनुमान जंजीरा मंत्र | हनुमान जी के 1008 नाम | हनुमान बाहुक पाठ | हनुमान पूजा विधि | संकट मोचन हनुमान अष्टक | सम्पूर्ण बजरंग बाण | 11 din हनुमान चालीसा संकल्प

উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন (Krishna Chalisa Lyrics In Bengali)। ভগবান শ্রী কৃষ্ণের কৃপায় আপনার সমস্ত ইচ্ছা পূরণ হোক। বিধিবিধান অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করলে আপনার সমস্ত মনোকামনা পূরণ হয় , শ্রীকৃষ্ণের কৃপায় আপনি প্রতিটি কাজে সাফল্য লাভ করেন। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উত্সাহিত করুন।

এরকমই আরো তথ্য পেতে কিল্ক করুন এখানে

আরো পড়ুন

Sharing Is Caring:

Leave a Comment