Ma Santoshi Brotokatha In Bengali PDF | শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা

প্রতি শুক্রবার শ্রী শ্রী সন্তোষী মাতার পূজা ও ব্রত ( Ma Santoshi Brotokatha In Bengali PDF)পালন করা হয়। প্রতি শুক্রবার উপবাসে থেকে স্নান করে শুদ্ধবস্ত্রে সন্তোষী মাতার পূজা করলে ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ হয়। জেনে নিন শুক্রবার শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতের নিয়ম ও ব্রতকথা।

Ma Santoshi Brotokatha In Bengali PDF | শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা
Ma Santoshi Brotokatha In Bengali PDF | শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা

Ma Santoshi Brotokatha In Bengali | শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা

সন্তোষী মাতার ব্রতের নিয়ম

প্রতি শুক্রবার উপবাসে থেকে স্নান করে শুদ্ধবস্ত্রে সন্তোষী মাতার পূজা করতে হয়। পূজার জ্বালাতে হয়। এই ব্রতে কোনও তিথি নক্ষত্রের নিষেধ নাই।

সন্তোষী মাতার ব্রতের উপকরণ

ধান, দূর্বা, ফুল, বেলপাতা, ছোলা, গুড় বা বাতাসা। এইদিন টক দ্রব্য খাওয়া নিষিদ্ধ।

সন্তোষী মাতার ব্রতের ফল

যে সব নারী ভক্তিভরে এই ব্রত উদ্যাপন করে সেইসব নারী বৈধব্য যন্ত্রণা পায় না ও তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। তারা সারাজীবন স্বামী-পুত্র ও পরিজনবর্গসহ সুখে-স্বাচ্ছন্দে কাল কাটায়। তাদের গৃহে অর্থাভাব হয় না। যে কোনও বয়সের পুরুষ ও নারী এই ব্রত করতে পারে।

সন্তোষী মায়ের ব্রতকথা

শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা

এক বণিক করিত বাস কোন এক গ্রামে। সাতপুত্র ও পত্নী রাখি গেল স্বর্গধামে।।
ছয় ভাই কর্ম করে আনন্দিত হয়ে। অর্থ যাহা পায় তাহা আনি দেয় মায়ে।।

ছোটছেলে রামুর ছিল বেকার জীবন। করিতে না পারে কিছু অর্থ উপার্জন।।
সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী। সতী সাধ্বী পতিব্রতা স্বামী সোহাগিনী।।

বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন। আগে দিত ছয় পুত্রে করিতে ভোজন!।
ভাইদের উচ্ছিষ্ট রামুকে খেতে দেয়। বধুদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয়।।

একদা সাবিত্রী তার স্বামীর গোচরে। সব কথা জানাইল ব্যথিত অন্তরে।।
পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল। সব সত্য কথা যাহা সাবিত্রী বলিল।।

বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার। এ সংসারে জন্ম বিফল হয় তার।।
বিদেশে যাইব রামু সাবিত্রীরে বলে। শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আঁখিজলে।।

দেশে দেশে ঘুরি রামু এক দেশে এল। ধনী সদাগর সঙ্গে তার দেখা হ'ল।।
রামুকে সে সদাগর চাকুরী যে দিল। রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল।।

ব্যবসায় অংশীদার রামুকে করিল। ক্রমশঃ উন্নতি তার হইতে লাগিল।।
প্রত্যেক মাসেই রামু সাবিত্রীর নামেতে। পাঠাতে লাগিল টাকা আপন বাড়ীতে ।।

সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত। ছয় ভাই সে টাকা গোপনে লইত।।
ছ'জায়ের কথামত সাবিত্রী খাটিত। তবুও সে পেট ভরে খেতে নাহি পেত।।

শাশুড়ীর অত্যাচার নাহি আর সয়। কাষ্ঠলাগি রোজ তারে বনে যেতে হয়।
একদিন নিদ্রা তার আসে আচম্বিতে। জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে।।

বলে আমি মা সন্তোষী পূজা কর মোরে। তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে।।
পতি ফিরে পাবে বলি অন্তর্ধান কৈল। স্বপ্নভঙ্গে সাবিত্রী যে উঠিয়া বসিল।।

মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যায়। দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায়।।
ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে। সন্তোষী মা প্রসন্না হলেন তার পরে।।

হেথা স্বপ্নাদেশ দেবী করেন রামুরে। শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে।।
দেবীর আদেশে রামু দোকানেতে গেল। সেই দিন লাভ তার দশগুণ হ'ল।।

বহু অর্থ লয়ে রামু ফিরে আসে ঘরে। ভক্তিভরে প্রণাম সে করিল মাতারে ।।
পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত। পত্নীমুখে সব শুনি হইল দুঃখিত।।

রামু ও সাবিত্রী পূজে সন্তোষী মাতারে। ধনৈশ্বর্য তাহাদের দিনে দিনে বাড়ে।।
ব্যবসা করিয়া রামু উন্নতি করিল। যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হ'ল।।

ছয় ভাই ছয় জায় মন্ত্রণা করিল। রামুকে বিপদে ফেলিবার চেষ্টা কৈল।।
সন্তোষী মাতার কৃপা ছিল তার পরে। সে কারণে ক্ষতি কেহ করিতে না পারে।।

সন্তোষী মাতার ব্রত করে যেই জন। ধনে পুত্রে লক্ষ্মীলাভ করে সেই জন।।
টক দ্রব্য শুক্রবারে কভু না খাইবে। সন্তোষী মাতার কৃপা অবশ্য পাইবে।।

সন্তোষীর ব্রতকথা হৈল সমান। উলুধ্বনি দাও সবে যত বামাগণ।।
জয় জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী। তোমার কৃপায় সব সুখী হয় জানি ।।

-অথ শ্রীশ্রীসন্তোষী মাতার ব্রতকথা সমাপ্ত-

Ma Santoshi Brotokatha In Bengali PDF [Download]

উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। আপনি যদি নিয়ম অনুসারে ভক্তিসহকারে শ্রী শ্রী সন্তোষী মায়ের পূজা আরাধনা করেন , তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়, এবং আপনি সন্তোষী মায়ের আশীর্বাদ লাভ করেন । আপনি যদি এই পোস্ট থেকে উপকৃত হন, অবশ্যই আমাদের জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের উৎসাহিত করবে।

আরো পড়ার জন্য ক্লিক করুন এখানে

আরো পড়ুন

Sharing Is Caring:

Leave a Comment