Radha Ashtomi 2025 – রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি

২০২৫ রাধা অষ্টমী ( Radha Ashtomi 2025 ) কবে | এ বছর রাধা অষ্টমী পালিত হবে ৩১শে অগাস্ট, ২০২৫। রাধা অষ্টমীর তাৎপর্য , তিথি, শুভ সময়, পূজা বিধি বিস্তারিত রইলো আজকের এই পোস্ট এ।

Radha Ashtomi 2025 - রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
Radha Ashtomi 2025 – রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি

রাধা অষ্টমীর তাৎপর্য – Radha Ashtomi 2025

মান্যতা অনুসারে রাধা অষ্টমী পুজো না করলে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পুজোর ফল লাভ হয় না। রাধা অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সঙ্গিনী শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে এই পবিত্র তিথি পালিত হয়। ভক্তদের বিশ্বাস, রাধারাণী স্বয়ং প্রেম, ভক্তি আর করুণার প্রতিমূর্তি। তিনি কৃষ্ণপ্রেমের চূড়ান্ত রূপ ও ভক্তি-সাধনার আদর্শ।

ভক্তির প্রতীক – রাধা নামটি উচ্চারণের মধ্যেই রয়েছে শুদ্ধ ভক্তির স্পর্শ। বলা হয়, কৃষ্ণকে পাওয়ার চাবিকাঠি হলো রাধার প্রতি ভক্তি।
প্রেমের মহিমা – রাধা–কৃষ্ণ সম্পর্ক কোনো জাগতিক প্রেম নয়, বরং আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক।
শক্তি ও আনন্দের উৎস – শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ “শক্তিমান” আর রাধা “শক্তি”। একে অপর ছাড়া তাঁরা অসম্পূর্ণ।
ভক্তিমূলক উপাসনা – এই দিনে রাধারাণীর পূজা, কীর্তন, নামসংকীর্তন ও উপবাস করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, রাধার কৃপা পেলে কৃষ্ণকে সহজেই লাভ করা যায়।

তাই রাধা অষ্টমী কেবল একটি তিথি নয়, বরং ভক্তির, নিঃস্বার্থ প্রেমের এবং পরমশক্তির জাগরণের উৎসব।

রাধা অষ্টমী তিথি – Radha Ashtomi 2025

অষ্টমী তিথি শুরু August 30, 2025 at 10:46 PM
অষ্টমী তিথি শেষ September 1, 2025 at 12:57 AM
মধ্যাহ্ন পূজা সময় 11:05 AM to 1:38 PM (2 hours 33 minutes)

রাধা অষ্টমী পূজা বিধি – Radha Ashtomi 2025

সরল বিধি অনুযায়ী বাড়িতে রাধা রানীর পুজো কিভাবে করবেন রইলো বিস্তারিত

  • প্রথমেই সকালে স্নান সেরে স্বচ্ছ বস্ত্র ধারণ করুন।
  • যে পাত্রে রাধারাণীর অভিষেক করা হবে সেটি একটি উঁচু স্থানে স্থাপন করতে হবে বা পিঁড়ির মত কোনো স্থানে পাত্রটি স্থাপন করতে হবে।
  • অগরু মিশ্রিত চন্দন দিয়ে অষ্ট দল পদ্ম (আটটি পাপড়ি বিশিষ্ট পদ্ম) এঁকে নিয়ে চিত্রপট বা রাধামাধব মূর্তি স্থাপন করতে হবে।
  • সুগন্ধিত ধুপ, দীপ জ্বালিয়ে নিন।
  • এই মন্ত্রের মাধ্যমে আহ্বান জানাতে হবে – মন্ত্র – ইদম্ আসনম্ শ্রীকৃষ্ণায় নমঃ | ইদম্ আসনম্ শ্রীরাধিকায়ৈ নমঃ ||
  • পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু, চিনি) দিয়ে স্নান করতে হবে।
  • শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হবে।
  • রাধা-মাধবকে বস্ত্র ও অলংকারে ভূষিত করে আসনে স্থাপন করুন।
  • ফুল, চন্দন দিয়ে সাজিয়ে নিন।
  • শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র এবং রাধারাণীর পাদপদ্মে ফুল অর্পণ করতে হবে।
  • ভোগ নিবেদন করুন এই মন্ত্রের মাধ্যমে স্বাগতম মন্ত্র স্বাগতম্ সুস্বাগতম্ শ্রীকৃষ্ণায় নমঃ । স্বাগতম্ সুস্বাগতম্ শ্রীরাধিকায়ৈ নমঃ ।।
  • প্রণাম মন্ত্র – হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগতপতে। গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বেরী। বৃষভানুসুতে দেবি প্রণমামি হরিপ্রিয়ে।।
  • মঙ্গল আরতি করুন রাধা-মাধবের।
  • প্রসাদ বিতরণ করুন, এবং নিজেও প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন।

রাধা অষ্টমীতে কি ফল, ফুল ও ভোগ নিবেদন করবেন – Radha Ashtomi 2025

রাধারাণীর পছন্দের ফুল – ফুলের মধ্যে যে সকল ফুল শ্রী কৃষ্ণের পছন্দ সেই সকল ফুলই রাধারাণীর পছন্দ, তবে পদ্ম, বকুল, কদম, মালতি ফুল বিশেষ করে কাঠ গোলাপ ফুল রাধা রানীর প্রিয় ফুল।

রাধারাণীর পছন্দের ফল – ফলের মধ্যে যে সকল ফল শ্রী কৃষ্ণের পছন্দ সেই সকল ফলই রাধারাণীর পছন্দ তবে বিশেষ করে আতা ফল রাধারাণীর প্রিয়।

রাধারাণীর পছন্দের সবজি – সবজির মধ্যে মুখী-কচু রাধারাণীর প্রিয় সবজি। তাই রান্না ভোগ দিতে চাইলে মুখী-কচুর নানা ধরণের ব্যাঞ্জন তৈরি করে দিতে পারেন।

মিষ্টান্ন – এছাড়াও নানা ধরণের মিষ্টান্ন বাড়িতে তৈরি করে দিতে পারেন।

রাধা অষ্টমীতে কি করবেন – Radha Ashtomi 2025

এই দিন হরিনাম জপ করতে পারেন , রাধা অষ্টকম, রাধা অষ্টোত্তর শতনাম, রাধা চালিসা, কৃষ্ণ অষ্টোত্তর শতনাম, কৃষ্ণ চালিসা পাঠ করতে পারেন।

উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন (Radha Ashtomi 2025)। ভগবান রাধা-মাধবের কৃপায় আপনার জীবনের সমস্ত কষ্টের অবসান হোক। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন।

এরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে

আরো পড়ুন

Sharing Is Caring:

Leave a Comment