Radha Chalisa Lyrics In Bengali | শ্রী রাধা চালীসা – রাধাষ্টমী 2023

শ্রী রাধে বৃষভানুজা, ভক্তনি প্রাণাধার – Radha Chalisa Lyrics In Bengali – শ্রী রাধা চালীসা – শাস্ত্র অনুসারে, রাধাকে মহালক্ষ্মীর সম্পূর্ণ অবতার হিসাবে বিবেচনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে কৃষ্ণে মন্ত্রমুগ্ধ জগৎ সংসার, কিন্তু রাধা তাকে মন্ত্রমুগ্ধ করেন। অতএব, স্বয়ং রাধারানী হলেন জগৎ মাতা। শাস্ত্রানুসারে রাধা কৃষ্ণকে প্রায় লক্ষ্মী নারায়ণের অবতার হিসেবে চিহ্নিত করা হয়।

Radha Chalisa Lyrics In Bengali | শ্রী রাধা চালীসা
Radha Chalisa Lyrics In Hindi | श्री राधा चालीसा – Radhashtami 2023

ভগবান শ্রী কৃষ্ণের অসীম কৃপা লাভ করতে হলে শ্রী রাধার আরাধনা করা উচিত। রাধাষ্টমীর দিন শ্রী রাধা কে প্রসন্ন করতে অবশ্যই পাঠ করা উচিত রাধা চালীসা। তাহলে চলুন শুরু করা যাক রাধা চালীসা পাঠ।

Radha Chalisa Lyrics In Bengali | শ্রী রাধা চালীসা

।। দোহা ।।

শ্রী রাধে বৃষভানুজা, ভক্তনি প্রাণাধার ।
বৃন্দাবিপিন বিহারিণী, প্রাণাবৌ বারম্বার ।।

জৈস তৈস রাবরৌ, কৃষ্ণ প্রিয় সুখধাম । 
চরণ শরণ নিজ দীজিয়ে সুন্দর সুখদ ললাম ।।

Radha Chalisa Lyrics In Bengali | শ্রী রাধা চালীসা

।। চৌপাই ।।

জয় বৃষভানু কুঁবরি শ্রী শ্যামা, কীরতি নন্দিনী শোভা ধামা ।
নিত্য বিহারিণী রস বিস্তারিণী, অমিত মোদ মঙ্গল দাতারা ।। ১।।

রাম বিলাসিনী রস বিস্তারিণী সহচরি সুভগ যূথ মন ভাবনী ।।
করুণা সাগর হিয় উমঙ্গিনী, ললিতাদিক সখিয়ান কী সঙ্গিনী ।।২।।

দিনকর কন্যা কুল বিহারিণী, কৃষ্ণ প্রাণ প্রিয় হিয় হুলসাবনী ।
নিত্য শ্যাম তুমহারৌ গুণ গাবৈ, রাধা রাধা কহি হরশাবৈ ।।৩।।

মুরলি মেঁ নিত নাম উচারেঁ, তুম কারণ লীলা বপু ধারেঁ ।
প্রেম স্বরূপিণী অতি সুকুমারী, শ্যাম প্রিয়া বৃষভানু দুলারী ।।৪।।

নবল কিশোরী অতি ছবি ধামা, হুতি লঘু লগৈ কোটি রতি কামা ।
গৌরাঙ্গী শশী নিন্দক বন্দনা, সুভগ চপল অনিয়ারে নয়না ।।৫।।

জাবক যুত যুগ পঙ্কজ চরণা, নুপুর ধুনী প্রীতম মন হরনা ।
সন্তত সহচরী সেবা করহিঁ, মহা মোদ মঙ্গল মন ভরহিঁ ।।৬।।

রসিকল জীবন প্রাণ অধারা, রাধা নাম সকল সুখ সারা ।
অগম অগোচর নিত্য স্বরূপা, ধ্যান ধরত নিশিদিন ব্রজ ভূপা ।।৭।।

উপজেউ জাসু অংশ গুণ খানী, কোটিন উমা রাম ব্রহ্মিনী ।
নিত্য ধাম গোলক বিহারীন, জন রক্ষক দুঃখ দোষ নসাবনি ।।৮।।

শিব অজ মুনি সনকাদিক নারদ, পারন পাঁই শেষ শারদ ।
রাধা শুভ গুণ রূপ উজারী, নিরখি প্রসন হোত বনবারি ।।৯।।

ব্রজ জীবন ধন রাধা রানী, মহিমা অমিত ন জায় বখানি ।
প্রীতম সঙ্গ দেই গলবাহিঁ, বিহরত নিত বৃন্দাবন মাঁহি ।।১০।।

রাধা কৃষ্ণ কৃষ্ণ কহৈঁ রাধা, এক রূপ দোউ প্রীতি অগাধা ।
শ্রী রাধা মোহন মন হরনী, জন সুখ দায়ক প্রফুলিত বদনী ।।১১।।

কোটিক রূপ ধরে নন্দ নন্দা, দর্শ করন হিত গোকুল চন্দা ।
রাস কেলি করী তুহে রিঝাবেঁ, মন করো জব অতি দুঃখ পাবেঁ ।।১২।।

প্রফুলিত হোত দর্শ জব পাবেঁ, বিবিধ ভান্তি নিত বিনয় সুনাবে ।
বৃন্দারণ্য বিহারিণী শ্যামা, নাম লেত পূরণ সব কামা ।।১৩।।  

কোটিন যজ্ঞ তপস্যা করহু, বিবিধ নেম ব্রতহিয় মেঁ ধরহু ।
তঊ  ন শ্যাম ভক্তহিঁ অহনাবেঁ, জব লগি রাধা নাম ন গাবেঁ ।।১৪।।

বৃন্দা বিপিন স্বামিনী রাধা, লীলা বপু তব অমিত অগাধা ।
স্বয়ং কৃষ্ণ পাবৈ নহিঁ পারা, অউর তুম্হেঁ কো জানন হারা ।।১৫।।

শ্রী রাধা রস প্রীতি অভেদা, সাদর গান করত নিত বেদা ।
রাধা ত্যাগী কৃষ্ণ ক ভাজিহৈঁ, তে সপনেহুঁ জগ জলধি ন তরিহৈঁ ।।১৬।।  

কীরতি হুঁবারী লড়িকী রাধা, সুমিরত সকল মিটহিঁ ভব বাধা ।
নাম অমঙ্গল মূল নসাবন, ত্রিবিধ তাপ হর হরি মনভাবনা ।।১৭।।

রাধা নাম পরম সুখদাই, ভজতহিঁ কৃপা করহিঁ য়দুরাই ।
য়শুমতী নন্দন পীছে ফিরহৈ, জী কোঊ রাধা নাম সুমিরিহৈ ।।১৮।।

রাস বিহারিণী শ্যামা প্যায়ারি, করহু কৃপা বরসানে বারী ।
বৃন্দাবন হৈ শরণ তিহারী, জয় জয় জয় বৃষভানু দুলারী ।।১৯।।
Radha Chalisa Lyrics In Bengali | শ্রী রাধা চালীসা
Radha Ashtami 2023 Date – राधा अष्टमी कब है – राधा अष्टमी महत्व, तिथि, शुभ मुहूर्त, पूजा विधि

Radha Chalisa Lyrics In Bengali | শ্রী রাধা চালীসা

।। দোহা ।।

শ্রী রাধা সর্বেশ্বরী, রসিকেশ্বর ঘনশ্যাম ।
করহুঁ নিরন্তর বাস মৈ, শ্রী বৃন্দাবন ধাম ।।

অবশ্যই পড়ুন

উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন (শ্রী রাধা চালীসা)। ভগবান রাধা-মাধবের কৃপায় আপনার জীবনের সমস্ত কষ্টের অবসান হোক। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন।

এরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে

আরো পড়ুন

Sharing Is Caring:

Leave a Comment