বাল সময় রবি ভক্ষী লিয়ো তব – Sankat Mochan Hanuman Ashtak Bengali PDF – সংকট মোচন হনুমান অষ্টক যারা পাঠ করেন, হনুমান জী অবশ্যই তাদের মনস্কামনা পূরণ করেন।
হনুমান জীকে সংকটমোচনও বলা হয়। যখন আপনার সামনে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, আপনি যখন হতাশ হয়ে পড়েন, যখন আপনি অনুভব করেন যে জীবনে কিছুই অবশিষ্ট নেই, তখন সঙ্কট মোচন হনুমান অষ্টকের পাঠ আপনার জীবনে নতুন আশার কিরণ জাগায় । নতুন পথ খুলতে শুরু করে। হনুমানজীর কৃপায় আপনার সকল কষ্ট দূর হয়। তাহলে চলুন ভক্তি সহকারে সংকট মোচন হনুমান অষ্টক পাঠ শুরু করা যাক।
Sankat Mochan Hanuman Ashtak Bengali
সংকট মোচন হনুমান অষ্টক বাল সময় রবি ভক্ষী লিয়ো তব, তিনাহু লোক ভায়ো আন্ধিয়ারো | তাহি সো ত্রাস ভায়ো জগ কো, ইয়ে সংকট কাহু সো জাত না টারো | দেওয়ান আনি করি বিনতি তব, চাদী দিয়ো রবি কষ্ট নিবারো || কোন নাহি জানত হে জাগ মে কপি সংকট মোচন নাম তিহারো || এক || বালী কি ত্রাস কাপিস বাসাই গিরি, জাত মহাপ্রভু পান্থ নিহারো | চাওকি মহা মুনি সাপ দিয়ো তব চাহিয়ে কাউন বিচার বিচারো | কই দ্বিজ রূপ লিয়ে মহা প্রভু সো তুম দাস কে শোক নিবারো || কোন না জানত হে জাগ মে কাপি সংকট মোচন নাম তিহারো || দুই || অঙ্গদ কে সং লে গেয়ে সিয়া, খোজ কপিস ইয়ে বাইন উচারো || জীভত না বাছিহাও হাম শোন জু, বিনা সুধি লায়ে ইহা পাগু ধরো | হায়রি ঠেকে তাত সিন্ধু সাবাই তব লায়ে সিয়া-সুধি প্রান উবারো || কোন নাহি জানত হৈ জাগ মে কাপি সংকট মোচন নাম তিহারো || তিন || রাওয়ান ত্রাস দায়ি সিয়া কো সব, রাক্ষসী সো কহি সোক নিবারো | তাহি সামায় হানুমান মহাপ্রভু, জয় মহারজ নীচ মাড়ো || চাহত সিয়া অসোকা সো আগি সু, দাই প্রভু মুদ্রিকা শোক নিবারো || কো নাহি জানত হ্যা জাগ মে কাপি সংকট মোচন নাম তিহারো || চার || বান লাগিও উর লক্ষমন কে তব, প্রান তাজে সুত রাবন মারো | লাই গৃহ বৈদ্য সুশেন সমেত, তবাই গিরি দ্রোণ সু বীর উপারো | অণি সজিওয়ান হাত দায়ি তব লক্ষমন কে তুম প্রান উপারো | কোন নাহি জানত হে জগ মে কাপি সংকট মোচন নাম তিহারো || পাঁচ || রাওয়ান যুধ আজান কিয়ো তব, নাগ কি ফাস সবয় শির দারো | শ্রী রঘুনাথ সমেত সবাই ডাল, মোহ ভায়ো ইয়ে সংকট ভারো | আণি খগেশ তাবই হনুমান জু, বন্ধন কাটি সূত্রাস নিবারো | কোন নাহি জানত হৈ জাগ মে কাপি সংকট মোচন নাম তিহারো || ছয় || বন্ধু সমেত জবাই আহিরাভন, লাই রঘুনাথ পাতাল সিদ্ধারো | দেবী পূজি ভালি বিধি সো বলি, দেউ সবই মিলি মন্ত্র বিচারো | জায়ে সাহায় ভায়ো তব হি আহিরাওয়ান সৈন্য সমেত সনহারো | কোন নাহিন জানত হৈ জাগ মে কপি সংকট মোচন নাম তিহারো ||সাত || কাজ কিয়ে বার দেওয়ান কে তুম, বীর মহাপ্রভু দেখি বিচারো | কউন সো সংকট মোহন গরীব কো, জো তুমসো নাহি জাত হৈ তারো | বেগী হারো হনুমান মহাপ্রভু জো কুছ সংকট হোয়া হামারো | কোন নাহি জানত হে জাগ মে কপি সংকট মোচন নাম তিহারো || আট || || দোহা || লাল দেহ লালে লেসে, আরু ধরি লাল লঙ্গুর | বজরা দে দানভদলন, জয় জয় জয় কাপি সুর ||
সংকটমোচন হনুমান অষ্টকের রচয়িতা কে?
সংকটমোচন হনুমান অষ্টক রচনা করেছেন শ্রী গোস্বামী তুলসীদাস। হনুমান অষ্টকে ৮টি শ্লোক রয়েছে। তাই একে সংকট মোচন হনুমান অষ্টক বলা হয়।
সংকট মোচন হনুমান অষ্টক পাঠ সংকল্প পদ্ধতি
সঙ্কটমোচন হনুমান অষ্টক পাঠ সংকল্প সঠিক ভাবে পালন করলে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যায়। আপনার জীবন থেকে সমস্ত সংকট মোচন হয়। এই সংকল্প আপনি চাইলে ২১ দিন করতে পারেন। তাহলে আসুন জেনে নিই ২১ দিন সংকট মোচন হনুমান অষ্টক পাঠ সংকল্প পদ্ধতি ।
- আসনে হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন। বাড়িতে যদি আগে থেকে হনুমানজী র মূর্তি বা ছবি প্রতিষ্ঠিত থাকে তাহলে তার সামনে লাল আসন গ্রহণ করুন।
- সরষের তেলের প্রদীপ জ্বালান।
- হনুমানজী কে লাল ফুল ও সিঁদুর অর্পণ করুন।
- গুড় বা ভেজানো ছোলা নিবেদন করুন। হনুমানজীর পূজায় লবণ ব্যবহার করা হয় না। আপনি চাইলে লাড্ডু বা ফলও দিতে পারেন।
- এখন হনুমান জীর সামনে আপনার সংকল্প ও মনোকামনা প্রার্থনা করুন। এই সংকল্পটি ২১ দিনের জন্য ৭ বার পড়ুন।
- এবার হনুমানজীর সামনে হনুমান চালিসা পাঠ করুন। এবং তারপর ৭ বার সঙ্কটমোচন হনুমান অষ্টক পাঠ করুন।
- কর্পূর দিয়ে হনুমানজীর আরতি করুন।
- ভগবান শ্রী হনুমানের পূজা শেষ করে পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। এবং নিজে প্রসাদ গ্রহণ করুন।
- মন থেকে বিশ্বাস করুন আপনার সংকল্প পূরণ হবে হনূমান জীর কৃপায়।
পড়ুন – মঙ্গলবার হনুমানজির পুজার সরল নিয়ম
সংকটমোচন হনুমান অষ্টক পাঠ করার লাভ
সংকটমোচন হনুমান অষ্টক পাঠের অনেক উপকারিতা রয়েছে যা নিম্নরূপ বর্ণনা করা হলো।
- সংকটমোচন হনুমান অষ্টককে খুবই কার্যকরী বলে মনে করা হয়। ভগবান হনুমানের আশীর্বাদ পেতে বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার এটি পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয়।
- যে বাড়িতে নিয়মিতভাবে সংকট মোচন হনুমান অষ্টক পাঠ করা হয়, সেই বাড়িতে সর্বদা সুখ শান্তিতে বিরাজমান হয় এবং হনুমান জির আশীর্বাদ লাভ করেন।
- যে কোনো সংকট এ ২১ দিন একটানা ৭ বার সঙ্কটমোচন হনুমান অষ্টক পাঠ করুন, নিঃসন্দেহে শুভ উপকার পাবেন, সব সংকট দূর হবে।
- সংকটমোচন হনুমান অষ্টক পাঠ করলে মনুষ্য জীবনে আত্মবিশ্বাস আসে।
- ঘর ও মন থেকে নেতিবাচক শক্তি দূর করতে সংকটমোচন হনুমান অষ্টক পাঠ খুবই উপকারী।
[FREE Download] Sankat Mochan Hanuman Ashtak Bengali PDF – সংকট মোচন হনুমান অষ্টক PDF
সংকট মোচন হনুমান অষ্টক PDF খুব সহজে ডাউনলোড করতে নীচে ক্লিক করুন।
- আরো পড়ুন – সম্পূর্ণ অর্থ সহ হনুমান চালিসা
- পঞ্চমুখী হনুমান কবচ মন্ত্ৰ – ওং হরিমর্কটায় স্বাহা
- হনুমান সাঠিকা মূল পাঠ
- সম্পূর্ণ হনুমান চালিসা
- সম্পূর্ণ মারুতি স্তোত্র
- বাংলায় হনুমান বাহুক পাঠ
- বাংলায় ওম জয় হনুমত বীরা
- বাংলায় সংকট মোচন হনুমান অষ্টক
- সম্পূর্ণ বজরং বাণ
- মঙ্গলবার হনুমানজির পুজার সরল নিয়ম
- 108 Names Of Hanuman | হনুমান অষ্টোত্তর শতনাম মন্ত্র
উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন (Sankat Mochan Hanuman Ashtak Bengali PDF)। আপনি যদি সঠিক পদ্ধতিতে সংকট মোচন হনুমান অষ্টক পাঠ করেন, তাহলে আপনার জীবনের সমস্ত সংকট দূর হবে , আপনার প্রতিটি মনোকামনা পূরণ হবে শ্রী হনুমান জীর আশীর্বাদে । আপনি এই নিবন্ধ থেকে উপকৃত হলে, কমেন্টের মাধ্যমে জানালে উপকৃত হবো।
Sankat Mochan Hanuman Ashtak Music Video
इसी तरह और भि धार्मिक तथ्य जानने के लिए नीचे क्लिक करें
तथ्यसूत्र – उइकिपिडिया
और पढ़िए
- জয় গনেশ জয় গনেশ lyrics বাংলা | Jaidev Jaidev Lyrics In Bengali
- Radha Ashtomi 2025 – রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- jai dev jai dev lyrics in english
- Ganesh Chaturthi 2025 Date, Shubh Muhurat, Puja Vidhi In Hindi – 2025 गणेश चतुर्थी कब है
- হনুমান চালিশা বাংলা ভাষায় full pdf
- Krishna Janmashtami 2025 In Bengali | এ বছরের জন্মাষ্টমী কবে
- শিব চালিসা PDF । Shiv chalisa in bengali PDF [ Free Download ]
- 2025 Sawan Somwar Vrat In Hindi। श्रावण सोमवार व्रत कब से शुरू – जानें सारी जानकारी
- 2025 Srabon Somvar Vrat In bengali । শ্রাবণ সোমবার ব্রত কবে থেকে শুরু – জেনে নিন সব তথ্য
- আদ্যা স্তোত্র । Adya Stotram In Bengali PDF [ FREE Download ]
- Rath Yatra 2025 Kab Hai | रथ यात्रा २०२५
- Nil Sasthi 2025 | নীল ষষ্ঠী ২০২৫ কবে – নীল ষষ্ঠীর ব্রতকথা