সরস্বতী পূজা ২০২৪: সরস্বতীর অষ্টোত্তর শতনাম (Saraswati 108 Names In Bengali) পাঠ করলে মা সরস্বতীর কৃপা লাভ হয়। ব্যক্তি বিদ্যা-বুদ্ধি ও জ্ঞান লাভ করেন। আপনার সুবিধার্থে শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম PDF দেওয়া হল। আপনি খুব সহজেই এটি ডাউনলোড করে পাঠ করতে পারবেন।
সরস্বতী অষ্টোত্তর শতনাম । Saraswati 108 Names In Bengali
শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম সর্ব্বোত্তম নাম তাঁর দেবী সরস্বতী ।১। দেবগণ কৃত নাম যে হয় ভারতী ।২। বেদকর্ত্রী হ'য়ে দেবী হন বেদমাতা ।৩। গীর্ব্বাণী নামেতে তিনি জগত-বিখ্যাতা ।৪। বাগ্দেবী হলেন তিনি বাক সৃষ্টি করি ।৫। শ্বেতাম্বরধরা নাম শ্বেত বস্ত্র পরি ।৬। বাক্যে স্বরূপ ব'লে বাণী নাম তাঁর ।৭। করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার ।৮। পদ্মাসনা নাম হ'ল পদ্মপরি বসি ।৯। মুক্তিপ্রদায়িনী ব'লে মোক্ষদা প্রভাসি ।১০। শ্বেতবীণা করে তাই শ্বেতবীণাধরা ।১১। শ্বেতপদ্ম ধরি হন শ্বেতপদ্মকরা ।১২। জগত তারণ হেতু জগদ্ধাত্রী নাম ।১৩। ক্ষেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম ।১৪। অক্ষসূত্র করে তাই অক্ষসূত্রকরা ।১৫। শুভঙ্করী নামে দেবী পালেন এ ধরা ।১৬। কোনো বিদ্যা নাহি হয় কৃপা বিনা তাঁর । সৰ্ব্ববিদ্যা - অধিষ্ঠাত্রী নামটি তাহার ।১৭। পাপনাশ করি হন দূরিত -নাশিনী ।১৮। গন্ধব্বের্রা পূজে তাঁরে বলি বীণাপানি ।১৯। সনকাদি ঋষিগণে বলে সনাতনী ।২০। আদ্যাশক্তি ব'লে দেবী হন পুরাতনী । মহেশ্বরী নাম তাঁর মহেশ্বর-পুরে ।২১। সাবিত্রী তাঁহার নাম হয় ব্রহ্মপুরে ।২২। বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত ।২৩। ত্রৈলোক্য - জননী নামে সর্ব্বত্র বিদিত ।২৪। সর্ব্বমন্ত্রময়ী নাম সামাদি বেদেতে ।২৫। বিভাবরী নাম তাঁর বিদিত জগতে ।২৬। তুষ্টি নাম হ'ল করি সন্তোষ বিধান ।২৭। পুষ্টি নাম হ'ল তাঁর করি পুষ্টিদান ।২৮। ক্রোধরূপা তিনি হন শত্রুর মন্দিরে ।২৯। ধনেশ্বরী নাম তাঁর কুবের -আগারে ।৩০। ত্রিপুরা তাঁহার নাম বিখ্যাত ভুবনে ।৩১। তপস্বীনি নাম তাঁর মুনি তপোবনে ।৩২। কুমারী তাঁহার নাম গৃহস্থের ঘরে ।৩৩। মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে ।৩৪। ভক্তিবশ্যা নাম তাঁর ভক্তের ভবনে ।৩৫। উগ্রচণ্ডা নামে খ্যাত এ তিন ভুবনে ।৩৬। বীরমাতা নাম খ্যাত হন ক্ষত্রকুলে ।৩৭। বিজয়িনী নাম তাঁর হয় রণস্থলে ।৩৮। কুলাচার-রত স্থানে শ্রীকুলসুন্দরী ।৩৯। ত্রিভুবন মধ্যে দেবী শ্রীভুবনেশ্বরী ।৪০। সিদ্ধিদাত্রী নাম তাঁর সিদ্ধি দান ক'রে ।৪১। খেচরী নামেতে খ্যাত গগন মাঝারে ।৪২। বুদ্ধিদান করি দেবী হলেন বুদ্ধিদা ।৪৩। বিতরণ ক'রে জ্ঞান হলেন জ্ঞানদা ।৪৪। যোগিনীগণেরা ডাকে বলিয়া যোগিনী ।৪৫। জ্ঞানীরা সকলে ভজে বলি মনস্বীনি ।৪৬। মঙ্গলা নামেতে দেবী মঙ্গলদায়িনী ।৪৭। বহ্ণিতে তিনিই পুনঃজ্বালিনীরূপিণী ।৪৮। গুণের অতীতা বলে নাম যে নির্গুণা ।৪৯। সর্ব্বগুণযুতা তাই নাম যে সগুণা ।৫০। ক্লেশ নাশ করি দেবী ক্লেশ-বিনাশিনী ।৫১। সুদক্ষ মন্ত্রণা দানে নাম যে মন্ত্রিণী ।৫২। আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী ।৫৩। বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী ।৫৪। মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী ।৫৫। জয়দা নামেতে দেবী বিজয়দায়িনী ।৫৬। বসুমতি রূপে তিনি পৃথিবীরূপিণী ।৫৭। শ্মশানে তিনিই দেবী শ্মশানবাসিনী ।৫৮। পার্ব্বতী তিনিই দেবী তিনি শ্বেতবর্ণা ।৫৯। বারানসী-ধামে তিনি দেবী অন্নপূর্ণা ।৬০। গুহাবিদ্যা খ্যাত তাঁর বিদ্যার মাঝারে ।৬১। পার্ব্বতী তাঁহার নাম নগেন্দ্র-মন্দিরে ।৬২। ক্ষমাগুণে বিভৃষিতা তাই ক্ষমাবতী ।৬৩। পাতালে নাগিনী নামে তাঁহার বসতি ।৬৪। দশভূজা নামে তিনি শ্রীদূর্গারমণী ।৬৫। অষ্টাদশভূজা রূপে দুঃখবিনাশিনী ।৬৬। গঙ্গা নামে জল রূপে বসতি ধরায় ।৬৭। স্বর্গধামে মন্দাকিনী তাঁহাকেই কয় ।৬৮। ভোগবতী নাম তাঁর পাতাল-ভূবনে ।৬৯। সতী নাম হয় তাঁর মহেশ-ভবনে ।৭০। অচিন্তা তাঁহার নাম চিন্তা বিনাশিয়া ।৭১। সুমতি তাঁহার নাম বুদ্ধি বিতরিয়া ।৭২। পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া ।৭৩। পীনোন্নতস্তনী স্তন উন্নত বলিয়া ।৭৪। করেতে লেখনি ধরি লেখনি-ধারিণী ।৭৫। হাসিমুখ সদা তাই নাম স্মেরাননী ।৭৬। মহামায়া নামে তিনি মায়ার আধার ।৭৭। গজেন্দ্র গমনা তাই ধীর গতি তাঁর ।৭৮। মধুর বচন তাই মধুর ভাষিণী ।৭৯। নারায়ণ বামে তিনি হন নারায়ণী ।৮০। চন্ডমুন্ড-বধে দেবী চামুন্ডারূপিনী |৮১। প্রচন্ডা রূপেতে তিনি দানব-ঘাতিনী ।৮২। মেঘের বরণে নব নীল ঘনশ্যামা ।৮৩। নীল সরস্বতীরূপে তিনি যে উমা ।৮৪। জীবের দুর্গতি নাশি দুর্গতি-হারিণী ।৮৫। কামরূপে তিনি হন কামাক্ষ্যা বাসিনী ।৮৬। ময়ূর বাহনে তিনি সাজেন কৌমারী ।৮৭। মুক্তকেশী নাম তাঁর কেশ মুক্ত করি ।৮৮। অট্টহাসা বলে তাঁরে হেরি উচ্চ হাস ।৮৯। পূণ্যশ্লোকা নামে তিনি জগতে প্রকাশ ।৯০। সুন্দর নিয়ম তাঁর তাইত সুনীতি ।৯১। কৈবল্যদায়িনী নাম দানিয়ে মুকতি ।৯২। পরম-ঈশ্বরী তিনি বিদিত ভুবনে ।৯৩। গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত-ভবনে ।৯৪। বামদেবী নাম তাঁর জানে সর্ব্বজন ।৯৫। তরুণী নামেতে পুজে যত ভক্তজন ।৯৬। ক্ষোভকরি ক্ষোভহরি তিনি সরস্বতী ।৯৭। ঐশ্বর্য্যশালীনী তাই নাম ভূতিমতি ।৯৮। মন্দ মন্দ হাসি তাই নাম মন্দহাসা ।৯৯। সত্যবতী নাম তাঁর তিনি সর্ব্বভাষা ।১০০। সিংহোপরি চড়ি দেবী শ্রীসিংহবাহিনী ।১০১। থাকিয়া কমলবনে কমলবাসিনী ।১০২। তারাগণ মধ্যে তাঁর নাম অরুন্ধতী ।১০৩। শবাসনা নামে তাঁর শবোপরি স্থিতি ।১০৪। গৌরী নামে বিভাষিত সর্ব্বত্র বিভূতি ।১০৫। শিবকে করিয়া দূত নাম শিবদূতী ।১০৬। সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী ।১০৭। মোক্ষদাত্রী নামে তিনি জগত-ঈশ্বরী ।১০৮। অষ্টোত্তর শতনাম হ'ল সমাপন । মন দিয়া কর সবে মহাত্ম্য শ্রবণ ।। ভক্তিভাবে যেইজন করিবে শ্রবণ । অথবা পড়িবে যেই হ'য়ে একমন ।। হইবে সকল সিদ্ধি করগত তার । কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার ।। বিশেষতঃ পর্ব্বদিনে করিলে পঠন । চতুর্ব্বর্গ ফল তার হইবে সাধন ।। শুক্লপক্ষ পঞ্চমীতে যেই মহাজন । অষ্টোত্তর-শতনাম করিবে পঠন ।। ধন-জন বিদ্যা-বুদ্ধি তাহার আগারে । পরিপূর্ণ থাকিবেক সরস্বতী বরে ।। ইতি শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম
Saraswati 108 Names In Bengali PDF[Download]
- আরো পড়ুন – ২০২৪ সালের সরস্বতী পূজা কত তারিখ
- সরস্বতীর পাঁচালী । Saraswati Panchali In Bengali
- সরস্বতী অষ্টোত্তর শতনাম
- সরস্বতী পূজার পদ্ধতি মন্ত্র সহ
- শ্রী পঞ্চমী ব্রতকথা
উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন (সরস্বতী অষ্টোত্তর শতনাম । Saraswati 108 Names In Bengali PDF)। সরস্বতী দেবীর আরাধনা করলে দেবী সরস্বতীর কৃপায় জ্ঞান লাভ হয় এবং জ্ঞানের আলোয় মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। আপনি এই নিবন্ধ থেকে উপকৃত হলে, একটি মন্তব্য রেখে আমাদের উত্সাহিত করুন.
এরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে
আরো পড়ুন
- Navratri 2025 In Hindi | २०२5 शारदीय नवरात्रि पूजा की तारीख और शुभ मुहूर्त, कलर
- kojagari Laxmi Puja 2025
- kojagari Laxmi Puja 2025 Bengali। কোজাগরী লক্ষ্মী পূজা কবে – লক্ষ্মী পূজা পদ্ধতি
- Durga puja 2025 Date and Time – 2025 সালের দূর্গাপূজার সময় সূচি
- Which Rudraksha Is Best In Bengali | জেনে নিন কোন রুদ্রাক্ষ কিনবেন
- জয় গনেশ জয় গনেশ lyrics বাংলা | Jaidev Jaidev Lyrics In Bengali
- Radha Ashtomi 2025 – রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- jai dev jai dev lyrics in english
- Ganesh Chaturthi 2025 Date, Shubh Muhurat, Puja Vidhi In Hindi – 2025 गणेश चतुर्थी कब है
- হনুমান চালিশা বাংলা ভাষায় full pdf
- Krishna Janmashtami 2025 In Bengali | এ বছরের জন্মাষ্টমী কবে
- শিব চালিসা PDF । Shiv chalisa in bengali PDF [ Free Download ]