Ras Purnima 2023 Bengali Date। ২০২৩ রাস উৎসব কবে

রাস উৎসব মূলত রাধাকৃষ্ণের আরাধনা (Ras Purnima 2023 Bengali Date) উৎসবের শেষ দিন হয় শোভাযাত্রা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রীতিতে প্রায় তিন থেকে চারদিন মহাসমারোহে পালন করা হয় এই উৎসব। নবদ্বীপ ও নদীয়ার শান্তিপুরে রাধা-কৃষ্ণ পুজার সঙ্গে সঙ্গে অন্যান্য দেব দেবীর ও পূজা করা হয়। জেনে নিন ২০২৩ রাস উৎসব কবে (rash purnima 2023 in bengali) ?

Ras Purnima 2023 Bengali Date। ২০২৩ রাস উৎসব কবে
Ras Purnima 2023 Bengali Date। ২০২৩ রাস উৎসব কবে

Ras Purnima 2023 Bengali Date । রাস যাত্রা নির্ঘণ্ট

2023 সালে রাসযাত্রা পড়েছে 26th November (৯ অগ্রহায়ণ), রবিবার। 

পূর্ণিমা তিথি শুরু ২৬ নভেম্বর (৯ অগ্রহায়ণ) রবিবার ৩:১৫ দুপুর
পূর্ণিমা তিথি শেষ ২৭ নভেম্বর (১০ অগ্রহায়ণ)সোমবার ২:১৭ দুপুর

রাস উৎসবের তাৎপর্য

পদ্মপুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। রাস উৎসব মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীরা পালন করেন। লোককথা অনুসারে শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসারের সকল মহামায়া ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পন করতে বৃন্দাবনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণ গোপিনীদের স্ব-গৃহে ফায়ার যাবার অনুরোধ করলেও তারা তাঁদের মতে দৃঢ় থাকেন। শ্রী কৃষ্ণ গোপিনীদের ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করেন। শ্রী কৃষ্ণ তাদের অধীন ভেবে গোপিনীদের মনে অহং জন্মায়। তখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন।

গোপিনীরা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে ফিরে আসেন এবং মানব জীবনের পরমার্থ বুঝিয়ে তাঁদের অন্তরাত্মা শুদ্ধ করেন। গোপিনীদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন আর গোপিনীরা ও জাগতিক ক্লেশ থেকে মুক্তিলাভ করেন। এইভাবে জগতে রাস উৎসবের প্রচলন ঘটে। ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবন, মথুরা, নদীয়া, কোচবিহার, ওড়িশা, আসাম , মনিপুর এ মহাসমারোহে পালিত হয় রাস উৎসব। শান্তিপুরের মূল উৎসব হলো রাস। (তথ্যসূত্র উইকিপিডিয়া)

অবশ্যই পড়ুন

আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন

Read More


Sharing Is Caring:

Leave a Comment