[FREE Download PDF] 108 Names Of Lord Shiva In Bengali | শিবের অষ্টোত্তর শতনামাবলি – শিবের ১০৮ নাম

শ্রাবণ 2023 – শিবের ১০৮ নাম (108 Names Of Lord Shiva In Bengali) শ্রাবণ মাসে ভগবান শিবের অষ্টোত্তর শতনামাবলি জপ করলে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হয়।

ভগবান ভোলেনাথকে দ্রুত খুশি করতে প্রতি সোমবার (Special Somvar ) শিবের অষ্টোত্তর শতনামাবলি পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

108 Names Of Lord Shiva In Bengali
108 Names Of Lord Shiva In Bengali

ভগবান ভোলানাথ কে আমরা বহু নাম স্মরণ করে থাকি। আমরা জানি বাবা ভোলানাথ ভক্তদের সামান্য প্রচেষ্টাতেই খুশি হয়ে হন। শিবের মাথায় এক কলস শুদ্ধ জল ও নিখুঁত বেলপত্র দিলেই আমরা শিবের আশীর্বাদ লাভ করতে পারি। ভগবান শিব কে আমরা সব সময়ই পূজা করতে পারি।

তবে শ্রাবণ মাসে শিবের পুজোর বিশেষ মহত্ব রয়েছে। শ্রাবণ মাসে শিবলিঙ্গে জলাভিষেকের পর শিবের অষ্টোত্তর শতনামাবলি (108 Names Of Lord Shiva In Bengali) পাঠ করলে শিবের আশীর্বাদ লাভ করতে পারেন। আপনার সকল মনোকামনা পূরণ করবেন ভগবান ভোলেনাথ।

তাহলে চলুন শুরু করা যাক (108 Names Of Lord Shiva In Bengali) শিবের অষ্টোত্তর শতনামাবলি পাঁচালি লিখিতরূপে ।

শিবের অষ্টোত্তর শতনামাবলি

কৈলাস শিখরে বসি দেব ত্রিলোচন ।
গৌরির সহিত করে কথোপকথোন ।।

সুন্দর জোছনারাশি মধুর যামিনী ।
চন্দ্রের কিরণ ছটা বিকাশে অবণী ।।

মহানন্দে হৈমবতী কহে পঞ্চাননে ।
কহ প্রভু কৃপা করে দাসীরে এক্ষণে ।।

পার্বতি কহেন শিবে ওহে গুণধাম ।
শুনিতে বাসনা বড় তব শতনাম ।।

তোমার নামের সংখ্য শুনি বিশ্বপতি ।
আশুতোষ পরিতোষ হয়ে মোর প্রতি ।।

ভবাণী বচনে তবে কৈলাসঈশ্বর ।
আনন্দ অন্তরে দেন তার সদুত্তর ।।

উত্তরে দেবীর বাণী কহে মহেশ্বর ।
কি ইচ্ছা হয়েছে বল আমার গোচর ।।

মহাপূর্ণ প্রদায়ক অতি গোপনীয় ।
কি আছে আমার প্রিয়ে তোমায় অদেয় ।।

স্মরণে সংসার মুক্ত হবে নরগণ ।
অবহিতে শতনাম করহ শ্রবণ ।।

অনাদির আদি নাম রাখিল বিধাতা ।১

মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা ।২

জগদগুরু নাম রাখিল মুরারি ।৩

দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারি ।৪

মহাদেব বলি নাম রাখে শচীদেবী ।৫

গঙ্গাধর বলি নাম রাখিল জাহ্নবী ।৬

ভাগীরথী নাম রাখি দেব শূলপানি ।৭

ভোলানাথ বলি নাম রাখিল শিবানী ।৮

জলেশ্বর নাম মোর রাখিল বরুণ ।৯

রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ ।১০

নন্দী রাখিল নাম দেবকৃপাসিন্ধু ।১১

ভৃঙ্গী মোর নাম রাখে দেব দীনবন্ধু ।১২

তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন ।১৩

পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন ।১৪

রজত বরণ বলি নাম গিরিবর ।১৫

নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর ।১৬

যক্ষরাজ নাম রাখে জগতের পতি ।১৭

বৃষভবাহন বলি নাম রাখে পশুপতি ।১৮

সূর্য্য দেব নাম রাখে দেব বিশ্বেশ্বর ।১৯

চন্দ্রলোকে রাখে নাম শশাংকশেখর ।২০

মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা ।২১

বুধগণ নাম রাখে সর্বজীবত্রাতা ।২২

বৃহষ্পতি নাম রাখে পতিতপাবণ ।২৩

শুক্রাচার্য্য নাম রাখে ভক্ত প্রাণধন ।২৪

শনৈশ্বর নাম রাখে দয়ার আধার ।২৫

রাহুকেতু নাম রাখে সর্ববিধুহরি ।২৬

মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ।২৭

ব্রক্ষলোকে নাম মোর রাখে জটাধারী ।২৮

কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ ।২৯

বদরিকাননে নাম হয় কেদারনাথ ।৩০

শমন রাখিল নাম সত্য সনাতন ।৩১

ইন্দ্রদেব নাম রাখে বিপদতারণ ।৩২

পবন রাখিল নাম মহা তেজোময় ।৩৩

ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ।৩৪

ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ।৩৫

ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন ।৩৬

মহেশ বলিয়া নাম রাখে দশানন ।৩৭

বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ ।৩৮

শম্ভুনাথ বলি নাম রাখেন ব্যাসদেব ।৩৯

বাঞ্ছাপূর্ণকারী নাম রাখে শুকদেব ।৪০

জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি ।৪১

বিজয়া রাখিল নাম অনাথের পতি।৪২

তালবেতাল নাম রাখে সর্ববিঘ্নহর ।৪৩

মাকর্ণ্ড রাখিল নাম মহা যোগেশ্বর ।৪৪

শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবনঈশ্বর ।৪৫

ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্মপরাৎপর ।৪৬

প্রহ্লাদ রাখিল নাম নিখিলতারণ ।৪৭

চিতাভষ্ম মাখি গায় বিভুতিভূষণ ।৪৮

সদাশিব নাম রাখে যমুনা পুণ্যবতী ।৪৯

আশুতোষ নাম রাখে দেব সেনাপতি ।৫০

বাণেশ্বর নাম রাখে সনৎকুমার ।৫১

রাঢ়দেশবাসী নাম রাখে তারকেশ্বর ।৫২

ব্যাধিবিনাশন হেতু নাম বৈদ্যনাথ ।৫৩

দীনের শরণ নাম রাখিল নারদ ।৫৪

বীরভদ্র নাম মোর রাখে হলধর ।৫৫

গন্ধর্ব্ব রাখিল নাম গন্ধর্ব্ব ঈশ্বর ।৫৬

অজিরা রাখিল নাম পাপতাশহারী ।৫৭

দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী ।৫৮

ব্যাঘ্রার্ণ পরিধান নাম বাঘাম্বর ।৫৯

বিষ্ণুলোকে রাখে নাম দেব দিগম্বর ।৬০

কৃত্তিবাস নাম রাখে দেবী ক্যাত্যায়নী ।৬১

ভূতনাথ নাম রাখে ঋষ্যশৃঙ্গ মুণি ।৬২

সদানন্দ নাম রাখে দেব জনার্দন ।৬৩

আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন ।৬৪

রতিপতি নাম রাখে মদন-দহন ।৬৫

দক্ষরাজ নাম রাখে যজ্ঞ বিনাশন ।৬৬

জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ ।৬৭

বশিষ্ঠ আমার নাম রাখে গুড়াকেশ ।৬৮

পৌলস্ত রাখিল নাম ভবভয়হারী ।৬৯

গৌতম রাখিল নাম জনমনে হারী ।৭০

ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর ।৭১

বটুক ভৈরব নাম রাখে ঘন্টেশ্বর ।৭২

মর্তলোকে নাম রাখে সর্বপাপহর ।৭৩

জরৎকারু মোর নাম রাখে যোগেশ্বর ।৭৪

কুরুক্ষেত্রে রণস্থলে পামবরদ্বারী ।৭৫

ঋষীগণ নাম রাখে মুণি মনোহারী ।৭৬

ফণিভূষণ নাম মোর রাখিল বাসুকী ।৭৭

ত্রিপুরে বধিয়া নাম হইল ধানুকী ।৭৮

উদ্দীলক নাম রাখে বিশ্বরূপ মোর ।৭৯

অগস্ত্য আমার নাম রাখিল শংকর ।৮০

দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর ।৮১

সেতু বন্ধে নাম মোর হয় রামেশ্বর ।৮২

হস্তিনা নগরে নাম দেব যোগেশ্বর ।৮৩

ভরত রাখল নাম উমা মহেশ্বর ।৮৪

জলস্বর নাম রাখে করুণা সাগর ।৮৫

মম ভক্তগণ বলে সংসারের সার ।৮৬

ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব ।৮৭

চাঁদ সদাগর রাখে নাম হয়গ্রীব ।৮৮

জৈমিনি রাখিল নাম মোর ত্র্যম্বকেশ ।৮৯

ধন্বন্তরি মোর নাম রাখিল উমেশ ।৯০

দিকপাল গণে নাম রাখিল গিরীশ ।৯১

দশদিক পতি নাম রাখে ব্যোমকেশ ।৯২

দীননাথ নাম মোর কশ্যপ রাখিল ।৯৩

বৈকুণ্ঠের পতি নাম নকুল রাখিল ।৯৪

কালীঘাটে সিদ্ধপাটে নকুল ঈশ্বর ।৯৫

পুরীতীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর ।৯৬

গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর ।৯৭

মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর ।৯৮

কৃপানিধি নাম রাখে রাধাবিনোদিনী ।৯৯

ওঁকার আমার নাম রাখে সান্দীপানি ।১০০

ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম ।১০১

শ্বেত ভুধর নাম রাখেন ঘনশ্যাম ।১০২

বাঞ্ছাকল্পতরু নাম রাখে বসুগণ ।১০৩

মহালক্ষী রাখে নাম অশিব নাশন ।১০৪

অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ ।১০৫

গঙ্গজল বিল্বদলে হই পরিতোষ ।১০৬

ভাঙ্গরভোলা নাম বলি ডাকে ভক্তগণ ।১০৭

বুড়োশিব বলি খ্যাত এই ত্রিভুবন ।১০৮

অসংখ্য আমার নাম না হয় বর্ণন ।
অষ্টোত্তর শতনাম করিনু কীর্তন ।।
108 Names Of Lord Shiva In Bengali
108 Names Of Lord Shiva In Bengali

শিবের ১০৮ নাম

ওঁ শিবায় নমঃ । 1
ওঁ মহেশ্বরায় নমঃ । 2
ওঁ শম্ভবে নমঃ । 3
ওঁ পিনাকিনে নমঃ । 4
ওঁ শশিশেখরায় নমঃ । 5
ওঁ বামদেবায় নমঃ । 6
ওঁ বিরূপাক্ষায় নমঃ । 7
ওঁ কপর্দিনে নমঃ । 8
ওঁ নীললোহিতায় নমঃ । 9
ওঁ শঙ্করায় নমঃ । 10

ওঁ শূলপাণিনে নমঃ । 11
ওঁ খট্বাঙ্গিনে নমঃ । 12
ওঁ বিষ্ণুবল্লভায় নমঃ । 13
ওঁ শিপিবিষ্টায় নমঃ । 14
ওঁ অম্বিকানাথায় নমঃ । 15
ওঁ শ্রীকণ্ঠায় নমঃ । 16
ওঁ ভক্তবত্সলায় নমঃ । 17
ওঁ ভবায় নমঃ । 18
ওঁ শর্বায় নমঃ । 19
ওঁ ত্রিলোকেশায় নমঃ । 20

ওঁ শিতিকণ্ঠায় নমঃ । 21
ওঁ শিবাপ্রিয়ায় নমঃ । 22
ওঁ উগ্রায় নমঃ । 23
ওঁ কপালিনে নমঃ । 24
ওঁ কামারয়ে নমঃ । 25
ওঁ অন্ধকাসুরসূদনায় নমঃ । 26
ওঁ গঙ্গাধরায় নমঃ । 27
ওঁ ললাটাক্ষায় নমঃ । 28
ওঁ কলিকালায় নমঃ । 29
ওঁ কৃপানিধয়ে নমঃ । 30

ওঁ ভীমায় নমঃ । 31
ওঁ পরশুহস্তায় নমঃ । 32
ওঁ মৃগপাণয়ে নমঃ । 33
ওঁ জটাধরায় নমঃ । 34
ওঁ কৈলাসবাসিনে নমঃ । 35
ওঁ কবচিনে নমঃ । 36
ওঁ কঠোরায় নমঃ । 37
ওঁ ত্রিপুরান্তকায় নমঃ । 38
ওঁ বৃষাঙ্গায় নমঃ । 39
ওঁ বৃষভারূঢায় নমঃ । 40

ওঁ ভস্মোদ্ধূলিতবিগ্রহায় নমঃ । 41
ওঁ সামপ্রিয়ায় নমঃ । 42
ওঁ স্বরময়ায় নমঃ । 43
ওঁ ত্রয়ীমূর্তয়ে নমঃ । 44
ওঁ অনীশ্বরায় নমঃ । 45
ওঁ সর্বজ্ঞায় নমঃ । 46
ওঁ পরমাত্মনে নমঃ । 47
ওঁ সোমসূর্যাগ্নিলোচনায় নমঃ । 48
ওঁ হবিষে নমঃ । 49
ওঁ য়জ্ঞময়ায় নমঃ । 50

ওঁ সোমায় নমঃ । 51
ওঁ পঞ্চবক্ত্রায় নমঃ । 52
ওঁ সদাশিবায় নমঃ । 53
ওঁ বিশ্বেশ্বরায় নমঃ । 54
ওঁ বীরভদ্রায় নমঃ । 55
ওঁ গণনাথায় নমঃ । 56
ওঁ প্রজাপতয়ে নমঃ । 57
ওঁ হিরণ্যরেতসে নমঃ । 58
ওঁ দুর্ধর্ষায় নমঃ । 59
ওঁ গিরিশায় নমঃ । 60


ওঁ অনঘায় নমঃ । 61
ওঁ ভুজঙ্গভূষণায় নমঃ। 62
ওঁ ভর্গায় নমঃ । 63
ওঁ গিরিধন্বনে নমঃ । 64
ওঁ গিরিপ্রিয়ায় নমঃ । 65
ওঁ কৃত্তিবাসসে নমঃ । 66
ওঁ পুরারাতয়ে নমঃ । 67
ওঁ ভগবতে নমঃ । 68
ওঁ প্রমথাধিপায় নমঃ । 69
ওঁ মৃত্যুঞ্জয়ায় নমঃ । 70

ওঁ সূক্ষ্মতনবে নমঃ । 71
ওঁ জগদ্ব্যাপিনে নমঃ । 72
ওঁ জগদ্গুরুবে নমঃ । 73
ওঁ ব্যোমকেশায় নমঃ । 74
ওঁ মহাসেনজনকায় নমঃ । 75
ওঁ চারুবিক্রমায় নমঃ । 76
ওঁ রুদ্রায় নমঃ । 77
ওঁ ভূতপতয়ে নমঃ । 78
ওঁ স্থাণবে নমঃ । 79
ওঁ অহির্বুধ্ন্যায় নমঃ । 80

ওঁ দিগম্বরায় নমঃ । 81
ওঁ অষ্টমূর্তয়ে নমঃ । 82
ওঁ অনেকাত্মনে নমঃ । 83
ওঁ সাত্ত্বিকায় নমঃ । 84
ওঁ শুদ্ধবিগ্রহায় নমঃ । 85
ওঁ শাশ্বতায় নমঃ । 86
ওঁ খণ্ডপরশবে নমঃ । 87
ওঁ রজসে নমঃ । 88
ওঁ পাশবিমোচনায় নমঃ । 89
ওঁ মৃডায় নমঃ । 90

ওঁ পশুপতয়ে নমঃ । 91
ওঁ দেবায় নমঃ । 92
ওঁ মহাদেবায় নমঃ । 93
ওঁ অব্যয়ায় নমঃ । 94
ওঁ হরয়ে নমঃ । 95
ওঁ ভগনেত্রভিদে নমঃ । 96
ওঁ অব্যক্তায় নমঃ । 97
ওঁ দক্ষাধ্বরহরায় নমঃ । 98
ওঁ হরায় নমঃ । 99
ওঁ পূষাদন্তভিদে নমঃ । 100

ওঁ অব্যগ্রায় নমঃ । 101
ওঁ সহস্রাক্ষায় নমঃ । 102
ওঁ সহস্রপদে নমঃ । 103
ওঁ অপবর্গপ্রদায় নমঃ । 104
ওঁ অনন্তায় নমঃ । 105
ওঁ তারকায় নমঃ । 106
ওঁ পরমেশ্বরায় নমঃ । 107
ওঁ ত্রিলোচনায় নমঃ । 108
108 Names Of Lord Shiva In Bengali
108 Names Of Lord Shiva In Bengali

108 Names Of Lord Shiva In Bengali। শিবের ১০৮ নাম অর্থসহ

1. শিব – কল্যাণ স্বরূপ
2. মহেশ্বর - মায়ার প্রভু
3. শম্ভূ - যিনি আনন্দের রূপে আছেন
4. পিনাকী - যিনি পিনাকা ধনুক পরেন
5. শশীশেখর - যিনি তার মাথায় চাঁদ পরেন
6. বামদেব - খুব সুন্দর রূপ
7. বিরূপাক্ষ- বিচিত্রা আঁখি যার (শিবের তিনটি চোখ)
8. কপর্দী - জটা ধারণ করেছেন যিনি
9. নীলোহিতা - নীল এবং লাল বর্ণ যাঁর
10. শঙ্কর - যিনি সকলের কল্যাণ করেন

11. শূলপানি - যিনি ত্রিশূল হাতে ধারণ করেন
12. খট্বাঙ্গি - নরকপালযুক্ত লাঠি ধারণকারী -যা শিবের অস্ত্র 
13. বিষ্ণুবল্লভ - ভগবান বিষ্ণুর খুব প্রিয়
14. শিপিবিষ্ট - যিনি সিতুহায় প্রবেশ করেন
15. অম্বিকানাথ - দেবী ভগবতীর স্বামী
16. শ্রীকন্ঠ - সুন্দর কন্ঠ যাঁর 
17. ভক্তবৎসল - যিনি ভক্তদের অত্যন্ত স্নেহ করেন
18. ভাব - জগতের আকারে আবির্ভূত হওয়া
19. শর্ব   - কষ্ট বিনাশকারী 
20. ত্রিলোকেশ - তিন জগতের প্রভু

21. শিতিকন্ঠ - সাদা কন্ঠ যাঁর 
22. শিবাপ্রিয়া - পার্বতীর প্রিয়তমা
23. উগ্র - অত্যন্ত উগ্র রূপ ধারণ করেন যিনি 
24. কাপালি - যিনি মাথার খুলি ধারণ করেন 
25. কামারি - কামদেবের শত্রু, অন্ধকার বিনাশকারী
26. সুরসুদন - যিনি অন্ধককে হত্যা করেছিলেন
27. গঙ্গাধর - যিনি গঙ্গাকে ধারণ করেন
28. ললাটাক্ষ - কপালে আঁখি যাঁর 
29. মহাকাল - কালের কাল যিনি 
30. কৃপানিধি - করুণার সাগর 

31. ভীম - ভয়ঙ্কর রূপ যাঁর 
32. পরশুহস্ত- যে হাতে কুঠার ধরে
33. মৃগপাণি  - যিনি হাতে হরিণ ধারণ করেন
34. জটাধর - জটা ধারণ করেন যিনি 
35. কৈলাশবাসী - কৈলাসের নিবাসী 
36. কবচী - যিনি বর্ম পরিধান করেন
37. অনমনীয় - খুব শক্তিশালী শরীর থাকা
38. ত্রিপুরান্তক - যিনি ত্রিপুরাসুরকে বধ করেছিলেন 
39. বৃষঙ্ক - ষাঁড়ের প্রতীক বহনকারী পতাকা  রয়েছে যাঁর
40. বৃষভারূঢ় - বৃষের উপরে সওয়ার যিনি

41. ভস্মোদ্ধুলিতবিগ্রহ - সারা শরীরে ভস্ম লাগান যিনি
42. সম্প্রিয়া - সম্পদের প্রেমিকা
43. স্বরময়ী - সাতটি স্বরে যাঁর নিবাস
44. ত্রয়ীমূর্তি - বেদরূপী বিগ্রহ করেন যিনি
45. অনিশ্বর - যিনি নিজেই সকলের কর্তা
46. ​​সর্বজ্ঞা - সর্বজ্ঞানী
47. পরমাত্মা - সমস্ত আত্মার মধ্যে সর্বোচ্চ
48. সোমসূর্যগ্নিলোচন - চন্দ্র, সূর্য এবং আগুনের মতো চোখ যাঁর
49. হবি - আহূতি রূপী দ্রব্যের মতো
50. যজ্ঞময় - যজ্ঞস্বরূপ যিনি

51. সোম - উমার রূপ সহ এক
52. পঞ্চবক্ত্র - পঞ্চ মুখ যাঁর
53. সদাশিব - যিনি শাশ্বত কল্যাণ স্বরূপ
54. বিশ্বেশ্বর - সমস্ত বিশ্বের প্রভু
55. বীরভদ্র - সাহসী তবুও শান্ত
56. গণনাথ - গণদের স্বামী
57. প্রজাপতি - প্রজাদের রক্ষাকর্তা
58. হিরণ্যরেতা - সোনার উজ্জ্বলতা সহ এক
59. দুর্ধর্ষ - কারো দ্বারা দমন করা যায় না
60. গিরিশ - পাহাড়ের প্রভু

61. গিরিশ্বর - যিনি কৈলাস পর্বতে শয়ন করেন
62. অনঘ - পাপরহিত
63. ভুজংভূষণ - সাপের অলঙ্কার ধারণকারী 
64. ভর্গ - পাপের বিনাশকারী
65. গিরিধন্ব - যিনি মেরু পর্বতকে ধনুক তৈরি করেছিলেন
66. গিরিপ্রিয়া - পর্বতপ্রেমী
67. কৃত্তিবাস - যিনি গোয়াল পরিধান করেন
68. পুরারতি - পুরার বিনাশকারী
69. ঈশ্বর - সর্বশক্তিমান ঐশ্বর্যময়
70. প্রজাপতি = প্রজার পালনকর্তা

71. মৃত্যুঞ্জয় - মৃত্যুকে জয় করেছেন যিনি
72. সূক্ষ্মতনু = সূক্ষ্ম শরীর যাঁর
73. জগদ্ব্যাপি - যিনি বিশ্বব্যাপী পরিব্যাপ্ত
74. জগদ্গুরু - বিশ্বের গুরু
75. ব্যোমকেশ - যার চুলের মত আকাশ
76. মহাসেঞ্জনক - কার্তিকেয়ের পিতা
77. চারুবিক্রম - সুন্দর পরাক্রমশালী যিনি 
78. রুদ্র - ভয়ঙ্কর
79. ভূতপতি - ভূত বা পাঁচ ভূতের প্রভু
80. স্থানু - স্পন্দন বিহিন কূটস্থ রূপ যাঁর

81. অহিরবুধন্য - যিনি কুন্ডলিনী ধারণ করেন
82. দিগম্বর - উলঙ্গ, আকাশরূপী বস্ত্র ধারণকারী
83. অষ্টমূর্তি - আটটি রূপ যাঁর
84. আনেকাত্ম - যিনি অনেক রূপ ধারণ করেন
85. সাত্ত্বিক - সত্ব গুণ যাঁর
86. শুদ্ধবিগ্রহ - শুদ্ধমূর্তি যাঁর
87. শাশ্বত - যিনি চিরকাল বেঁচে থাকেন
88. খণ্ডপরশু - ভাঙা পরশু ধারণ করেছেন যিনি
89. অজ - জন্ম রহিত
90. পাশবিমোচন - যিনি বন্ধন থেকে মুক্ত করেন

91. মৃদ - একজন যিনি আনন্দদায়ক
92. পশুপতি - পশুপতি
93. দেব - স্বয়ং প্রকাশরূপ যিনি
94. মহাদেব - দেবতাদের ঈশ্বর
95. অব্যয় - খরচ হওয়া সত্ত্বেও ঘাটতি হয় না যাঁর
96. হরি - বিষ্ণুর রূপ
97. পূষদন্তভিৎ - পূষার দন্ত যিনি উপড়ে ফেলেছিলেন
98. অব্যগ্র - কখনও ব্যথিত হন না যিনি
99. দক্ষিণধ্বরহর - দক্ষের যজ্ঞ নষ্ট করেছিলেন যিনি
100. হর - পাপ এবং তাপ হরণকারী

101. ভগনেত্রবীদ - ভগ দেবতার চোখ নষ্ট করেছিলেন যিনি
102. অব্যক্ত - ইন্দ্রিয়ের কাছে দৃশ্যমান নয়
103. সহস্রাক্ষ - সহস্র চোখ বিশিষ্ট এক
104. সহস্রপদ - হাজার পা বিশিষ্ট একজন
105. অপবর্গপ্রদ - কৈবল্য মোক্ষ দান করেন যিনি
106. অনন্ত - দেশকালবস্তু রূপী পরিছেদ রহিত
107. তারক - যিনি সবাইকে রক্ষা করেন
108. পরমেশ্বর - পরমেশ্বর

[FREE Download PDF] শিবের অষ্টোত্তর শতনামাবলি

আপনার সুবিধার্থে আমরা দিচ্ছি শিবের অষ্টোত্তর শতনামাবলি PDF। আপনি খুব সহজেই নিচে দেওয়া বাটন এ ক্লিক করে এটি ডাউনলোড করে অফলাইনে পাঠ করতে পারেন।

Download PDF Download PDF

[FREE Download PDF] শিবের ১০৮ নাম

আপনার সুবিধার্থে আমরা দিচ্ছি শিবের ১০৮ নাম PDF । আপনি খুব সহজেই নিচে দেওয়া বাটন এ ক্লিক করে এটি ডাউনলোড করে অফলাইনে পাঠ করতে পারেন।

Download PDF Download PDF

Also ReadAll Language हनुमान चालीसा | पंचमुखी हनुमान कवच मंत्र | हनुमान गायत्री मंत्र | हनुमान साठिका पाठ | हनुमान बंदी मोचन स्तोत्र | हनुमान जंजीरा मंत्र | हनुमान जी के 1008 नाम | हनुमान बाहुक पाठ | हनुमान पूजा विधि | संकट मोचन हनुमान अष्टक | सम्पूर्ण बजरंग बाण | 11 din हनुमान चालीसा संकल्प | 21 मंगलवार हनुमान व्रत | 21 Days हनुमान चालीसा संकल्प

Shiv Ashtottara Shatanamavali Music Video

Video Courtesy – Youtube

উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন (108 Names Of Lord Shiva In Bengali)। ভগবান শিবের কৃপায় আপনার জীবনের সমস্ত কষ্টের অবসান হোক। আপনি যদি ভগবান শিবের উপাসনা করেন তবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উত্সাহিত করুন।

इसी तरह और भि धार्मिक तथ्य जानने के लिए नीचे क्लिक करें

और पढ़िए

Sharing Is Caring:

Leave a Comment